West Bengal Election Result 2024 Live : কাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক অভিষেককে যেতে বলব, জানালেন মমতা

West Bengal election result : গণনা কেন্দ্রের ( Counting Booth ) বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

ABP Ananda Last Updated: 04 Jun 2024 11:27 PM
WB Loksabha Election Result 2024: নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি-শাহের : মমতা বন্দ্যোপাধ্যায়

৪০০ পার দূরের কথা, আড়াইশোও ছুঁল না বিজেপি। ৩০০-র আগেই থামল এনডিএ জোট। 'এটা ইন্ডিয়া জোটের জয়, দেশের মা-বোনেদের জয়। নৈতিক হারের দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত মোদি-শাহের। ক্ষমতায় না থাকলে এইটুকু আসনও পেত না বিজেপি। অবিলম্বে সব রাজ্যকে তার বকেয়া টাকা ফেরত দেওয়া হোক', বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Loksabha Election Result 2024: বাংলায় সবুজ ঝড়, মমতা-অভিষেকেই আস্থা বঙ্গবাসীর

ইউসুফ পাঠানে কাছে হারলেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে দিলীপ ঘোষকে হারালেন কীর্তি আজাদ। বাংলায় রেকর্ড ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরাহনগরে সজল ঘোষকে হারিয়ে জিতেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ফের মমতা-ম্যাজিক। বড় ধাক্কা বিজেপির। 

West Bengal Loksabha Election Result 2024: যাদবপুরে জয়ী তৃণমূলের সায়নী ঘোষ

মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। সবুজ ঝড়ে ফিকে মোদি হাওয়া। যাদবপুরে ২ লক্ষ ৫৮ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। 

West Bengal Loksabha Election Result 2024: ঘাটালে হিরণকে বড় ব্যবধানে হারালেন দেব

ঘাটালে বড় ব্যবধানে বিজেপি পার্থী হিরণ চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতলে তৃণমূলের তারকা প্রার্থী দেব। 

WB Loksabha Election Result 2024: বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়

বরানগর বিধানসভা কেন্দ্রেও তৃণমূলের জয়। বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্ধ্যোপাধ্যায়। ৮ হাজার ১৮ ভোটে হার বিজেপি প্রার্থী সজল ঘোষের। 

West Bengal Loksabha Election Result 2024 : কাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, অভিষেককে যেতে বলব: মমতা

'ইন্ডিয়া জোটকে সমর্থন করছি। যারা ইন্ডিয়া জোটে আসতে চায়, তাদেরও সমর্থন করছি', বঙ্গে তৃণমূলের বিরাট সাফল্যের পর বললেন মমতা । বললেন, কাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, অভিষেককে যেতে বলব। 

West Bengal Election News Live : তমলুকে বিজেপি  প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী

তমলুকে বিজেপি  প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী

West Bengal Election Result 2024 : উনিশের আসন সংখ্যাই ছুঁতে পারল না বিজেপি

 বাংলায় পাঁকে ডুবল পদ্ম। তৃণমূল টেক্কা দেওয়া দূরস্ত, উনিশের আসন সংখ্যাই ছুঁতে পারল না বিজেপি। সবুজ ঝড়ে ধরাশায়ী সুকান্ত-শুভেনদু ব্রিগেড।

West Bengal Loksabha Election Result 2014 : বিকেল ৫ টা অবধি ফলাফল

ডায়মন্ডহারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) ৭ লক্ষ ১ হাজার ৫৬৩ ভোটে এগিয়ে
আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা (বিজেপি) ৫৯ হাজার ১৮৯ ভোটে এগিয়ে
আরামবাগ : তৃণমূল : মিতালি বাগ : ২১ হাজার ৯৪৮ ভোটে এগিয়ে
আসানসোল :  তৃণমূল : শত্রুঘ্ন সিনহা :  ৫৯ হাজার ৯১০ ভোটে এগিয়ে
বহরমপুর : তৃণমূল : ইউসুফ পাঠান : ৭২ হাজার ভোটে এগিয়ে
বালুরঘাট :  বিজেপি : সুকান্ত মজুমদার :  ২১ হাজার ২২২ ভোটে এগিয়ে
বনগাঁ : বিজেপি : শান্তনু ঠাকুর : ৪১ হাজার ৭৯৫ ভোটে এগিয়ে
বাঁকুড়া : তৃণমূল : অরূপ চক্রবর্তী : ৩১ হাজার ৫৬৪ ভোট এগিয়ে
বারাসাত :  তৃণমূল : কাকলি ঘোষ দস্তিদার : ৯৮ হাজার ৩৪৮ ভোটে এগিয়ে
বর্ধমান-পূর্ব : তৃণমূল : শর্মিলা সরকার : ১ লক্ষ ৫৩ হাজার ৮৪৩ ভোটে এগিয়ে
বর্ধমান-দুর্গাপুর : তৃণমূল : কীর্তি আজাদ :  ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৪ ভোটে এগিয়ে
ব্যারাকপুর :  তৃণমূল : পার্থ ভৌমিক :  ৫৮ হাজার ৮৬০ ভোটে এগিয়ে
বসিরহাট :  তৃণমূল : হাজি নুরুল ইসলাম :  ২ লক্ষ ৪৪ হাজার ১৭৭ ভোটে এগিয়ে

West Bengal Election Result 2024 : আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

আসানসোলে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা

West Bengal Loksabha Election Result 2024 : বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা

বরানগর বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

West Bengal Loksabha Election Result 2024 : বর্ধমানে দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান

বর্ধমানে দিলীপ ঘোষকে জয় বাংলা স্লোগান।
গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনা। 

West Bengal Election Result 2024 : তৃণমূল প্রার্থীর থেকে সুকান্ত মজুমদার এগিয়ে ৪৮০০ ভোটে

বালুরঘাটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, তৃণমূল প্রার্থীর থেকে সুকান্ত মজুমদার এগিয়ে ৪৮০০ ভোটে । 

West Bengal Election Result 2024 Update : বিজেপি এগিয়ে ১০টি আসনে তৃণমূল, এগিয়ে ৩১টি আসনে

দুপুর ২ টো অবধি পাওয়া তথ্য অনুসারে 



  • বিজেপি এগিয়ে ১০টি আসনে

  • তৃণমূল এগিয়ে ৩১টি আসনে

  • কংগ্রেস এগিয়ে ১টি আসনে, হাতখালি বামেদের

West Bengal Election 2024 Live : ডায়মন্ড হারবারে ৩ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে অভিষেক

ডায়মন্ড হারবারে ৩ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে ২৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। 

West Bengal Election Result 2024 : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ২৭০ আসনে, ইন্ডিয়া জোট এগিয়ে ২৫১ আসনে

এনডিএ-কে জোর টক্কর ইন্ডিয়ার। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ২৭০ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৫১ আসনে। অন্যান্যরা এগিয়ে ২২ আসনে

West Bengal Loksabha Election Result 2024 :বিষ্ণুপুরে দ্বিতীয় রাউন্ডের শেষেই ধুন্ধুমার, তৃণমূল-বিজেপির সংঘর্ষ

বিষ্ণুপুরে দ্বিতীয় রাউন্ডের শেষেই ধুন্ধুমার, তৃণমূল-বিজেপির সংঘর্ষ, ভাঙচুর। 

West Bengal Loksabha Election Result 2024 : আসানসোলে সাড়ে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজপি প্রার্থী সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া

বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।


প্রথম রাউন্ডের শেষে ২৬ ভোটে এগিয়ে অধীর।


ব্যারাকপুরে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক



মথুরাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বাপি হালদার



আরামবাগে এগিয়ে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর



কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী



শ্রীরামপুরে ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়



আসানসোলে সাড়ে ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজপি প্রার্থী সুরিন্দর সিংহ অহলুওয়ালিয়া

West Bengal Loksabha Election Result 2024 : বরানগরে ৯৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ

বরানগর বিধানসভা উপনির্বাচনে ৯৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ

West Bengal Loksabha Election Result 2024 : রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব, অভিযোগ রেখা পাত্রর

বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে, বলছে রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব, অভিযোগ রেখা পাত্রর।

West Bengal Election Result 2024 Live : বিষ্ণুপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার
বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
বর্ধমান-দুর্গাপুরে ১৭০০-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
কোচবিহারে পিছিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
 এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া

West Bengal Loksabha Election Result 2024 : বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

বর্ধমান-দুর্গাপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
বর্ধমান-দুর্গাপুরে দুর্গাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ

West Bengal Loksabha Election Result 2024 হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ
হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়

West Bengal Loksabha Election Result 2024 : তমলুকে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আসানসোলে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন
তমলুকে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মেদিনীপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
বিষ্ণুপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার
বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

West Bengal Loksabha Election Result 2024 : ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব

জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়
বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল
বীরভূমে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়
বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল
দমদমে এগিয়ে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত
ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব
যাদবপুরে এগিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
জয়নগরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল

West Bengal Loksabha Election Result 2024 : বিজেপি এগিয়ে ১৪টি আসনে, তৃণমূল এগিয়ে ১৫টি আসনে

বিজেপি এগিয়ে ১৪টি আসনে
তৃণমূল এগিয়ে ১৫টি আসনে
বামেরা এগিয়ে ১টি আসনে
কংগ্রেস এগিয়ে ২টি আসনে

West Bengal Loksabha Election Result 2024 : এই মুহূর্তে কোথায় কে এগিয়ে

বালুরঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল
বীরভূমে এগিয়ে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য
বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল
দমদমে এগিয়ে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত
ঘাটালে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
যাদবপুরে এগিয়ে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
জয়নগরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল
কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্য়ায়
কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায়
রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
জঙ্গিপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান
রায়গঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী কার্তিক পাল
মালদা উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু
পুরুলিয়ায় এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো
ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়
মুর্শিদাবাদে এগিয়ে সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম

West Bengal Loksabha Election Result 2024 : কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ 

কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় । 


যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ 

West Bengal Loksabha Election Result 2024 : বিজেপি এগিয়ে ৯ আসনে , TMC এগিয়ে ৫ আসনে

বিজেপি এগিয়ে ৯ আসনে , TMC এগিয়ে ৫ আসনে

West Bengal Election Result 2024 : এই মুহূর্তে রাজ্যের ভোট ফলাফলের খবর

তৃণমূল  ৩


বিজেপি


কংগ্রেস - ১


অন্যান্য

Election Result 2024 : রায়বরেলি, ওয়েনাড়ে এগিয়ে রাহুল গাঁধী

পোস্টাল ব্যালট গণনার শুরুতে এনডিএ ৩৭টি আসনে এগিয়ে
ইন্ডিয়া জোট এগিয়ে ৫০টি আসনে


বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদি 
মুম্বই উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী পীযূষ গোয়েল
নাগপুরে এগিয়ে বিজেপি প্রার্থী নিতিন গডকড়ী
গোরক্ষপুরে এগিয়ে বিজেপি প্রার্থী রবি কিষাণ
নয়াদিল্লিতে এগিয়ে বিজেপি প্রার্থী বাঁশুরি স্বরাজ
বারামতীতে এগিয়ে এনসিপি প্রার্থী সুপ্রিয়া সুলে 
রায়বরেলি, ওয়েনাড়ে এগিয়ে রাহুল গাঁধী
জোরহাটে এগিয়ে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ
দিল্লির ৭টি আসনেই এগিয়ে এনডিএ
উত্তরপ্রদেশে ৫টি আসনে এগিয়ে এনডিএ, ৮টি আসনে এগিয়ে ইন্ডিয়া

West Bengal Election Result 2024 : পোস্টাল ব্যালট গণনা শুরুতেই এগিয়ে গেল তৃণমূল

পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালট গণনা শুরুতেই এগিয়ে গেল তৃণমূল। এখনও পর্যন্ত ৩ টি আসনে এগিয়ে গেল তৃণমূল। একটিতে এগিয়ে কংগ্রেস। 

West Bengal Election Result 2024 : ভাঙড়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে

জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ। ভাঙড়ে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগে সরব হয়েছে আইএসএফ। গোসাবায় বিজেপি কর্মীর বাড়ির জলের পাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠল। চুঁচুড়ায় বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তণমূল কর্মীর বাড়িতে চড়াও হলেন বিজেপি নেতা-কর্মীরা। পুলিশি অভিযান ঘিরে সোমবার ফের উত্তপ্ত হল সন্দেশখালি

West Bengal Election Result 2024 ব্যারাকপুরে গণনাকেন্দ্রের বাইরে সকাল থেকে তৃণমূল ও বিজেপি সমর্থকদের ভিড়

ব্যারাকপুরে গণনাকেন্দ্রের বাইরে সকাল থেকে তৃণমূল ও বিজেপি সমর্থকদের ভিড়। এলাকায় উত্তেজনা। দু'পক্ষে স্লোগান।

balurghat Loksabha Election Result 2024: এই বৃষ্টি আসলে পুষ্পবৃষ্টি, বালুরঘাটে গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বললেন সুকান্ত

টজয়ের ব্যাপারে একশ শতাংশ আশাবাদী। আজ আবহাওয়া ভালো নয়। বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আসলে পুষ্পবৃষ্টি, বালুরঘাটে গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বললেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। 

West Bengal Election Result 2024 Live : গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ৫

গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ । ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে গুরুতর আহত ৫। আহতদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য। বোমা তৈরির সময় বিস্ফোরণ, অনুমান পুলিশের। বিস্ফোরণে আহত ৫ জনকেই এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম

Lok Sabha Election Results Bengal LIVE: স্ট্রং রুমের ভেতর ক্যাজুয়াল স্টাফ কেন? প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের

স্ট্রং রুমের ভেতর ক্যাজুয়াল স্টাফ কেন? প্রশ্ন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের। রাতেই ঘাটাল লোকসভার স্ট্রং রুমের সামনে উত্তেজনা
মহকুমাশাসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন ঘাটালের বিজেপি প্রার্থী। গতকালই ভোটগণনায় অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা

Sandeshkhali News Live : গণনার দিন সকাল থেকে সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারি

গণনার দিন সকাল থেকে সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারি। সন্দেশখালি ১ নং ব্লকের ন্যাজাটের অন্তর্গত ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০টি এলাকায় ১৪৪ ধারা জারি। 

Lok Sabha Election Results Bengal LIVE: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র

কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সবথেকে কম ৯ রাউন্ড গণনা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। 

Lok Sabha Election Results 2024: রাজ্যে কাউন্টিং হলের সংখ্যা ৪১৮

আজ লোকসভা ভোটের ফল ঘোষণা। রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা রয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। 

Loksabha Election Result 2024: প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, শেষে হবে EVM গণনা

প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। ভোট গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন। কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা।

Loksabha Polls Result 2024: কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। 

Loksabha Election Result 2024: আজ লোকসভা ভোটের ফল ঘোষণা, রাজ্যের ৪২ আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি

আজ লোকসভা ভোটের ফল ঘোষণা। রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা রয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সবথেকে কম ৯ রাউন্ড গণনা হবে।

প্রেক্ষাপট

আজ লোকসভা ভোটের ফলপ্রকাশ ( Loksabha Election Result ) । দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে মঙ্গলবার। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম ( EVM )। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম । গণনাকেন্দ্র গুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের ( Counting Booth ) বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। 


 রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা রয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সবথেকে বেশি ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সবথেকে কম ৯ রাউন্ড গণনা হবে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি গণনা কেন্দ্র রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। ভোট গণনায় মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী থাকছেন। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.