West Bengal Election Results 2021 Live: খেজুরিতে বিজেপির মহিলা কর্মীকে 'গণধর্ষণ', তুফানগঞ্জে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ
West Bengal Election Results 2021 Live Updates: ভোট মিটলেও অব্যাহত রাজনৈতিক হিংসা
তুফানগঞ্জের চিলাখানায় হাত-পা বাঁধা অবস্থায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। মৃত তৃণমূল কর্মীর নাম শাহিনুর রহমান। তৃণমূলের দাবি, গতকাল রাতে ওই তৃণমূল কর্মীকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে যায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খেজুরির বারাতলায় বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গণধর্ষণের পর বিষ খাইয়ে খুনের চেষ্টারও অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির মহিলা কর্মী। প্রতিবাদে আজ সকালে খেজুরি-হেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। অবরোধ তুলতে আসায় পুলিশের সঙ্গে তুমুল বচসা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা কর্মীরা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। হুগলির খানাকুলে বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী।
কাল রাজভবনে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ। যার পর নবান্নে মুখ্যমন্ত্রী পৌঁছলে তাঁকে পুলিশের তরফে দেওয়া হবে গার্ড অফ অনার। থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার।
বাংলাকে বঞ্চিত করে ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। বাংলায় ভ্যাকসিন সঙ্কটের মাঝে অভিযোগ ফিরহাদ হাকিমের। অবান্তর অভিযোগ, পাল্টা দাবি বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের।
ভোটের ফলাফলের পর উত্তপ্ত নারায়ণগড়। ধানঘরিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তিরবিদ্ধ ১ তৃণমূল কর্মী। দলীয় বৈঠক চলাকালীন হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তিরবিদ্ধ তৃণমূলের মকরামপুর ১ নম্বর অঞ্চল সভাপতির দাদা। আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মীও। হারের পর হামলা বিজেপির, অভিযোগ তৃণমূলের।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, পাল্টা দাবি বিজেপির।
রাজ্যপালের হাতেই এখন ক্ষমতা। আগে রাজ্যের আইন-শৃঙ্খলা সামলে তারপর শপথগ্রহণের অনুষ্ঠান হোক। কাল মমতার মুখ্যমন্ত্রীপদে শপথগ্রহণের আগে রাজ্যপালের কাছে আবেদন দিলীপ ঘোষের।
পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। তৃণমূলের অভিযোগ, ৫৫ বছরের ওই পঞ্চায়েত সদস্য শ্রীনিবাস ঘোষকে গতকাল রাত ১০টা নাগাদ বাড়ি বের করে কুপিয়ে খুন করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ধারাল অস্ত্রের কোপে তাঁর একটি পা বাদ যায়। এই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন আরও ২ তৃণমূল কর্মী। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে যায় কেতুগ্রাম থানার পুলিশ।পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে। সূত্রের খবর, যাদের আটক করা হয়েছে তারা বিজেপি কর্মী। যদিও বিজেপি হামলা ও খুনের অভিযোগ অস্বীকার করেছে।
বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনায় সিবিআই তদন্ত দাবি। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজেপি নেতা ‘হিংসা রোধে কী পদক্ষেপ করেছে রাজ্য সরকার?’ রাজ্য প্রশাসনের কাছে রিপোর্ট তলবের দাবি করে শীর্ষ আদালতে গেলেন বিজেপি নেতা গৌরব ভাটিয়ার
ভোটের ফল প্রকাশের পরেই শান্তিনিকতনের রিসর্টে তাণ্ডব। শান্তিনিকতনের সোনাঝুরিতে বিজেপি নেতার রিসর্টে হামলা। গোয়ালপাড়ার পরে বিজেপি নেতার খোয়াইয়ের রিসর্টে হামলা হয়েছে। রিসর্টের কর্মীদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ রিসর্টের মালিকের।
‘অসামাজিক কাজ হত, গ্রামবাসীরা ভাঙচুর করতে পারে’ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, পাল্টা দাবি অনুব্রত মন্ডলের।
মাথাভাঙায় ব্যবাসায়ীকে দোকান বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা ওই ব্যবসায়ীকে বিজেপি সমর্থক বলে নির্দেশ করে। কিন্তু ওই ব্যবসায়ীর দাবি, তিনি রাজনীতিতে যুক্ত নন। এরপরই ওই ব্যবসায়ীর উপর হামলা করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে বেশ কিছুক্ষণ স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা পথ অবরোধ করেন। পরে সেখানে যান মাথাভাঙার তৃণমূল প্রার্থী। তিনি তাদের আশ্বাস দেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত হাওড়া।বিজেপি কর্মীদের বাড়ি ও দলীয় অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ। ডোমজুড়ের লক্ষণপুর গ্রামে বাইকে এসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।লাঠি, লোহার রড, ধারাল অস্ত্র নিয়ে হামলার অভিযোগ।১৫ টি বাড়ি ও ১টি ক্লাবে ভাঙচুরের অভিযোগ।বাড়িতে ভাঙচুরের পাশাপাশি চলে অবাধে লুঠপাট।অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ, দাবি বিজেপির।বেশিরভাগ বাড়ির পুরুষেরাই ঘরছাড়া।হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
সোনারপুরের গোপালপুরে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে বিজেপি সভাপতি নাড্ডা। গত দুদিন আগে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির।তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন ও পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর সোনারপুরেরই আরও একটি জায়গায় যাবেন। সেখানে দলের এক কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সৌজন্য সাক্ষাতে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব।যাচ্ছেন ডিজি, কলকাতার পুলিশ কমিশনার।
ভোটের পর মমতার বাড়িতে সৌজন্য সাক্ষাত।কোভিড পরিস্থিতি ও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার সম্ভাবনা
রাজ্যে এলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।বিমানবন্দরেই বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাংলার পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ও কৈলাস বিজয় বর্গীয়। কর্মীদের পাশে রয়েছে দল, রাজ্যে পৌঁছে বললেন নাড্ডা।
তারকাদের নির্বাচনে বিজেপির প্রার্থী করা নিয়ে বিস্ফোরক তথাগত রায়। ট্যুইট করে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ
বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি। শান্তি বজায় রাখার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি
কেতুগ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
নির্বাচন কমিশন ছিল বলেই বিজেপি ৭৭টা আসন পেয়েছে। না হলে ৫০ আসনও পেত না। জয়ের হ্যাটট্রিকের পর কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। টার্গেট পূরণ হয়নি। তবে ফল ঐতিহাসিক! তৃণমূলকে পাল্টা খোঁচা দিলীপ ঘোষের। তরজার আবহে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কতটা ফ্যাক্টর হতে পারলেন? প্রশ্ন উঠছে।
রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী পদে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছি। পাশাপাশি, বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব সামলানোর আবেদন করেছেন। ট্যুইট করে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ৫ তারিখ সকাল পৌনে এগারোটায় রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহে হাতেগোণা কয়েকজন দর্শক সেখানে থাকবেন বলেও জানিয়েছেন রাজ্যপাল।
রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষ, রাজভবন থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি সহ তৃণমূল নেতাদের পর এবার রাজভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোভিড পরিস্থিতিতে শপথ গ্রহণ হবে, তার খুঁটিনাটি ও নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা হবে।
কিছুক্ষণ পরেই রাজভবনে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইস্তফাপত্র দিয়ে নতুন সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে পেশ করবেন বলে মনে করা হচ্ছে।
ফলপ্রকাশের পর দলীয় কর্মীদের ওপর আক্রমণের অভিযোগে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপির প্রতিনিধিদল।
পাঁচ মে সম্ভবত শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জানালেন পার্থ। ৬ মে শপথ নতুন বিধায়কদের, তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর জানালেন পার্থ।
তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, ‘বিভিন্ন জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে।পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ভোটের ফলপ্রকাশের পর ৬ জন মারা গেছে, শতাধিক বাড়ি ভাঙচুর হয়েছে।
নন্দীগ্রামের গণনায় কারচুপির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর দাবি, ‘একজনের কাছ থেকে এসএমএস পেয়েছি।একজন রিটার্নিং অফিসার বলছেন ‘আমি যদি পুনর্গণনার নির্দেশ দিই..তাহলে আমার প্রাণ সংশয় হতে পারে’। মেশিন পাল্টে দিয়েছে, আরও অনেক কিছু করেছে। আমরা আদালতে যাব।নন্দীগ্রামে কীরকম ভোটগ্রহণ হচ্ছিল সবাই দেখেছে। দুজন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক সেখানে ছিল। মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আদালতের ওপর ভরসা আছে।’
মমতা বলেছেন, বর্ধমানে বিজেপি কর্মীকে খুন করেছে বিজেপি। কোচবিহারে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। কোচবিহারের এসপি বিজেপির হয়ে কাজ করছেন। কয়েকজন পুলিশ বিজেপির হয়ে আসরে নেমেছিল। সেইসব পুলিশ অফিসার মনে করে ঠিক কাজ করেছে, আমি মনে করি না। আইন সামলানোর দায়িত্ব পুলিশের।
শান্তি বজায় রাখার আর্জি মমতার। বললেন, হিংসা থেকে বিরত থাকতে হবে। কোভিড অতিমারীর সময় মানুষের পাশে থাকতে হবে। শান্ত থাকুন ,অভিযোগ থাকলে পুলিশের কাছে অভিযোগ জানান। শান্তি-শৃঙ্খলার দায়িত্ব পুলিশের। সন্ধে সাতটায় রাজভবনে যাচ্ছি।
কালীঘাটে সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। জানালেন, দলীয় কার্যালয়ে শপথগ্রহণ ও মন্ত্রিসভা গঠন নিয়ে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে আলোচনা হবে।
আজ দুপুর তিনটেয় কালীঘাটে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তৃণমূল ভবনে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।
এবারের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে তৃণমূল জিতেছে ২১৩ আসনে। বিজেপি পেয়েছে ৭৭ আসন। সংযুক্ত মোর্চা ও অন্য একটি করে আসন পেয়েছে। তৃণমূল পেয়েছে ৪৭.৯ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৩৮.১ শতাংশ ভোট।
উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ২৮টি গেল তৃণমূলের ঝুলিতে। মাত্র ৫টি জয় বিজেপির। ব্যারাকপুরে জিতলেন রাজ চক্রবর্তী। বিধাননগরে মন্ত্রী সুজিত বসুর কাছে হারলেন সব্যসাচী দত্ত।
দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল ঝড়। ৩১টির মধ্যে ৩০টিতেই জয় ঘাস-ফুল শিবিরের। কসবা ও টালিগঞ্জে জিতলেন ২ মন্ত্রী জাভেদ খান এবং অরূপ বিশ্বাস। ভাঙড়ে জয় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির।
হাওড়ায় খাতাই খুলতে পারল না বিজেপি। ১৬টি আসনেই জয় তৃণমূলের। ডোমজুড়ে পরাজিত তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়। শ্যামপুরে হারলেন তনুশ্রী চক্রবর্তী। উত্তরপাড়ায় জয়ী কাঞ্চণ মল্লিক।
হুগলিতে ১৮টির মধ্যে তৃণমূলের ঝুলিতে গেল ১৫টি আসন। মাত্র ৩টি আসনে জিতেছে বিজেপি। লোকসভায় জিতলেও বিধানসভায় পরাজিত লকেট চট্টোপাধ্যায়। তারকেশ্বরে হার স্বপন দাশগুপ্তের। সিঙ্গুরে বেচারাম মান্নার কাছে হারলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
বীরভূমে নিজের গড় ধরে রাখলেন অনুব্রত মণ্ডল। দুবরাজপুর ছাড়া বাকি ১০টি আসনেই জয় তৃণমূলের। জিতলেন ২ মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রনাথ সিনহা।
পূর্ব বর্ধমানের ১৬টি আসনেই জয়ী তৃণমূল। এই জেলাতেও জয়ী ২ মন্ত্রী স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী।
পশ্চিম বর্ধমানে ৯টির মধ্যে ৬টি আসনে জয় তৃণমূলের। বিজেপি পেল ৩টি আসন। পাণ্ডবেশ্বরে হার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া জিতেন্দ্র তিওয়ারির। আসানসোল উত্তরে জিতলেন মন্ত্রী মলয় ঘটক। আসানসোল দক্ষিণে বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে হারলেন সায়নী ঘোষ।
আলিপুরদুয়ারে ৫টি আসনেই জয়ী বিজেপি। মাদারিহাটি জয়ী গেরুয়া শিবিরের মনোজ টিগ্গা।
উত্তর দিনাজপুরে তৃণমূলের দাপট। ৯টির মধ্যে ৭টিতে জয় তৃণমূলের। ইসলামপুরে জয়ী তৃণমূলের আব্দুল করিম চৌধুরী। রায়গঞ্জে তৃতীয় কংগ্রেসের মোহিত সেনগুপ্ত।
দক্ষিণ দিনাজপুরে ৩টিতে জয়ী তৃণমূল। বাকি ৩টি আসন বিজেপির ঝুলিতে। বালুরঘাটে জয়ী অর্থনীতিবিদ অশোক লাহিড়ি। হরিরামপুরে জয় তৃণমূলের বিপ্লব মিত্রের।
