North Bengal Election Results 2021 Live: উত্তরবঙ্গের ২৭টি আসনে জয়ী তৃণমূল, বিজেপি জিতেছে ২৬টি
North Bengal Election Results 2021 Live Updates উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ৩৭টিতে এগিয়ে ছিল বিজেপি। ১৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু, ২০২১-এর বিধানসভা ভোটে খেলা পুরো ঘুরে গেছে।
মালদা - হবিবপুরে জয়ী বিজেপির জোয়েল মুর্মু। গাজোলে জয়ী বিজেপির চিন্ময় দেব বর্মন। চাঁচলে জয়ী তৃণমূলের নিহাররঞ্জন ঘোষ। হরিশ্চন্দ্রপুরে জয়ী তৃণমূলের তাজমুল হোসেন। মালতিপুরে জয়ী তৃণমূলের আব্দুর রহিম বক্সি। রতুয়ায় জয়ী তৃণমূলের সমর মুখোপাধ্যায়। মানিকচকে জয়ী তৃণমূলের সাবিত্রী মিত্র। মালদায় জয়ী বিজেপির গোপাল চন্দ্র সাহা। ইংরেজবাজারে জয়ী শ্রীরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়িতে জয়ী তৃণমূলের ইয়াসমিন সাবিনা। সুজাপুরে জয়ী তৃণমূলের মহম্মদ আব্দুল গনি। বৈষ্ণবনগরে জয়ী তৃণমূলের চন্দনা সরকার।
দক্ষিণ দিনাজপুর - কুশমুন্ডিতে জয়ী তৃণমূলের রেখা রায়। কুমারগঞ্জে জয়ী তৃণমূলের তোরাফ হোসেন মণ্ডল। বালুরঘাটে জয়ী বিজেপির অশোক কুমার লাহিড়ি। তপনে জয়ী বিজেপির বুধরাই টুডু। গঙ্গারামপুরে জয়ী বিজেপির সত্যেন্দ্র নাথ রায়। হরিরামপুরে জয়ী বিজেপির বিপ্লব মিত্র।
উত্তর দিনাজপুর - চোপড়ায় জয়ী তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। ইসলামপুরে জয়ী তৃণমূলের আব্দুল করিম চৌধুরী। গোয়ালপোখরে জয়ী মহম্মদ গোলাম রব্বানি। চাকুলিয়াতে জয়ী তৃণমূলের আজাদ মিনহাজুল আরফিন। করণদিঘিতে জয়ী তৃণমূলের গৌতম পাল। হেমতাবাদে জয়ী তৃণমূলের সত্যজিৎ বর্মন। কালিয়াগঞ্জে জয়ী বিজেপির সৌমেন রায়। রায়গঞ্জে জয়ী বিজেপির কৃষ্ণা কল্যাণী। ইটাহারে জয়ী তৃণমূলের মোশারফ হোসেন।
দার্জিলিং - দার্জিলিং কেন্দ্রে জয়ী বিজেপির নীরজ তামাঙ্গ জিম্বা। কার্শিয়ঙে জয়ী বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা। মাটিগাড়া-নকশালবাড়িতে জয়ী আনন্দময় বর্মন। শিলিগুড়িতে জয়ী বিজেপির শঙ্কর ঘোষ। ফাঁসিদেওয়াতে জয়ী বিজেপির দূর্গা মুর্মু।
কালিম্পং - কালিম্পঙে জয়ী বিনয় পন্থী মোর্চা প্রার্থী রুদেল লেপচা
জলপাইগুড়ি - ধূপগুড়িতে জয়ী বিজেপির বিষ্ণুপদ রায়। ময়নাগুড়িতে জয়ী বিজেপির কৌশিক রায়। জলপাইগুড়ি কেন্দ্রে জয়ী তৃণমূলের প্রদীপ কুমার বর্মা। রাজগঞ্জে জয়ী তৃণমূলের খগেশ্বর রায়। ডাবগ্রাম-ফুলবাড়িতে জয়ী বিজেপির শিখা চট্টোপাধ্যায়। মালে জয়ী তৃণমূলের বুলুচিক বরাইক। নাগরাকাটায় জয়ী বিজেপির পুনা ভেঙ্গড়া।
আলিপুরদুয়ার - কুমারগ্রামে জয়ী বিজেপির মনোজ কুমার ওরাওঁ, কালচিনিতে জয়ী বিজেপিপ বিশাল লামা, আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী বিজেপির সুমন কাঞ্জিলাল। ফালাকাটায় জয়ী বিজেপির দীপক বর্মণ। মাদারিহাটে জয়ী বিজেপির মনোজ টিগ্গা।
কোচবিহার - মেখলিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী। মাথাভাঙায় জয়ী বিজেপি প্রার্থী সুশীল বর্মন। কোচবিহার দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী নিখিলরঞ্জন দে। কোচবিহার উত্তরে জয়ী তৃণমূলের নিনয়কৃষ্ণ বর্মণ। শীতলকুচিতে জয়ী বিজেপি প্রার্থী বরেণচন্দ্র বর্মণ। সিতাইতে জয়ী বিজেপির দীপক কুমার রায়। দিনহাটায় জয়ী বিজেপির নিশীথ প্রামাণিক। নাটাবাড়িতে জয়ী বিজেপির মিহির গোস্বামী। তুফানগঞ্জে জয়ী মালতী রাভা রায়।
মালদার রতুয়ায় জয়ী তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়। মালদার গাজোলে জয়ী বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন
মালের তৃণমূল প্রার্থী বুলুচিক বরাইক ৪ হাজার ভোটে জয়ী। গোয়ালপোখরে তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি ৭৬ হাজার ভোটে জয়ী। মেখলিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। মাথাভাঙায় জয়ী বিজেপি প্রার্থী সুশীল বর্মন। শীতলকুচিতে জয়ী বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন।
