কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। ওই রাজ্যে দলের নেতা কর্মীরা তাঁদের দায়িত্ব যথাযথ পালন করুন। সূত্রের খবর, বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বাংলায় এবারের নির্বাচনে কোমর বেঁধে নেমেছে বিজেপি। ইতিমধ্যেই রাজ্যে একাধিকবার এসেছেন নরেন্দ্র মোদি। সভা করে গিয়েছেন ব্রিগেডে। আবার মোদি রাজ্যে প্রচারে আসছেন আগামী ১৮ ও ২০ মার্চ। এই প্রেক্ষিতেই ফের বাংলায় নির্বাচনী সাফল্যের দাবি করলেন প্রধানমন্ত্রী।
এরইমধ্যে জানা গেছে, ১৫ ও ১৯ মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ। ওই দু’দিন অমিত শাহ করবেন একাধিক জনসভা, এমনটাই খবর সূত্রের। তিনি রোড শো-তেও অংশ নেবেন বলে সূত্রের খবর। বৈঠক করবেন দলের রাজ্যস্তরের নেতাদের সঙ্গেও। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার রাজ্যে এসেছেন অমিত শাহ। করেছেন জনসভা ও রোড শো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত রবিবারই ব্রিগেডে বিজেপির জনসভায় ভাষণ দিয়েছেন। এরপর ১৮ ও ২০ মার্চ রাজ্যে আসছেন মোদি।