সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নির্বাচনের প্রাক মুহুর্তে উত্তর দিনাজপুর বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলে এটাই এদিন চর্চার বিষয় হয়ে দাঁড়ায়।


মঙ্গলবার সকালে রাজ্য বিজেপির সভাপতি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জেলা সভাপতির রদবদলের বিষয়টি জানান। এরপর থেকেই জোর চর্চা শুরু হয় জেলা বিজেপি নেতৃত্বের মধ্যে। এরই মাঝে এদিন ইসলামপুরে রোড শো করতে আসেন অমিত শাহ। তার মাঝেই এমন সাংগঠনিক রদবদলে চর্চা শুরু হয়েছে। তবে কী কারণে তড়িঘড়ি এই রদবদল? সেই প্রশ্নের উত্তর মেলেনি।


বিশ্বজিৎ লাহিড়ী একজন বিজেপির ভাল সংগঠক বলে পরিচিত। কিন্তু কেন তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হল, তাই নিয়ে প্রশ্ন উঠেছে জেলা জুড়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশ্বজিৎবাবু প্রথমেই বলেন তাঁর এবিষয়ে জানা নেই। তিনি সাংবাদিকদের মুখেই প্রথম জানতে পারেন, তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, দল যদি তাঁকে সরিয়ে অন্য কোনও যোগ্য ব্যক্তিকে তাঁর পদে বসান, তাতে তাঁর কোনও আপত্তি নেই। কারণ দল নিশ্চয়ই বুঝেছে এই পদে অন্য কাউকে বসাতে হবে ৷ তাই দলের নির্দেশ অনুযায়ী তিনি তাঁর পদ থাকুক বা না থাকুক তিনি দলের হয়েই নির্বাচনের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বিশ্বজিৎ লাহিড়ী।


এ বিষয়ে মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, জেলায় অমিত শাহজি রয়েছেন ৷ তবে সাংগঠনিক বিষয় নিয়ে রদবদলের কোনও সম্পর্ক নেই। এতে ভোটেও কোনও প্রভাব পড়বে না বলে তিনি জানিয়েছেন। নব নিযুক্ত জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ‘‘এই বিষয়ে আমার উপর দল যে আস্থা রেখেছে তার জন্য নেতৃত্বকে ধন্যবাদ। সকলকে নিয়ে নির্বাচনকে সফলভাবে পরিচালনা করবো। বিশ্বজিৎ দা আমার দাদার মতন। আগামী দিনে রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে বিশ্বজিৎ আমার মার্গদর্শক হবেন।’’ জেলার নয়টি বিধানসভা আসনেই বিজেপি জয় লাভ করবে বলে এদিন আশা প্রকাশ করেন বাসুদেব সরকার। তৃণমূলের দাবি হার নিশ্চিত জেনে এই রদবদল। এতে কোনও লাভ হবে না বলেই তৃণমূল নেতা অরিন্দম সরকার জানিয়েছেন।