Election Winners List Live Blog : নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন বিজেপির সৌমিত্র খাঁ

Election Results 2024 : রাজ্য-সহ সারা দেশেই নিয়ম মেনে ত্রুটিবিহীন ভাবে ভোটগণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা।

ABP Ananda Last Updated: 05 Jun 2024 01:02 PM
Lok Sabha Election Live: নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন বিজেপির সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরে নিজের গড় ধরে রাখার পর, দলকে তুলোধনা করলেন সৌমিত্র খাঁ। বিজেপি প্রার্থীর নিশানায় বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, ভোটে জেতার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সৌমিত্র খাঁ। 

Lok Sabha Election Live: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক, যোগ দিচ্ছেন কারা?

লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিনই দিল্লিতে INDIA জোটের বৈঠক। আজ সন্ধেয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ২৭ জন বিরোধী নেতার বৈঠক রয়েছে। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল
দিল্লি উড়ে গিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনও। লোকসভা ভোটে তাঁর দল DMK পেয়েছে ২৭টি আসন। পাটনা থেকে একই বিমানে দিল্লি পৌঁছেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তৃতীয় দফার মোদি সরকারের কিং মেকার হতে চলেছেন নীতীশ, অন্যদিকে, লালু-পুত্র তেজস্বী যোগ দেবেন INDIA-র বৈঠকে।

Lok Sabha Election Live: সূত্রের খবর, INDIA জোটের তরফেও নীতীশ ও চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে 

দিল্লিতে তৃতীয় দফার NDA সরকারের কিং মেকার হতে চলেছেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু। সূত্রের খবর, INDIA জোটের তরফেও নীতীশ ও চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। 

Lok Sabha Election Live: আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে মোদি মন্ত্রিসভাকে নৈশভোজে আমন্ত্রণ

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও লোকসভা ভোটের ফল ঘোষণার পরের দিন থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। আজ রাষ্ট্রপতির হাতে ভোটের ফলের চূড়ান্ত তালিকা তুলে দেবেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। তারপর সবথেকে বেশি ভোট পাওয়া দলকে সরকার গড়ার জন্য ডাকতে পারেন রাষ্ট্রপতি। ১৭ তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জুন। তার আগেই শপথ নিতে চলেছে নতুন সরকার। আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে মোদি মন্ত্রিসভাকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে।

Lok Sabha Election Live: আজ থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি।

লোকসভা ভোটের ফল ঘোষণার পর আজ থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। 

Lok Sabha Election Live: তৃণমূলের দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার, বিরাট ব্যবধানে জয়ী অভিষেক

তৃণমূলের দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার। বিরাট ব্যবধানে জয়ী অভিষেক। মার্জিন ৭ লক্ষ ১০ হাজার। ধরাশায়ী বিজেপি, সিপিএম।

Lok Sabha Election Live: তৃণমূল ঝড়ে ধরাশায়ী বিরোধী দলের একাধিক বড় মুখ

লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের দাপট। সবুজ ঝড়ে ধরাশায়ী হল গেরুয়া শিবির। বহরমপুরে রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে হারলেন পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী। বর্ধমান-দুর্গাপুরে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের কাছে পরাজিত হলেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে হারলেন মহম্মদ সেলিম। দাগ কাটতে পারলেন না সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়, প্রতিকূর রহমানরা।    

Lok Sabha Election Live: প্রার্থীতালিকা তৈরি থেকে প্রচার-বৈঠক! অভিষেকের কাঁধে ভর করেই জয় তৃণমূলের

প্রার্থীতালিকা তৈরি থেকে সেই প্রার্থীদের হয়ে প্রচার এবং জেলায় জেলায় সাংগঠনিক বৈঠক। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল যে বিরাট জয় পেয়েছে, তার নেপথ্য়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন অনেকে। মঙ্গলবার অভিষেককে সার্টিফিকেট দেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও।

