পূর্ব বর্ধমান: পূর্বস্থলী দক্ষিণের দোলগোবিন্দপুরে বুথের ভিতরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ থার্ড পোলিং অফিসারের বিরুদ্ধে। 


তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের পাল্টা হুঁশিয়ারি, ব্যবস্থা না নিলে সমস্ত বুথে গিয়ে তিনি জয় বাংলা স্লোগান দেবেন। অভিযুক্ত পোলিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থী জয় বাংলা বলতেই পারেন, প্রতিক্রিয়া বিজেপি প্রার্থীর।


গলসি বিধানসভার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের বুথের সামনে সাংসদ সুনীল মণ্ডলের বাড়ির পাঁচিলে উড়ছে বিজেপির পতাকা। এনিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শাসক শিবিরের। সাংসদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


ভোটের আগের রাতে কেতুগ্রাম বিধানসভা এলাকায় পুলিশি ধরপাকড়ের অভিযোগ তৃণমূলের। অভিযোগ, গতকাল রাতে এলাকায় হানা দিয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ। এনিয়ে উত্তেজনা ছড়ায়।  অন্যদিকে, বিজেপির অভিযোগ, বেশ কয়েকটি বুথে তাদের এজেন্টদের বসতে বাধা দেয় তৃণমূল কর্মীরা।  


কেতুগ্রামের বামুনডিতে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি উত্তেজিত জনতার। 


আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। ৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব। এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। পুলিশের দাবি, অশান্তির আশঙ্কায় দোকান বন্ধ করতে বলায় হুমকি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, হুমকি নয়, কথা কাটাকাটি হয়েছে, পুলিশই উল্টে হুমকি দেয়।


আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।


জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-


উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।


নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।


পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।


উত্তর দিনাজপুর (৯)- 
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।