গনি দুর্গে ঘাস-ফুলের জয়জয়কার। খাতাই খুলতে পারল না কংগ্রেস। মালদার ১২টি আসনের মধ্যে ৮টিতে জয় তৃণমূলের। ৪টি আসন পেল পদ্ম শিবির। সুজাপুরে লক্ষাধিক ভোটে পরাজিত কংগ্রেসের ইশা খান চৌধুরী। মানিকচকে জয় প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রর। ইংরেজবাজারে হার তৃণমূলের কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর
পূর্ব মেদিনীপুরে ১৬টির মধ্যে ১০টিতে জয় তৃণমূলের। ৬টি আসন গেল বিজেপির ঝুলিতে। পশ্চিম মেদিনীপুরে ১৩টি আসন পেল ঘাস-ফুল শিবির। মাত্র ২টি আসনে জয় পদ্ম শিবিরের। তমলুকে জয়ী তৃণমূল জেলা সভাপতি সৌমেন মহাপাত্র।
জলপাইগুড়িতে ৭টি আসনের মধ্যে ৫টিতে জয়ী তৃণমূল। ডাবগ্রাম-ফুলবাড়িতে পরাজিত পর্যটনমন্ত্রী গৌতম দেব।
কোচবিহারে বিজেপির দাপট। ৯টির মধ্যে গেরুয়া শিবিরের হাতে ৭টি আসন। হার নাটাবাড়ির প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। মাত্র ৫৭ ভোটে জয়ী বিজেপির নিশীথ প্রামাণিক। মেখলিগঞ্জ জয়ী প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী।
দার্জিলিংয়ে গেরুয়া ঝড়। পাহাড়ের ৫টি আসনেই জয়ী বিজেপি। শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যকে তিন নম্বরে নামালেন শঙ্কর ঘোষ। পরাজিত কংগ্রেসের হেভিওয়েট শঙ্কর মালাকার মাটিগাড়া-নকশালবাড়িতে।
নদিয়ার ১৭টি আসনের মধ্যে ৮টিতে জয় তৃণমূলের। ৯টি আসন পেল গেরুয়া শিবির। লোকসভার পর এবার শান্তিপুরে বিধানসভা ভোটেও জয়ী জগন্নাথ সরকার। রানাঘাটা উত্তর পশ্চিম হার তৃণমূলের শঙ্কর সিংহের। এই কেন্দ্রে জয়ী দলবদলু পার্থসারথি চট্টোপাধ্যায়।
অধীরের গড়েও হাত খালি কংগ্রেসের। ২০টি আসনের মধ্যে ১৮টিতেই জয় ঘাস-ফুল শিবিরের। মাত্র ২টি আসন পেল বিজেপি। বহরমপুর হার কংগ্রেসের ৩ বারের বিধায়ক মনোজ চক্রবর্তীর। ভরতপুরে জয়ী প্রাক্তন মন্ত্রী হুমায়ুণ কবীর।
বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ী।
রেকর্ড ভোট পেয়ে নীল বাড়ি দখলের পথে তৃণমূল। ঝুলিতে প্রায় ৫০ শতাংশ ভোট। লোকসভায় প্রাপ্ত ভোটের চেয়ে কম ভোট পেল গেরুয়া শিবির।
২০০-র বেশি আসন। তৃতীয় বারের জন্য বাংলা দখল তৃণমূলের। মোদি-শাহের বারবার বঙ্গ সফরের পরেও তিন অঙ্ক ছুঁতে পারল না বিজেপি। ধরাশায়ী সংযুক্ত মোর্চা।
বাংলায় তৃণমূলের জয় নিয়ে বিজেপিকে নিশানা করে ট্যুইট কপিল সিব্বলের। কংগ্রেস নেতা ট্যুইটারে লেখেন, বাংলায় কে হারল - ঔদ্ধত্য, ক্ষমতা, অর্থ, রাজনীতির জন্য জয় শ্রীরাম স্লোগান, বিভাজনের রাজনীতি এবং নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় এদের রুখে জিতেছেন। তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
বিধানসভা ভোটে বাম-কংগ্রেসের ভরাডুবি। সংযুক্ত মোর্চার তরফে ভাঙড়ে একমাত্র আসন পেয়েছে আইএসএফ।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় কাল রাজ্য়পাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করবেন। রাজ্য়পাল ট্য়ুইট করে বলেছেন, তৃণমূলের জয়ের জন্য় তিনি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে জানিয়েছেন, আগামীকাল রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে আসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
বালিগঞ্জ আসনে 75 হাজারের বেশি ভোটে জয়ী সুব্রত মুখোপাধ্য়ায়
বেহালা পশ্চিমে জয়ী পার্থ চট্টোপাধ্য়ায়
দমদম উত্তরে জয়ী তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য
পশ্চিমবঙ্গে তৃণমূলের সাফল্য় সম্পর্কে কংগ্রেস নেতা রাহুল গাঁধী বলেছেন, মমতা জী ও বাংলার মানুষকে অভিনন্দন জানাতে পেরে আমি খুশি। সেখানে বিজেপির ভরাডুবি ঘটেছে।
মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ট্য়ুইট, পশ্চিমবঙ্গে টিএমসি-র জয়ের জন্য় মমতা দিদিকে অভিনন্দন। কেন্দ্র মানুষের আশা-আকাঙ্খা পূরণে ও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গকে সব ধরনের সহায়তা দিয়ে যাবে।
বামেদের থেকে মুখ ফিরিয়েছেন মানুষ। যে নেতারা উপর থেকে নির্দেশ দেন, তাঁদের বিপর্যয়ের দায় নিতে হবে। নেতারা যেন অজুহাত না দেখান। দলের সংস্কারের প্রয়োজন। জোট নিয়ে নতুন করে ভাবতে হবে। বিস্ফোরক সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আইএসএফের সঙ্গে জোট করা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। বললেন, মানুষের রায় মানতে হবে।
জয় ও এগিয়ে থাকার নিরিখে তৃণমূল 215, বিজেপি এগিয়ে 75, সংযুক্ত মোর্চা 1 ও অন্য় 1 আসনে এগিয়ে
নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়
১৯৫৩ ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী
মমতা বলেছেন, নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানাব । অনেক ইভিএমে কারচুপি হয়েছে ।
করোনা ঝড় সামলে নেব। বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। কেন্দ্র দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন না দিলে গাঁধীমূর্তির পাদদেশে ধর্না। বাংলা জিতেই হুঙ্কার মমতার
মমতা বলেছেন, কোভিড মোকাবিলাই অগ্রাধিকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনও আড়ম্বর হবে না। কোভিড অতিমারী শেষে ব্রিগেড সমাবেশ করব। এখন বিজয় মিছিল না করাই ভালো।
মমতা বলেছেন, বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে।
তৃণমূল নেত্রী বলেছেন, সত্যি খেলা হয়েছে, খেলা শেষে জিতেছি। গ্রামীণ ক্লাবগুলিকে ৫০ হাজার ফুটবল দেবে তৃণমূল।
মমতা বলেছেন, বাংলার মানুষের জয় হয়েছে, সম্প্রীতির জয় হয়েছে। এই জয় মনষ্যত্বকে বাঁচিয়ে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২১ সালের ভোট। তাই আমার টার্গেট ছিল ২২১।
সরকার গড়তে না পারলেও প্রধান বিরোধী দল হতে পেরেছে বিজেপি। আগামী দিনে গঠনমূলক ভূমিকা পালন করবে বিজেপি। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সব ধরনের সাহায্য় করব। বললেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
দলের এই বিপুল সাফল্য়ের কারণ মমতা। দলত্য়াগীদের যোগ্য় জবাব দিয়েছে মানুষ, বললেন সৌগত রায়
মানিকতলায় তৃণমূলের সাধন পাণ্ডে জয়ী ২০ হাজার ভোটে
বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূলের পরেশ পাল
রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জয়ী ২১ হাজারের বেশি ভোটে
নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্র থেকে ৪৫ হাজারেরও বেশি ভোটে জয়ী
জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূলের বিবেক গুপ্ত জয়ী ২ হাজার ৬৬৬ ভোটে
মানুষ যা চেয়েছে তাই হয়েছে। মানুষ এখানে আমাকে চেয়েছে, তাই আমি জিতেছি। মানুষের জন্যই কাজ করব। জানালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
জোড়াসাঁকোয় জয়ী তৃণমূল প্রার্থী বিবেক গুপ্ত
পিংলায় ৭ হাজারেরও বেশি ভোটে জয়ী অজিত মাইতি
হাবড়ায় ৩ হাজার ৮৪১ ভোটে জয়ী জ্যোতিপ্রিয় মল্লিক
এখনই বিজয় মিছিল করবেন না, দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।তিনি বলেছেন, এখন অগ্রাধিকার কোভিড মোকাবিলা। তৃণমূল নেত্রী বললেন, এই জয় বাংলার
দাসপুরে জয়ী তৃণমূলের মমতা ভুঁইয়া
এন্টালিতে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা জিতলেন ৫৮ হাজারেরও বেশি ভোটে
ভবানীপুরে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
বিজেপির রুদ্রনীল ঘোষকে হারালেন ২৯ হাজারের বেশি ভোটে
আসানসোল দক্ষিণে পরাজিত তৃণমূলের সায়নী ঘোষ
জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
আরামবাগে পরাজিত তৃণমূলের সুজাতা মণ্ডল
৭ হাজার ৬৩৭ ভোটে জয়ী বিজেপি প্রার্থী মধুসূদন বাগ
পাণ্ডবেশ্বরে হারলেন বিজেপির জিতেন্দ্র তিওয়ারি
তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তী জয়ী ২ হাজার ৫০০ ভোটে
তৃণমূল 212, বিজেপি 78, সংযুক্ত মোর্চা 1 ও অন্য়রা 1 আসনে এগিয়ে
রায়দিঘিতে হারলেন কান্তি গঙ্গোপাধ্যায়
জয়ী তৃণমূল প্রার্থী অলোক জলদাতা
কাকদ্বীপে জয়ী তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা
দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ সাহা জয়ী
সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী
শালবনিতে হারলেন সুশান্ত ঘোষ
তৃণমূলের শ্রীকান্ত মাহাতো জয়ী ৩২ হাজারেরও বেশি ভোটে
টানটান লড়াইয়ে নন্দীগ্রামে 1,200 ভোটে জিতলেন মমতা
সোনারপুর দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র
রানাঘাট দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী
১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী মুকুটমণি
সিউড়িতে তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী ৭ হাজার ২৭০ ভোটে জয়ী
বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী
বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারি ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ জয়ী
৩৪ হাজারেরও বেশি ভোটে জয়ী অতীন ঘোষ
কসবা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জাভেদ খান
৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী জাভেদ
মমতাকে অভিনন্দন জানিয়ে ট্যুইট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। ‘বাংলা জয়ের জন্য দিদিকে অভিনন্দন, মুখ্যমন্ত্রী পদে পরবর্তী মেয়াদের জন্য শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে’, ট্যুইট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর
নন্দীগ্রামে টানটান উত্তেজনা
শেষ রাউন্ডে গণনা চলছে নন্দীগ্রামে
এখনও পর্যন্ত ৮২০ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
চৌরঙ্গীতে জয়ী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্য়োপাধ্য়ায়
তৃণমূল 209, বিজেপি 81 আসনে এগিয়ে, সংযুক্ত মোর্চা 1 ও অন্য়রা 1 আসনে এগিয়ে
এখনও পর্যন্ত 49 শতাংশ ভোট তৃণমূলের, 37 শতাংশ বিজেপির, সংযুক্ত মোর্চার 9 শতাংশ
নন্দীগ্রামে 16 রাউন্ডের শেষে 820 ভোটে এগিয়ে মমতা
ইংরেজবাজারে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী
বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে হার কৃষ্ণেন্দুনারায়ণের
ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি
২৬ হাজার ৩৭৪ ভোটে জয়ী আইএসএফ প্রার্থী
হাওড়ার শ্যামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল ৩১ হাজার ৫১৪ ভোটে
উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায়
২৯ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
১৫ রাউন্ডের শেষে ৪ হাজার ৯৯ ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী
সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে জয়ী বেচারাম মান্না
২৫ হাজার ৯৩৩ ভোটে জয়ী বেচারাম মান্না
যাদবপুরে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ১৭ হাজার ভোটে এগিয়ে
১০ রাউন্ড শেষে গোসাবায় তৃণমূল এগিয়ে প্রায় ১৫ হাজার ভোটে
বারাবনি কেন্দ্রে জয়ী তৃণমূল
২২ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়
বরানগরে তৃণমূল প্রার্থী তাপস রায় ১৫ হাজার ৬১৯ ভোটে এগিয়ে
ভাতার ও গলসিতে জয়ী তৃণমূল
সোনামুখীতে জয়ী বিজেপি
রানিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়
খড়গপুর সদরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
৩ হাজার ১২১ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে
নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
নন্দীগ্রামে 14 রাউন্ডের শেষে 3132 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
টালিগঞ্জে ১০ রাউন্ডের শেষে অরূপ বিশ্বাস ৩৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে
বালিগঞ্জ কেন্দ্রে ৩৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়
আশাপ্রদ ফল নয় ঠিকই। কিন্তু প্রায় ৯০টি আসনে আমরা জিতছি। মানুষের তৃণমূলনেত্রীর কথা বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে। গণতন্ত্রে মানুষই তো শেষকথা। মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর।
মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে ট্যুইট মেহবুবা মুফতির
‘বিভেদকামী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলার মানুষকে কুর্নিশ’
ট্যুইট পিডিপি নেত্রী মেহবুবা মুফতির
‘বাংলার মমতাময়ী জনতাকে কোটি কোটি শুভেচ্ছা’
‘দেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে’
‘এই অবস্থায় মমতার ওপরেই ভরসা রাখলেন বাংলার মানুষ’
‘এই জয় দৃঢ় ও কৌশলী নেতৃত্বের জয়’, ট্যুইটে শুভেচ্ছা তেজস্বী যাদবের
‘বিজেপির বিভাজনের রাজনীতিকে আমল দেননি বাংলার মানুষ’
‘মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার মানুষকে আন্তরিক শুভেচ্ছা’
ট্যুইটে শুভেচ্ছা জানালেন লালু প্রসাদ যাদব
নন্দীগ্রামে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
১৩ রাউন্ডের শেষে ১৪৮৩ ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী।
হাওড়া উত্তরে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী
৫ হাজার ৬৮১ ভোটে জয়ী তৃণমূল।
সার্ভার ডাউন, উত্তর ২৪ পরগণায় বন্ধ ভোট গণনা। প্রায় ৪০ মিনিট বন্ধ গণনা।
কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম এগিয়ে ৪৪ হাজার ভোটে
কৃষ্ণনগর উত্তরে মুকুল রায় এগিয়ে ১৮ হাজারেরও বেশি ভোটে।
সুজাপুরে জয়ী তৃণমূল প্রার্থী আব্দুল গনি
বজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব ১৪ হাজারেরও বেশি ভোটে জয়ী।
যাদবপুরে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ১৭ হাজার ভোটে এগিয়ে।
রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।
বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যর থেকে ১৩ হাজার ৫০০ ভোটে এগিয়ে।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের
বিজেপি প্রার্থী তাপস রায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ
ডোমজুড়ে গণনাকেন্দ্রে উত্তেজনা। তৃণমূল ও বিজেপি এজেন্টদের মধ্যে বচসা। লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, আহত ২ তৃণমূল কর্মী। প্রতিক্রিয়া মেলেনি বিজেপির
বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী ১১ হাজার ভোটে এগিয়ে
বালিগঞ্জে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় এগিয়ে
৩১ হাজার ৭৬৩ ভোটে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে এগিয়ে অতীন ঘোষ
১৫ রাউন্ড শেষে ১৬ হাজার ৭০০ ভোটে এগিয়ে অতীন
রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি
বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যর থেকে ১৩ হাজার ৫০০ ভোটে এগিয়ে
পাঁশকুড়া পূর্বে তৃণমূল এগিয়ে ৪ হাজার ৪১৮ ভোটে
পাঁশকুড়া পশ্চিমে বিজেপি এগিয়ে ৮২ ভোটে
বিজেপি জানত যে তারা ক্ষমতা দখল করতে পারবে না। নিজেদের কর্মীদের চাঙ্গা রাখার জন্য নানারকম কথা বলছিল। কিন্তু বিজেপি বিরোধীদলের তকমা পেয়ে গেল। বামেরা আব্বাস সিদ্দিকির সঙ্গে হাত না মেলালে বিরোধী দল হিসাবে তারাই জায়গা পেত। মন্তব্য ফিরহাদ হাকিমের।
হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে বিজয়োল্লাসে মাতলেন তৃণমূল কর্মীরা।
‘বিজেপির ঘৃণার রাজনীতিতে হারাল বাংলার মানুষ’
‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে আন্তরিক অভিনন্দন’
বিজেপির ‘দিদি ও দিদি’ কটাক্ষকে মুখের ওপর জবাব, ট্যুইট অখিলেশের
বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিল। বাংলার মহিলারা সেই অপমান মেনে নেননি। বাংলার মহিলারা, বাংলার মানুষ জবাব দিয়েছে। আর আমাদের নেত্রী খেলা জানেন, তাঁর কোচিংয়ে আমরা খেলেছি। মন্তব্য অনুব্রত মণ্ডলের।
তৃণমূল এগিয়ে 206 আসনে। বিজেপি এগিয়ে 83 আসনে। সংযুক্ত মোর্চা 2 ও অন্য়ান্য় 1 আসনে এগিয়ে
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী বিদেশ বসু
বিজেপি প্রার্থীকে হারালেন ১৭ হাজার ২১২ ভোটে
কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার
৮০০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে
হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি
৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী মনোজ তিওয়ারি
জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ
৭ হাজার ৭৬৯ ভোটে জয়ী তৃণমূল
মগরাহাট পশ্চিমে তৃণমূল এগিয়ে ১৮ হাজার ৪১০ ভোটে
মানুষ জেনে-বুঝেই ভোট দিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন তাঁরা কী চান। মন্তব্য উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের।
কার্যত হার স্বীকার করে নিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বললেন আত্মসমীক্ষার প্রয়োজন আছে, কথা বলেছেন অমিত শাহের সঙ্গে।
নির্বাচনের ফল প্রমাণ করে দিল বাংলার মানুষ সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম কুরুচিপূর্ণভাবে আক্রমণ করা হয়েছে সেটা মানুষ মেনে নেননি।
নির্বাচনে জয়-পরাজয় থাকেই। রাজনৈতিক দল সংগ্রামের মধ্যে দিয়ে যায়। মানুষ বুঝতে পারছে কীভাবে কে জিতছে। মন্তব্য বহরমপুরের কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তীর।
পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তৃণমূল এবং বিজেপি এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বাকিরা ধুয়ে মুছে গেছে। মন্তব্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের।
মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে বুঝিয়ে দিয়েছে তারা দিদিকেই চায়। কোনও সেলিব্রেশন, মিছিল কিচ্ছু হবে না, এই জয়ের আনন্দ আমরা নিজেরাই উপভোগ করব। কারণ এখন অনেক বড় দায়িত্ব আমাদের কাঁধে। মন্তব্য বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের।
উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা
১৪ হাজার ৩১১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা
ডোমজুড়ে ৩০ হাজার ভোটে পিছিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়
কৃষ্ণনগর উত্তরে ৯ হাজার ৮৫৭ ভোটে এগিয়ে মুকুল
রানিনগরে ৪৩ হাজার ৪৫ ভোটে এগিয়ে তৃণমূল
রেজিনগরে ৪৫ হাজার ভোটে এগিয়ে তৃণমূল
ডোমকলে তৃণমূল এগিয়ে ৯ হাজার ৪৫৭ ভোটে
বনগাঁ উত্তরে ১ হাজার ৩৩১ ভোটে এগিয়ে তৃণমূল
বিনপুরে ২৪ হাজার ৫৩৭ ভোটে এগিয়ে তৃণমূল
গোপীবল্লভপুরে ১২ হাজার ১৮২ ভোটে এগিয়ে তৃণমূল
নয়াগ্রামে ৩ হাজার ১৯৮ ভোটে এগিয়ে তৃণমূল
ঝাড়গ্রামে ১০ হাজার ৬৫৩ ভোটে এগিয়ে তৃণমূল
নানুরে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল
যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার
যাদবপুরে ৬ রাউন্ড শেষে ১৩ হাজার ৫০০ ভোটে এগিয়ে তৃণমূল
তেহট্টে ১৭ হাজার ৬৯৫ ভোটে এগিয়ে তৃণমূল
রাজারহাট-গোপালপুরে পিছিয়ে বিজেপির শমীক ভট্টাচার্য
রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূলের অদিতি মুন্সি
নাকাশিপাড়ায় তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি
সাগরে ১৬ হাজার ৬০৭ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস
তমলুকে ১১ রাউন্ডে তৃণমূল ১১০০ ভোটে এগিয়ে
রামনগরে নবম রাউন্ডে তৃণমূল ৭৪০০ ভোটে এগিয়ে
হাওড়া উত্তরে ৫২৪২ ভোটে এগিয়ে তৃণমূল
ভবানীপুরে ২২হাজার ৩৩ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়
পাঁশকুড়া পশ্চিমে ৪৯০ ভোটে এগিয়ে বিজেপি
আসানসোল দক্ষিণে সায়নী ঘোষ ৩৯১৭ ভোটে এগিয়ে
ডায়মন্ড হারবারে ১১৮২ভোটে এগিয়ে বিজেপি