Lok Sabha Election Live: এনডিএ পেল ২৯৪ আসন, ইন্ডিয়ার ঝুলিতে ২৩২ আসন

'৪০০ পার' দূরস্ত, ৩০০ আসনও জিততে পারল না এনডিএ। এনডিএ পেল ২৯৪ আসন, ইন্ডিয়ার ঝুলিতে ২৩২ আসন। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে বিজেপির আসন সংখ্যা ২৪১। ৫২ থেকে একলাফে বেড়ে ৯৯ আসন পেল কংগ্রেস।

Cooch Behar Election Result: কোচবিহারে কুপোকাত শাহের ডেপুটি

কোচবিহারে কুপোকাত শাহের ডেপুটি। নিশীথকে হারালেন তৃণমূলের জগদীশ বাসুনিয়া। আসানসোলে হার অহলুওয়ালিয়ার। জয়ী শত্রুঘ্ন। লকেটকে হারিয়ে হুগলি রচনার। 

Lok Sabha Election Live: গণনা ঘিরে বালুরঘাটে টানটান নাটক, গভীর রাতে জয়ী ঘোষণা সুকান্তকে

গণনা ঘিরে বালুরঘাটে টানটান নাটক। গভীর রাতে সুকান্তকে ১০ হাজারের বেশি ভোটে জয়ী ঘোষণা। বিষ্ণুপুরে গণনা কেন্দ্রেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ। শেষমেশ জয়ী সৌমিত্র খাঁ।

Loksabha Election Live: হাওড়ায় জয়ী হলেন তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনে হাওড়ায় জয়ী হলেন তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। তিনি ৬ লক্ষ ২৬ হাজার ৪৯৩ ভোট পেয়েছেন। বিজেপি-র রথীন চক্রবর্তীকে ১ লক্ষ ৬৯ হাজার ৪৮২ ভোটে হারিয়েছেন প্রসূন। দ্বিতীয় স্থানে রয়েছেন রথীন। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম-এর সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি ১ লক্ষ ৫২ হাজার ৫টি ভোট পেয়েছেন। (Howrah Loksabha Election Result) জয়ী হওয়ার পর মমতার প্রতিই কৃতজ্ঞতা ব্যক্ত করেন প্রসূন।

Lok Sabha Election Live: কণ্টকহীন জয়ের স্বাদ কি পেলেন নরেন্দ্র দামোদরদাস মোদি?

'হ্যাটট্রিক' হল বটে, কিন্তু কণ্টকহীন জয়ের স্বাদ কি পেলেন নরেন্দ্র দামোদরদাস মোদি? ২০১৪, ২০১৯ সালের পর ২০২৪ সালেও বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতলেন তিনি। কিন্তু প্রাপ্য ভোটের হারে পতন স্পষ্ট । ২০১৯ সালে যেখানে তাঁর প্রাপ্ত ভোটের হার ছিল ৬৩.৬২ শতাংশ, সেখানে এবার ৫৪.২৪ শতাংশ ভোট পেয়েছেন বিজেপি নেতা। 

Lok Sabha Election 2024 Live: রায়গঞ্জ লোকসভা আসনে জয় পেল বিজেপি

এই বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 results) রায়গঞ্জ লোকসভা আসনে জয় পেল বিজেপি। বিজেপির কার্তিক চন্দ্র পাল হারালেন তৃণমূলকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। তৃতীয় স্থানে রয়েছেন বাম-কংগ্রেস জোটপ্রার্থী আলি ইমরান রামজ।

Lok Sabha Election 2024: তৃণমূলের দখলে কোচবিহার

তৃণমূলের দখলে কোচবিহার। এই বছরের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024 results) কোচবিহার লোকসভা (Cooch Behar Result) আসনে জয় পেলেন তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়া। ৩৯ হাজার ২৫০ ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হল তৃণমূল। নিকটতম প্রতিদ্বন্দ্বী গতবারের বিদায়ী বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।

West Bengal Winners Live Update: তমলুকে ৬২ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তমলুকে ৬২ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় । বনগাঁয় জয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। কাঁথিতে ৪৪ হাজারের বেশি ভোটে জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী।

Winners Live Update: ডায়মন্ড হারবারে ৭ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডায়মন্ড হারবারে ৭ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় । যাদবপুরে ২ লক্ষ ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী সায়নী ঘোষ। আসানসোলে ৫৯ হাজারের বেশি ভোটে জয়ী শত্রুঘ্ন সিন্হা।

West Bengal Winners Live Update: এগিয়ে পার্থ ভৌমিক, গণনা কেন্দ্র ছাড়লেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ

এগিয়ে পার্থ ভৌমিক, গণনা কেন্দ্র ছাড়লেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ।

Winners Live Update: আসানসোল কেন্দ্রে জয়ী শত্রুঘ্ন সিনহা, ৬৩ হাজার ভোটে জয়ী তিনি

আসানসোল কেন্দ্রে জয়ী শত্রুঘ্ন সিনহা। ৬৩ হাজার ভোটে জয়ী তিনি। 

West Bengal Winners Live Update: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী কীর্তি আজাদ

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে জয়ী কীর্তি আজাদ। লক্ষাধিক ভোটে জয়ী।

Winners Live Update: রাজ্যে বিজেপি এগিয়ে ১১টি আসনে, তৃণমূল এগিয়ে ৩০টি আসনে

রাজ্যে বিজেপি এগিয়ে ১১টি আসনে। তৃণমূল এগিয়ে ৩০টি আসনে। কংগ্রেস এগিয়ে ১টি আসনে, হাতখালি বামেদের।

West Bengal Winners Live Update: বহরমপুরে অধীরকে পিছনে ফেলে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান

বহরমপুরে অধীরকে পিছনে ফেলে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ইউসুফ পাঠান। মুর্শিদাবাদে ৩৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান।

Winners Live Update: বোলপুরে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল

বোলপুরে ২ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল। বীরভূমে ৭১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

West Bengal Winners Live Update: উত্তরপ্রদেশে ৪৪ আসনে এগিয়ে I.N.D.I.A, এনডিএ এগিয়ে ৩৫ আসনে

এনডিএ-কে জোর টক্কর I.N.D.I.A-র। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে ২৭৬ আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ২৪৫ আসনে। অন্যান্যরা এগিয়ে ২২ আসনে। উত্তরপ্রদেশে ৪৪ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ৩৫ আসনে। মহারাষ্ট্রে ২৯ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ১৮ আসনে। রাজস্থানে ১৪ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ১১ আসনে। মধ্যপ্রদেশে ২৯ আসনেই এগিয়ে এনডিএ। গুজরাতে ২৪ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২ আসনে। তামিলনাড়ুতে ৩৭ আসনে এগিয়ে ইন্ডিয়া, এনডিএ এগিয়ে ১ আসনে। কর্ণাটকে ১৮ আসনে এগিয়ে এনডিএ, ইন্ডিয়া এগিয়ে ১০ আসনে।

Winners Live Update: গণনার ৫ ঘণ্টা অতিক্রান্ত, জয়ের পথে অভিষেক-সায়নী-জুন-মহুয়ারা

ডায়মন্ড হারবারে ৩ লক্ষ ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে ৯৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। মেদিনীপুরে ৩৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। কৃষ্ণনগরে ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

West Bengal Winners Live Update: ডায়মন্ড হারবারে ২ লক্ষ ৯১ হাজারের বেশি ভোটে এগিয়ে অভিষেক

ডায়মন্ড হারবারে ২ লক্ষ ৯১ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে ২৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

Winners Live Update: কৃষ্ণনগরে ৫৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র

কৃষ্ণনগরে ৫৩ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র।

West Bengal Winners Live Update: যাদবপুরে ৪৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

ডায়মন্ড হারবারে ১ লক্ষ ৭৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে ৪৫ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

Winners Live Update: ডায়মন্ড হারবারে ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে অভিষেক

ডায়মন্ড হারবারে ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

West Bengal Winners Live Update: বসিরহাটে ২৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল

বসিরহাটে ২৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল। সন্দেশখালি বিধানসভা কেন্দ্রেও এগিয়ে তৃণমূল।

Winners Live Update: দার্জিলিংয়ে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত

দার্জিলিংয়ে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়

West Bengal Winners Live Update: উত্তর কলকাতায় এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়

উত্তর কলকাতায় এগিয়ে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরে ৩ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায়

Winners Live Update: যাদবপুরে ১৭০০-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

যাদবপুরে ১৭০০-র বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

West Bengal Winners Live Update: বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল, বীরভূমে শতাব্দী রায়

বোলপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অসিত মাল। বীরভূমে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়

Winners Live Update: রাজ্যে এই মুহূর্তে বিজেপি এগিয়ে ১৯টি আসনে, তৃণমূল ১৩টিতে

রাজ্যে বিজেপি এগিয়ে ১৯টি আসনে। তৃণমূল এগিয়ে ১৩টি আসনে। বামেরা এগিয়ে ১টি আসনে। কংগ্রেস এগিয়ে ২টি আসনে।

West Bengal Winners Live Update: রায়বরেলি, ওয়েনাড়ে এগিয়ে রাহুল গাঁধী

রায়বরেলি, ওয়েনাড়ে এগিয়ে রাহুল গাঁধী। জোরহাটে এগিয়ে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ। মান্ডিতে এগিয়ে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত।
দিল্লির ৭টি আসনেই এগিয়ে এনডিএ।

Winners Live Update: গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ, আহত ৫

গণনা শুরুর আগেই ভাঙড়ে বিস্ফোরণ। ভাঙড় ২ নম্বর ব্লকের উত্তর কাশীপুরের চালতাবেড়িয়ায় বিস্ফোরণে গুরুতর আহত ৫। আহতদের মধ্যে একজন আইএসএফের পঞ্চায়েত সদস্য। বোমা তৈরির সময় বিস্ফোরণ, অনুমান পুলিশের। বিস্ফোরণে আহত ৫ জনকেই এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে এখনও পড়ে রয়েছে বোমা তৈরির সরঞ্জাম।

Election Result 2024 Live Updates: রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী।

West Bengal Election Result 2024 Live Updates: রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি

আজ লোকসভা ভোটের ফল ঘোষণা। রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা রয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮।

Sandeshkhali News Live Updates: গণনার দিন সকাল থেকে সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারি

গণনার দিন সকাল থেকে সন্দেশখালিতে ফের ১৪৪ ধারা জারি। সন্দেশখালি ১ নং ব্লকের ন্যাজাটের অন্তর্গত ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০টি এলাকায় ১৪৪ ধারা জারি।

প্রেক্ষাপট

কলকাতা : আজ লোকসভা ভোটের (Lok Sabha Election Result) ফলপ্রকাশ। দেশের ৫৪৩টি আসনের ফল জানা যাবে আগামীকাল। সকাল ৮টা থেকে খোলা শুরু হবে ইভিএম। রাজ্যে ৪২টি আসনে ভোট গণনা (Lok Sabha Poll Result ) হবে ৫৫টি গণনা কেন্দ্রে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর খোলা হবে ইভিএম (EVM Counting)। সারা দেশেই নিয়ম মেনে ত্রুটিবিহীন ভাবে ভোটগণনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রয়েছে কড়া নিরাপত্তা।


 



ভোটগ্রহণের মতো ফলাফল প্রকাশের দিনও অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India)। তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা ভোটগণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি চালানো হচ্ছে নজরদারিও। নির্বাচনী প্রক্রিয়া ভালোভাবে মিটে যাওয়ার পর এখন পাখির চোখ হিসেবে গণনার বিষয়টির উপরই নজর রাখছে তারা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.