North Bengal Election Results 2021 Live: উত্তরবঙ্গের ২৭টি আসনে জয়ী তৃণমূল, বিজেপি জিতেছে ২৬টি

North Bengal Election Results 2021 Live Updates  উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনের মধ্যে ৩৭টিতে এগিয়ে ছিল বিজেপি। ১৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল। কিন্তু, ২০২১-এর বিধানসভা ভোটে খেলা পুরো ঘুরে গেছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 02 May 2021 08:50 PM

প্রেক্ষাপট

আজ ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে হয়েছে গণনা প্রস্তুতি। ২৯২ বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। প্রথমে পোস্টাল ব্যালট,...More

WB Election Results 2021 LIVE:  এক ঝলকে উত্তর মালদার ফলাফল

মালদা -  হবিবপুরে জয়ী বিজেপির জোয়েল মুর্মু। গাজোলে জয়ী বিজেপির চিন্ময় দেব বর্মন। চাঁচলে জয়ী তৃণমূলের নিহাররঞ্জন ঘোষ। হরিশ্চন্দ্রপুরে জয়ী তৃণমূলের তাজমুল হোসেন। মালতিপুরে জয়ী তৃণমূলের আব্দুর রহিম বক্সি। রতুয়ায় জয়ী তৃণমূলের সমর মুখোপাধ্যায়। মানিকচকে জয়ী তৃণমূলের সাবিত্রী মিত্র। মালদায় জয়ী বিজেপির গোপাল চন্দ্র সাহা। ইংরেজবাজারে জয়ী শ্রীরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়িতে জয়ী তৃণমূলের ইয়াসমিন সাবিনা। সুজাপুরে জয়ী তৃণমূলের মহম্মদ আব্দুল গনি। বৈষ্ণবনগরে জয়ী তৃণমূলের চন্দনা সরকার।