হংসরাজ সিংহ, পুরুলিয়া:  ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কোনও দলই প্রকাশ করেনি প্রার্থী তালিকা। অথচ তার আগেই পুরুলিয়ার রঘুনাথপুরে দেওয়ালে প্রার্থী হিসেবে ফুটে উঠল তৃণমূল বিধায়কের নাম! জিয়াড়া গ্রামের ঘটনায় অস্বস্তিতে শাসকদল। জেলা শীর্ষ নেতৃত্বের চাপে মোছা হল দেওয়াল লিখন।


সামনেই বিধানসভা দখলের জোরদার লড়াই। অভিযোগ-পাল্টা অভিযোগ, চাপানউতোরে সরগরম ভোটের ময়দান। চলছে দেওয়াল দখলের লড়াই। সেই দেওয়াল লিখন নিয়েই এবার বিতর্ক তুঙ্গে পুরুলিয়ার রঘুনাথপুর এক নম্বর ব্লক এলাকায়। কারণ, কোনও দল প্রার্থী তালিকা প্রকাশ না করলেও দেওয়ালে ফুটে উঠেছে তৃণমূল প্রার্থীর নাম। রঘুনাথপুরের তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। আসন্ন বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী হিসেবে তুলে ধরে শুক্রবার সন্ধেয় দেওয়াল লিখন করা হয় জিয়াড়া গ্রামে। 


তৃণমূলকর্মী সঞ্জীবকুমার সিংহ জানান, ‘‘আমি পূর্ণচন্দ্র বাউরির অনুগামী। পূর্ণচন্দ্র বাউরি ছিলেন আছেন এবং থাকবেন... ৷’’


এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য বিধায়ককে ফোন করা হলেও তিনি ধরেননি। তবে তৃণমূল সূত্রে খবর, বিধায়ক রঘুনাথপুর ১ নম্বর ব্লকের দলীয় সভাপতি মিহির বাউরিকে চিঠি দিয়ে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছেন। সেই সঙ্গে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। তারপরই ওই দেওয়াল লিখন মুছে ফেলা হয়। তৃণমূলকর্মী সঞ্জীবকুমার সিংহ জানান, ‘‘দলীয় নির্দেশ ছাড়াই আবেগের কারণে আমি এই দেওয়াল লিখন করেছিলাম।’’


রঘুনাথপুর ১নং ব্লকের তৃণমূল সভাপতি মিহির বাউরি জানান, ‘‘তৃণমূল কর্মীরা আবেগবশত এরকম কাজ করে ফেলেছেন। পরে তারা দেওয়াল লিখন মুছে দেন। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। অন্য কোনও রাজনৈতিক দল জড়িত কিনা এবিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ৷’’


এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দলের পুরুলিয়া জেলা সম্পাদক বাণেশ্বর মুখোপাধ্যায় জানান, ‘‘এটা এক ধরনের নির্বাচনী চমক বা ভেলকি। তৃণমূলে শৃঙ্খলা নেই, কোম্পানিতে পরিণত হয়েছে। এই ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই। রঘুনাথপুর বিধানসভায় বিপুল ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী ৷’’


ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কোনও দলই প্রকাশ করেনি প্রার্থী তালিকা। তা সত্ত্বেও আগেভাগে দেওয়ালে প্রার্থীর নাম লেখা নিয়ে বিতর্ক তুঙ্গে।