ডোমজুড়ে ফের পিছিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়
হাওড়া দক্ষিণে পিছিয়ে বিজেপির রন্তিদেব সেনগুপ্ত
টালিগঞ্জে সপ্তম রাউন্ডের শেষেও পিছিয়ে বাবুল সুপ্রিয়
টালিগঞ্জে অরূপ বিশ্বাস ২৯ হাজার ৪০০ ভোটে এগিয়ে
পিংলায় তৃতীয় রাউন্ড শেষে ২ হাজার ১৭৯ ভোটে এগিয়ে তৃণমূল
আরামবাগে তৃতীয় রাউন্ড শেষে ১ হাজার ৫২৭ ভোটে এগিয়ে তৃণমূল
তারকেশ্বরে ষষ্ঠ রাউন্ড শেষে ৬ হাজার ৭৩৫ ভোটে এগিয়ে তৃণমূল
মগরাহাট পূর্বে ৫ হাজার ৬৭৮ ভোটে এগিয়ে তৃণমূল
সাগরে ১৩ হাজার ৮১৩ ভোটে এগিয়ে তৃণমূল
হলদিয়ায় ১ হাজার ৪ ভোটে এগিয়ে বিজেপি
কসবায় জাভেদ খান ৫১ হাজার ১৫৭ ভোটে এগিয়ে
আমডাঙায় সপ্তম রাউন্ড শেষে ৩ হাজার ৮৬ ভোটে এগিয়ে তৃণমূল
বেহালা পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়
চতুর্থ রাউন্ড শেষে ৮ হাজার ৮৭৮ ভোটে পার্থ চট্টোপাধ্যায়
কাটোয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পঞ্চম রাউন্ড শেষে ৫০০ ভোটে এগিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
হাবড়ায় এগিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক, পিছিয়ে রাহুল সিন্হা
৪ হাজার ৯৫৬ ভোটে এগিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক
নৈহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পঞ্চম রাউন্ড গণনার শেষে 5,542 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
ডেবরায় এগিয়ে হুমাযুন, পিছিয়ে ভারতী
মেদিনীপুর সদরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া
বিধাননগরে এগিয়ে সুজিত বসু, পিছিয়ে সব্যসাচী দত্ত
সপ্তম রাউন্ড শেষে সাড়ে ৭ হাজারের বেশি ভোটে এগিয়ে সুজিত
বিনপুরে ১৬ হাজার ৫৮৮ ভোটে এগিয়ে তৃণমূল
নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা
ষষ্ঠ রাউন্ড শেষে ৭ হাজার ২৩৭ ভোটে পিছিয়ে মমতা
বোলপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়
১০ হাজারের বেশি ভোটে পিছিয়ে অনির্বাণ গঙ্গোপাধ্যায়
সিউড়িতে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল তৃণমূল
রাসবিহারীতে ২ হাজার ৩০০ ভোটে এগিয়ে দেবাশিস কুমার
দুবরাজপুরে ১ হাজার ১৭ ভোটে এগিয়ে তৃণমূল
ময়ূরেশ্বরে ২ হাজার ৯৯৫ ভোটে এগিয়ে তৃণমূল
বাঘমুণ্ডিতে এগিয়ে বিজেপি সমর্থিত আজসু প্রার্থী
কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র
সপ্তম রাউন্ড শেষে ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে মদন
ভবানীপুরে এগিয়ে শোভনদেব, পিছিয়ে রুদ্রনীল
ষষ্ঠ রাউন্ড শেষে ২২ হাজার ৭৪ ভোটে এগিয়ে শোভনদেব
-
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
৪৯ হাজার ৮৯২ ভোটে এগিয়ে জাভেদ খান
তৃণমূল ২০৬, বিজেপি ৮৩ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ১ আসনে এগিয়ে, অন্যান্য ২
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
চতুর্থ রাউন্ড শেষে ২১ হাজার ৩৫৬ ভোটে এগিয়ে
তৃণমূল ২০৪, বিজেপি ৮৫ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ১ আসনে এগিয়ে, অন্যান্য ২
মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে
তৃতীয় রাউন্ড শেষে ৩ হাজার ৭৩ ভোটে এগিয়ে
তৃণমূল 200, বিজেপি 89 আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা 1 আসনে এগিয়ে, অন্যান্য 2
আসানসোল দক্ষিণে এগিয়ে তৃণমূল, পিছিয়ে বিজেপি
চতুর্থ রাউন্ড শেষে ৮৯৫ ভোটে এগিয়ে সায়নী ঘোষ
নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা
পঞ্চম রাউন্ড শেষে ৩ হাজার ৬৮৬ ভোটে এগিয়ে শুভেন্দু
চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন
৬ হাজার ৬২১ ভোটে এগিয়ে ইন্দ্রনীল সেন
হরিপালে এগিয়ে তৃণমূল প্রার্থী করবী মান্না
দ্বিতীয় রাউন্ড শেষে ১ হাজার ৬৫২ ভোটে এগিয়ে করবী
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
৫ হাজার ৪৯৬ ভোটে এগিয়ে বেচারাম মান্না
বারুইপুর পশ্চিমে এগিয়ে তৃণমূল
২৩ হাজার ভোটে এগিয়ে বিমান বন্দ্যোপাধ্যায়
কুলটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়
সপ্তম রাউন্ড শেষে ২ হাজার ২৫৭ ভোটে এগিয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায়
বোলপুর, নানুর, লাভপুরে এগিয়ে গেল তৃণমূল
বিজেপিকে পিছনে ফেলে তিনটি আসনেই এগিয়ে গেল তৃণমূল
রামপুরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়
২ হাজার ৭৩৬ ভোটে এগিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টেপোধ্যায়
২২ হাজার ৭৪ ভোটে এগিয়ে শোভনদেব
কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল, পিছিয়ে কৌশানি
৮ হাজার ২৩৫ ভোটে এগিয়ে মুকুল রায়
এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা
দ্বিতীয় রাউন্ড শেষে ৬ হাজার ৫৭৯ ভোটে এগিয়ে স্বর্ণকমল
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
৪৭ হাজার ৮৩৯ ভোটে এগিয়ে জাভেদ খান
কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল রায়
৮ হাজার ২৩৫ ভোটে এগিয়ে মুকুল
বিধানগরে ফের পিছিয়ে গেল বিজেপি
বিধাননগরে এগিয়ে সুজিত, পিছিয়ে সব্যসাচী
তৃণমূল ১৯৩, বিজেপি ৯৬ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ১ আসনে এগিয়ে, অন্যান্য ২
বরানগরে পিছিয়ে বিজেপি প্রার্থী পার্নো মিত্র
রাসবিহারীতে ৩২০ ভোটে এগিয়ে দেবাশিস কুমার
উত্তরপাড়ায় বিজেপির প্রবীর ঘোষাল ৭০ ভোটে এগিয়ে
মুর্শিদাবাদের ভরতপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী
পানিহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী
৭ হাজার ভোটে এগিয়ে নির্মল ঘোষ
কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী
৩ হাজার ১০১ ভোটে এগিয়ে অতীন ঘোষ
টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, পিছিয়ে বাবুল সুপ্রিয়
১৪ হাজার ২২৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস
ভগবানপুরে ৩১ ভোটে এগিয়ে বিজেপি
কাঁথি দক্ষিণে তৃণমূল প্রার্থী ১০৫ ভোটে এগিয়ে
যাদবপুরে এগিয়ে দেবব্রত, পিছিয়ে সুজন
৪ হাজার ৫২৮ ভোটে এগিয়ে যাদবপুরের তৃণমূল প্রার্থী
তৃণমূল ১৯৪, বিজেপি ৯৪ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৪ আসনে এগিয়ে
আসানসোল উত্তরে এগিয়ে মলয় ঘটক
১০ হাজারের বেশি ভোটে এগিয়ে মলয় ঘটক
রানিবাঁধ বিজেপি প্রার্থী ৬৭ ভোটে এগিয়ে
তারকেশ্বরে এগিয়ে তৃণমূল, পিছিয়ে বিজেপি
৪ হাজার ৩৩৮ ভোটে পিছিয়ে স্বপন দাশগুপ্ত
রাইপুরে ৪ হাজার ৩০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী
সুজাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী আব্দুল গণি
২৯ হাজার ভোটে এগিয়ে আব্দুল গণি
বহরমপুরে এগিয়ে বিজেপি প্রার্থী কাঞ্চন মৈত্র
দ্বিতীয় রাউন্ড শেষে ৬ হাজার ১৮০ ভোটে এগিয়ে
রানিনগরে এগিয়ে সৌমিক হোসেন
১৬ হাজার ৫৩ ভোটে এগিয়ে সৌমিক
বিধাননগরে এগিয়ে সব্যসাচী, পিছিয়ে সুজিত
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়
১৫ হাজার ৮৪২ ভোটে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়
ডেবরায় এগিয়ে হুমায়ুন কবীর, পিছিয়ে ভারতী ঘোষ
তৃণমূল ১৯২, বিজেপি ৯৫ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৫ আসনে এগিয়ে
রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূলের অদিতি মুন্সি
বারাসাতে এগিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী
তৃতীয় রাউন্ডের শেষে ৯৯৭৩ ভোটে এগিয়ে চিরঞ্জিৎ
দমদম উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু
খড়দায় এগিয়ে তৃণমূল, পিছিয়ে বিজেপি
২ হাজার ৪০০ ভোটে এগিয়ে কাজল সিন্হা
কয়েকদিন আগে করোনায় মৃত্যু হয় কাজল সিন্হার
আসানসোল দক্ষিণে পিছিয়ে সায়নী, এগিয়ে অগ্নিমিত্রা
২ হাজার ৩৩ ভোটে এগিয়ে অগ্নিমিত্রা পাল
কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র
দ্বিতীয় রাউন্ড শেষেও এগিয়ে মদন মিত্র
বারাসাতে পিছিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিত্
দ্বিতীয় রাউন্ড শেষে ৭২১ ভোটে পিছিয়ে চিরঞ্জিত্
বালিতে এগিয়ে তৃণমূল, পিছিয়ে বৈশালী ডালমিয়া
বালিতে এগিয়ে তৃণমূল, পিছিয়ে বৈশালী ডালমিয়া
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
চতুর্থ রাউন্ড শেষে ১০ হাজার ৪৪৭ ভোটে এগিয়ে শোভনদেব
তৃণমূল ১৯৪, বিজেপি ৯৩ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৫ আসনে এগিয়ে
আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী
প্রথম রাউন্ড শেষে ২ হাজার ৩৩ ভোটে এগিয়ে অগ্নিমিত্রা পাল
শিলিগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ
তৃতীয় রাউন্ড শেষে ১১ হাজার ভোটে এগিয়ে শঙ্কর ঘোষ
আমডাঙায় এগিয়ে বিজেপি প্রার্থী
বারাসাতে এগিয়ে মাত্র ২২ ভোটে এগিয়ে চিরঞ্জিত্
চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন
৩ হাজার ৫২৬ ভোটে এগিয়ে ইন্দ্রনীল সেন
তৃণমূল ১৯১, বিজেপি ৯৬ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৫ আসনে এগিয়ে
বেহালা পশ্চিমে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়
১ হাজার ৯৯ ভোটে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়
কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে অতীন ঘোষ
চণ্ডীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী
শ্যামপুকুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা
তৃণমূল ১৮৯, বিজেপি ৯৮ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৫ আসনে এগিয়ে
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
দ্বিতীয় রাউন্ড শেষে ৯ হাজার ৭৮০ ভোটে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়
হাবড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক
তৃণমূল ১৮৭, বিজেপি ১০০ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৫ আসনে এগিয়ে
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
দ্বিতীয় রাউন্ড শেষে ৩ হাজার ৩৫৯ ভোটে এগিয়ে বেচারাম মান্না
তৃণমূল ১৮২, বিজেপি ১০৪ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার
৪ হাজার ৫০০ ভোটে এগিয়ে দেবব্রত মজুমদার
জোড়াসাঁকোয় এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত
আসানসোল উত্তরে পিছিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক
কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র
প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে মদন
জামুড়িয়ায় ঐশী ঘোষ পিছিয়ে, এগিয়ে তৃণমূল
নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা
তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে শুভেন্দু অধিকারী
৮ হাজার ২০৬ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী
মোট 17 রাউন্ড গণনা হবে
কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম
১২ হাজার ৮৪৫ ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম
কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী মুকুল রায়
১ হাজার ৫০০ ভোটে এগিয়ে মুকুল রায়
তৃণমূল ১৭১, বিজেপি ১১৫ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের হার
তৃণমূল ৫১%, বিজেপি: ৩৫%, সংযুক্ত মোর্চা: ৭%
বেহালা পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্য়ায়
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
প্রথম রাউন্ড শেষে ১২ হাজার ৯৭০ ভোটে এগিয়ে জাভেদ খান
তৃণমূল ১৬৯, বিজেপি ১১৫ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূলের অদিতি মুন্সি
বজবজে এগিয়ে তৃণমূল
মেটিয়াবুরুজে এগিয়ে তৃণমূল
চৌরঙ্গিতে এগিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
৪ হাজার ৮৩০ ভোটে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়
রাসবিহারীতে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত সাহা
রাসবিহারীতে পিছিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার
তৃণমূল ১৬১, বিজেপি ১১৫ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী
১ হাজার ৭৫৯ ভোটে এগিয়ে রাজ চক্রবর্তী
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
৪ হাজার ৪৬৬ ভোটে এগিয়ে বেচারাম মান্না
উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন মল্লিক
তৃণমূল ১৫২, বিজেপি ১১২ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
নন্দীগ্রামে দ্বিতীয় রাউন্ড শেষেও এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা
৩ হাজার ৪৬০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী
এখনও 15 রাউন্ড গণনা হবে
তৃণমূল ১৪১, বিজেপি ১১০ আসনে এগিয়ে
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের হার
তৃণমূল ৫৩%, বিজেপি: ৩৪%, সংযুক্ত মোর্চা: ৭%
বিধাননগরে এগিয়ে সুজিত বসু, পিছিয়ে সব্য়সাচী দত্ত
প্রাথমিক গণনায় তৃণমূল ১৩৩, বিজেপি ১০৮ ও সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে
হুগলির চণ্ডীতলায় এগিয়ে তৃণমূল
পিছিয়ে যশ দাশগুপ্ত
এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা
মেদিনীপুর সদরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ।
শালবনিতে পিছিয়ে সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ।
টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, পিছিয়ে বাবুল সুপ্রিয়। ৯ হাজার ৮৯৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস
প্রাথমিক গণনায় তৃণমূল ১১৫, বিজেপি ১০৬ আসনে এগিয়ে।
সংযুক্ত মোর্চা ৬ আসনে এগিয়ে।
ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব
কলকাতা বন্দরে প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম 6,300 ভোটে এগিয়ে
নন্দীগ্রামে প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 1497 ভোটে এগিয়ে, পিছিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, 17 রাউন্ড গণনা হবে
সোনারপুর উত্তর ও সোনারপুর দক্ষিণে এগিয়ে তৃণমূল
লাভপুরে এগিয়ে বিজেপি
রাজারহাট-নিউটাউনে এগিয়ে তৃণমূল
কাটোয়াতে এগিয়ে বিজেপি,বোলপুরে এগিয়ে তৃণমূল
প্রাথমিক গণনায় তারকেশ্বরে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত
প্রাথমিক গণনায় ডোমজুড়ে পিছিয়ে রাজীব বন্দ্য়োপাধ্য়ায়
প্রাথমিক গণনায় কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম
চাকুলিয়ায় এগিয়ে সংযুক্ত মোর্চা
মানিকতলায় এগিয়ে তৃণমূল
সবংয়ে এগিয়ে মানস ভুইঞাঁ
পোস্টাল ব্য়ালটের গণনায় চাপড়া ও স্বরূপনগরে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় গোয়ালপোখরে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় মিনাখাঁয় তৃণমূল এগিয়ে
পোস্টাল ব্য়ালটের গণনায় ভাটপাড়ায় বিজেপি এগিয়ে
পোস্টাল ব্য়ালটের গণনায় বাদুড়িয়ায় এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় হবিবপুরে এগিয়ে বিজেপি
পোস্টাল ব্য়ালটের গণনায় আসানসোল উত্তরে এগিয়ে মলয় ঘটক
পোস্টাল ব্য়ালটের গণনায় রাইপুর ও বড়জোড়ায় এগিয়ে বিজেপি
পোস্টাল ব্য়ালটের গণনায় আসানসোল উত্তর ও সবংয়ে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় বাদুড়িয়া ও হাড়োয়ায় এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় হাসন ও সুজাপুরে এগিয়ে সংযুক্ত মোর্চা
পোস্টাল ব্য়ালটের গণনায় বনগাঁ উত্তর ও বনগাঁ দক্ষিণে এগিয়ে বিজেপি
পোস্টাল ব্য়ালটের গণনায় বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্য়ায়
পোস্টাল ব্য়ালটের গণনায় তৃণমূল 44, বিজেপি 40, সংযুক্ত মোর্চা 2 আসনে এগিয়ে
পোস্টাল ব্য়ালটের গণনায় খড়্গপুর সদর, রানাঘাট দক্ষিণে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় তৃণমূল 33 ও বিজেপি 27 ও সংযুক্ত মোর্চা 1 আসনে এগিয়ে
পোস্টাল ব্য়ালটের গণনায় রানিগঞ্জ, কেশিয়ারিতে এগিয়ে বিজেপি
পোস্টাল ব্য়ালটের গণনায় দাঁতন, চন্দ্রকোনায় এগিয়ে বিজেপি
পোস্টাল ব্য়ালটের গণনায় মঙ্গলকোটে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় মুরারইতে এগিয়ে বিজেপি
পোস্টাল ব্য়ালটের গণনায় হাসনে এগিয়ে সংযুক্ত মোর্চা
পোস্টাল ব্যালটের গণনায় নলহাটিতে এগিয়ে তৃণমূল
পোস্টাল ব্য়ালটের গণনায় সিউড়িতে এগিয়ে বিজেপি
পোস্টাল ব্য়ালটের গণনায় মেমারিতে এগিয়ে বিজেপি
পানিহাটিতে ভোট গণনা কেন্দ্রে চূড়ান্ত অব্য়বস্থার অভিযোগ। অসুস্থ কংগ্রেসের পোলিং এজেন্ট, ভর্তি হাসপাতালে
কার দখলে যেতে চলেছে নীল বাড়ি? তৃতীয়বার জন্য কী ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল? নাকি, নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? সব জল্পনার অবসান ঘটিয়ে আজই ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফল। রাজ্যের মোট ১০৮টি কাউন্টিং সেন্টারে ভোট গণনার কাজ চলবে। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট ও পরে সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন রয়েছে ২৪২ কোম্পানি বাহিনী। করোনা আবহে প্রতিটি গণনাকেন্দ্রেই নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধির ওপরেও।
আমার কোনও টেনশন নেই, বললেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়
পোস্টাল ব্য়ালট গণনার প্রাথমিক প্রস্তুতি শুরু বিভিন্ন কেন্দ্রে
একটু পরেই শুরু ভোট গণনা। অথচ পানিহাটির গণনাকেন্দ্রে ধরা পড়ল চূড়ান্ত অব্যবস্থার ছবি।
নির্দিষ্ট সময়ের আগে, তৃণমূলের প্রতিনিধিকে ছাড়াই খোলা হয়েছে স্ট্রং রুমের দরজা। অভিযোগ ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
ভবাণীপুরের ভোট গণনা শাখাওয়াত মেমোরিয়ালে
জয় নিয়ে নিশ্চিত, কিন্তু সেটা শুধু আনন্দের হবে না, তার সঙ্গে এবার জড়িয়ে থাকবে অনেক দায়িত্ব। কোভিড পরিস্থিতিতে আবার শূন্য থেকে শুরু করতে হবে, বললেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
হলদিয়ার গণনা কেন্দ্রে পৌঁছলেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়
ভোটের ফলের আগে বেলেঘাটায় বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে বোমাবাজি। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন থেকেই এলাকার বিজেপি সমর্থক পরিবারগুলোকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। গতকাল রাতে তৃণমূল আশ্রিত জনা কয়েকজন দুষ্কৃতী বাইকে চড়ে এসে বোমাবাজি করে। রাতেই ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আমি জিতছি, আমার নেত্রীও জিতছেন। গণনা শুরুর আগে এমনটাই দাবি করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রেক্ষাপট
কলকাতা: কার দখলে যেতে চলেছে নীল বাড়ি? তৃতীয়বার জন্য ফের কী ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল? নাকি, নবান্ন দখল করবে বিজেপি? কতটা প্রভাব ফেলবে সংযুক্ত মোর্চা? জল্পনার অবসান ঘটিয়ে আজই ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফল। সকাল ৮টা থেকে রাজ্যের মোট ১০৮টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট ও পরে সকাল সাড়ে ৮টা থেকে শুরু হবে ইভিএমের গণনা। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মোতায়েন থাকছে ২৪২ কোম্পানি বাহিনী। করোনা আবহে প্রতিটি গণনাকেন্দ্রেই নজর রাখা হয়েছে স্বাস্থ্যবিধির ওপরেও। অন্যদিকে, এ রাজ্যের পাশাপাশি আজই ঘোষণা হবে অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলের বিধানসভা নির্বাচনের ফলও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -