West Bengal Election Result 2024 Live : কাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক অভিষেককে যেতে বলব, জানালেন মমতা

West Bengal election result : গণনা কেন্দ্রের ( Counting Booth ) বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

ABP Ananda Last Updated: 04 Jun 2024 11:27 PM

প্রেক্ষাপট

আজ লোকসভা ভোটের ফলপ্রকাশ ( Loksabha Election Result ) । দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে মঙ্গলবার। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম ( EVM )। রাজ্যে ৪২টি আসনে...More

WB Loksabha Election Result 2024: নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি-শাহের : মমতা বন্দ্যোপাধ্যায়

৪০০ পার দূরের কথা, আড়াইশোও ছুঁল না বিজেপি। ৩০০-র আগেই থামল এনডিএ জোট। 'এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা-বোনেদের জয়। নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি-শাহের। ক্ষমতায় না থাকলে এইটুকু আসনও পেত না বিজেপি। অবিলম্বে সব রাজ্যকে তার বকেয়া টাকা ফেরত দেওয়া হোক', বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।