মালতীপুরে তৃণমূল প্রার্থী রহিম বক্সি ৪০ হাজার ভোটে জয়ী। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন ৪০ হাজারের বেশি ভোটে জয়ী। মালদায় বিজেপি প্রার্থী গোপাল সাহা ৫০ হাজারের বেশি ভোটে জয়ী
চাঁচলে তৃণমূল প্রার্থী নীহার ঘোষ ৭০ হাজার ভোটে জয়ী। মোথাবাড়িতে ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। সুজাপুরে তৃণমূল প্রার্থী আব্দুল গনি ১ লক্ষের বেশি ভোটে জয়ী।
কালিম্পঙে জয়ী বিনয় পন্থী মোর্চা প্রার্থী রুদেল লেপচা
ইংরেজবাজারে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে হার কৃষ্ণেন্দুনারায়ণের
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, মালদায় ১১ রাউন্ড শেষে বিজেপি এগিয়ে ৩ হাজার ভোটে
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কোচবিহারের সিতাইয়ে বিজেপি এগিয়ে ১১ হাজার ৮৫৯ ভোটে
নাটাবাড়ি বিজেপি প্রার্থী মিহির গোস্বামীর গাড়িতে হামলা। অভিযোগের তির তৃণমূলের দিকে
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, শীতলকুচিতে ৮ হাজার ৬৮১ ভোটে এগিয়ে বিজেপি। ময়নাগুড়িতে ৩১৭ ভোটে এগিয়ে বিজেপি। মালে বিজেপি এগিয়ে ৩ হাজার ২৯৭ ভোটে।
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, সিতাইয়ে এগিয়ে তৃণমূল। নাটাবাড়িতে এগিয়ে বিজেপি
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, মালবাজারে এগিয়ে বিজেপি প্রার্থী। নাগরাকাটায় এগিয়ে বিজেপি প্রার্থী
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, সপ্তম রাউন্ড শেষে মোথাবাড়িতে ১২ হাজার ২০ ভোটে এগিয়ে তৃণমূল
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, জলপাইগুড়ির রাজগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী। রাজগঞ্জ বাদে জলপাইগুড়ির বাকি ৬ আসনে এগিয়ে বিজেপি। জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, জলপাইগুড়ির রাজগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী। রাজগঞ্জ বাদে জলপাইগুড়ির বাকি ৬ আসনে এগিয়ে বিজেপি। ফালাকাটায় ২ হাজার ৫২৪ ভোটে এগিয়ে বিজেপি। কুশমণ্ডীতে ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। মাদারিহাটে ৯ হাজার ৯৯১ ভোটে এগিয়ে বিজেপি। কালচিনিতে ৭ হাজার ৪০৯ ভোটে এগিয়ে বিজেপি। কুমারগ্রামে ৭ হাজার ৩৮ ভোটে এগিয়ে বিজেপি।
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, সিতাইয়ে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, শিলিগুড়ি কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী। পিছিয়ে সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য। গণনাকেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, সারা রাজ্যেই বামেদের বিপর্যয় হয়েছে। কারণ ব্যাখ্যা দলের তরফে দেওয়া হবে।
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল, পিছিয়ে কৌশানি। ৮ হাজার ২৩৫ ভোটে এগিয়ে মুকুল রায়।
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, সুজাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী আব্দুল গণি। বহরমপুরে এগিয়ে বিজেপি প্রার্থী কাঞ্চন মৈত্র।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, হরিশ্চন্দ্রপুরে এগিয়ে তৃণমূল। চাঁচলে এগিয়ে সংযুক্ত মোর্চা। রতুয়ায় এগিয়ে তৃণমূল। গাজোলে এগিয়ে বিজেপি। মালদায় এগিয়ে বিজেপি।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, তপনে এগিয়ে বিজেপি। মেখলিগঞ্জে এগিয়ে বিজেপি। গোয়ালপোখরে এগিয়ে তৃণমূল। চোপড়ায় এগিয়ে তৃণমূল।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, ইসলামপুরে এগিয়ে তৃণমূল। চাকুলিয়ায় এগিয়ে সংযুক্ত মোর্চা।
করণদিঘিতে এগিয়ে তৃণমূল। বালুরঘাটে এগিয়ে বিজেপি।
ডাবগ্রাম-ফুলবাড়িতে এগিয়ে বিজেপি। পিছিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, শীতলকুচিতে এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল। ইংরেজবাজারে এগিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শিলিগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, প্রথম রাউন্ডের শেষে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল রায় প্রায় ১৫০০ ভোটে
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, দিনহাটায় এগিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, শিলিগুড়িতে পিছিয়ে অশোক ভট্টাচার্য
শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, শীতলকুচিতে এগিয়ে তৃণমূল
শুরু গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এগিয়ে তৃণমূল
শুরু গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এগিয়ে বিজেপি
শুরু গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, উত্তরবঙ্গের দুই আসন-- করণদিঘি, হেমতাবাদে এগিয়ে তৃণমূল
শুরু গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা খবর অনুযায়ী, মালদার সুজাপুরে এগিয়ে সংযুক্ত মোর্চা। কৃষ্ণনগর দক্ষিণে এগিয়ে বিজেপি
ভোট গণনা শুরুর কয়েকঘণ্টা আগে মাথাভাঙ্গার পচাগড়ে তৃণমূল কর্মীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার। এদিন ভোর ৪টে নাগাদ বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখেন তৃণমূল কর্মী এক্রামুল হক। তাঁর দাবি, ভয় দেখাতেই বোমা রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, মাথাভাঙায় হারবে জেনে মিথ্যা অভিযোগ করছে তৃণমূল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে মাথাভাঙা থানার পুলিশ।
দার্জিলিং জেলার শিলিগুড়ি কেন্দ্রে নজরে তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির শঙ্কর ঘোষ
দিনহাটা কেন্দ্রে নজরে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ও বিজেপির নিশীথ প্রামাণিক। অন্যদিকে, নাটাবাড়ি কেন্দ্রে নজরে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ ও বিজেপির মিহির গোস্বামী
এবারের ভোটে অন্যতম আকর্ষণের কেন্দ্র ছিল শীতলকুচি। উত্তরবঙ্গে কোচবিহার জেলার এই কেন্দ্রটি খবরের শিরোনামে উঠে আসে। চতুর্থ দফা ভোটগ্রহণ ছিল শীতলকুচিতে। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর, শীতলকুচির ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। এই বুথে পুনরায় ভোটগ্রহণ হয়।
মালদা কলেজে হবে ইংরেজবাজার, মোথাবাড়ি ও মালদা-র ভোটগণনা।এখানেই স্ট্রংরুম রয়েছে ইভিএমগুলি। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কলেজের গেটের নিরাপত্তায় রয়েছেন রাজ্য পুলিশের কর্মীরা।
২৯২ বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা।
প্রেক্ষাপট
আজ ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে হয়েছে গণনা প্রস্তুতি।
২৯২ বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা।
প্রার্থী-মৃত্যুর জেরে ভোট হয়নি ২ কেন্দ্রে। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ভোট ১৬ মে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ফল ঘোষণা ১৯ মে।
গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন ২৪২ কোম্পানি বাহিনী।
হাওড়ার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনাকেন্দ্র মোট ১১টি। সবকটি কেন্দ্রেই ত্রি স্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন থাকবে রাজ্য পুলিশ, ভিতরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোভিড-আবহে রাজনৈতিক দলগুলির জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মেদিনীপুরে মোট গণনা কেন্দ্র ৪টি--মেদিনীপুর, গড়বেতা, শালবনি ও কেশপুর। গণনার সময় মেনে চলা হবে কোভিড-বিধি। কেন্দ্রের চারপাশে ত্রি স্তরীয় নিরাপত্তা। প্রত্যেক গণনাকর্মীকে কোভিড-মুক্তির সার্টিফিকেটে নিয়ে এলে, তবে ঢুকতে দেওয়া হবে।
পূর্ব মেদিনীপুরে মোট ৬টি গণনাকেন্দ্র। প্রতিটিতেই কোভিড-বিধি মেনে চলছে গণনার প্রস্তুতি। নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের ভোট গণনা হবে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড হাইস্কুলে। ওই কেন্দ্রে জারি হয়েছে কড়া নিরাপত্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -