AITC Winners LIVE Updates: কোন আসনে কত ভোট পেলেন তৃণমূলের হেভিওয়েটরা, জয়ের ব্যবধানই ঠিক কত, রইল বিস্তারিত
AITC WB Election Winners List LIVE Updates: রেকর্ড ৭৫ হাজারের বেশি ভোটে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী সুব্রত মুখোপাধ্যায়
বিধাননগর কেন্দ্রে ৭,৯৯৭ ভোটে জিতেছেন সুজিত বসু। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ৭৫,৯১২ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৬.৮৫ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সব্যসাচী দত্ত পেয়েছেন ৬৭,৯১৫ ভোট (৪১.৯১ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১২,৮২১ ভোট (৭.৯১ শতাংশ)।
দমদম কেন্দ্রে ২৬,৭৩১ ভোটের ব্যবধানে জিতেছেন ব্রাত্য বসু। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ৮৭,৯৯৯ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৭.৪৮ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিমল শঙ্কর নন্দ পেয়েছেন ৬১,২৬৮ ভোট (৩৩.০৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএমের প্রার্থী পলাশ দাস পেয়েছেন ৩০,৬৫৩ ভোট (১৬.৫৪ শতাংশ)।
কসবা কেন্দ্রে ৬৩,৬২২ ভোটের ব্যবধানে জিতেছেন জাভেদ আহমেদ খান। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ২১,৩৭২ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৫৪.৩৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ইন্দ্রনীল খাঁ পেয়েছেন ৫৭,৭৫০ ভোট (২৫.৮৮ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএমের প্রার্থী শতরূপ ঘোষ পেয়েছেন ৩৯,১৮০ ভোট (১৭.৫৬ শতাংশ)।
কলকাতা বন্দর কেন্দ্রে ৬৮,৫৫৪ ভোটের ব্যবধানে জিতেছেন ফিরহাদ হাকিম। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৫,৫৪৩ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৬৯.২৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অয়োধ কিশোর গুপ্ত পেয়েছেন ৩৬,৯৮৯ ভোট (২৪.২৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের প্রার্থী মহম্মদ মুক্তার পেয়েছেন ৫,৫৯০ ভোট (৩.৬৭ শতাংশ)।
বেহালা পশ্চিম কেন্দ্রে ৫০,৮৮৪ ভোটের ব্যবধানে জিতেছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ১৪,৭৭৮ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৯.৫১ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্রাবন্তী চট্টোপাধ্যায় পেয়েছেন ৬৩,৮৯৪ ভোট (২৭.৫৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী নিহার ভক্ত পেয়েছেন ৪৭,৫০৯ ভোট (২০.৪৯ শতাংশ)।
তৃণমূলের অপর হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস টালিগঞ্জ বিধানসভায় ৫০ হাজার ৮০ ভোটে জিতেছেন। অরূপ বিশ্বাস মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ১,৪৪০ টি। যা টালিগঞ্জ কেন্দ্রের মোট ভোটের ৫১.৪ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বাবুল সুপ্রিয় পেয়েছেন ৫১,৩৬০ ভোট (২৬.০২ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ পেয়েছেন ৪০,৫৯৭ ভোট (২০.৫৭ শতাংশ)।
বালিগঞ্জ কেন্দ্রে ৭৫, ৩৫৯ ভোটের বিপুল মার্জিনে জিতেছেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলের এই হেভিওয়েট নেতা পেয়েছেন ১ লক্ষ ৬,৫৮৫ ভোট। যা বালিগঞ্জ কেন্দ্রের মোট ভোটের ৭০.৬ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন ৩১,২২৬ (২০.৬৮ শতাংশ) ভোট। তৃতীয় স্থানে থাকা সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম পেয়েছেন ৮,৪৭৪ ভোট (৫.৬১ শতাংশ)।
রেকর্ড ৭৫ হাজারের বেশি ভোটে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।
নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, ১৯৫৩ ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলনেত্রী বললেন, ‘নন্দীগ্রামের রায় মাথা পেতে নিচ্ছি। নন্দীগ্রামে যা হয়েছে ভুলে যান।’ সংবাদসংস্থা ANI একসময় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১২০০ ভোটের ব্যবধানে। পরে সময় আর একটু গড়াতে জানা যায়, হেরে গিয়েছেন তিনি। ১৯৫৩ ভোটের ব্যবধানে।
মালদার রতুয়ায় জয়ী তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়। মালদার গাজোলে জয়ী বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন
বিধাননগরে ৭ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজিত বসু। স্বরূপনগরে তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল জয়ী ৩৪ হাজারের বেশি ভোটে।
বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূলের পরেশ পাল
জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূলের বিবেক গুপ্ত জয়ী ২ হাজার ৬৬৬ ভোটে
রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জয়ী ২১ হাজারের বেশি ভোটে
হাবড়ায় ৩ হাজার ৮৪১ ভোটে জয়ী জ্যোতিপ্রিয় মল্লিক
রাজারহাট-গোপালপুরে হারলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। ২৪ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূলের অদিতি মুন্সি
নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্র থেকে ৪৫ হাজারেরও বেশি ভোটে জয়ী
টালিগঞ্জ কেন্দ্রে ৫০,০১৪ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে হারালেন জয়ী তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।
চুঁচুড়ায় হারলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। জয়ী তৃণমূলের অসিত মজুমদার
উত্তরপাড়ায় প্রবীর ঘোষালকে হারিয়ে জয়ী তৃণমূলের কাঞ্চন মল্লিক। শ্রীরামপুরে জয়ী তৃণমূলের সুদীপ্ত রায়
ভবানীপুরে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির রুদ্রনীল ঘোষকে হারালেন ২৯ হাজারের বেশি ভোটে
এন্টালিতে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা জিতলেন ৫৮ হাজারেরও বেশি ভোটে
পাণ্ডবেশ্বরে হারলেন বিজেপির জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তী জয়ী ২ হাজার ৫০০ ভোটে
আসানসোল দক্ষিণে পরাজিত তৃণমূলের সায়নী ঘোষ। জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
আরামবাগে পরাজিত তৃণমূলের সুজাতা মণ্ডল। ৭ হাজার ৬৩৭ ভোটে জয়ী বিজেপি প্রার্থী মধুসূদন বাগ
গোসাবার তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর ২৩ হাজারের বেশি ভোটে জয়ী
মালের তৃণমূল প্রার্থী বুলুচিক বরাইক ৪ হাজার ভোটে জয়ী। গোয়ালপোখরে তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি ৭৬ হাজার ভোটে জয়ী। মেখলিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। মাথাভাঙায় জয়ী বিজেপি প্রার্থী সুশীল বর্মন। শীতলকুচিতে জয়ী বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন।
চন্দ্রকোণায় তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া জয়ী। জগৎবল্লভপুরে ২৯ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সীতানাথ ঘোষ। আমতায় তৃণমূল প্রার্থী সুকান্ত পাল ২৬ হাজারেরও বেশি ভোটে জয়ী।
নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, ১২০০ ভোটে জয়ী তৃণমূলনেত্রী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়ে দিয়েছেন।
রায়দিঘিতে হারলেন কান্তি গঙ্গোপাধ্যায়। জয়ী তৃণমূল প্রার্থী অলোক জলদাতা
সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী। দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ সাহা জয়ী। কাকদ্বীপে জয়ী তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা।
শালবনিতে হারলেন সুশান্ত ঘোষ। তৃণমূলের শ্রীকান্ত মাহাতো জয়ী ৩২ হাজারেরও বেশি ভোটে
সোনারপুর দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র
রানাঘাট দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী মুকুটমণি।
সিউড়িতে তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী ৭ হাজার ২৭০ ভোটে জয়ী
বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী
বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারি ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী
কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ জয়ী। ৩৪ হাজারেরও বেশি ভোটে জয়ী অতীন ঘোষ
কসবা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জাভেদ খান। ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী জাভেদ
মালতীপুরে তৃণমূল প্রার্থী রহিম বক্সি ৪০ হাজার ভোটে জয়ী। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন ৪০ হাজারের বেশি ভোটে জয়ী। মালদায় বিজেপি প্রার্থী গোপাল সাহা ৫০ হাজারের বেশি ভোটে জয়ী।
সুজাপুরে তৃণমূল প্রার্থী আব্দুল গনি ১ লক্ষের বেশি ভোটে জয়ী
মোথাবাড়িতে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন জয়ী। ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন
চাঁচলে তৃণমূল প্রার্থী নীহার ঘোষ ৭০ হাজার ভোটে জয়ী
রানিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়
খড়গপুর সদরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ৩ হাজার ১২১ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে
উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায়। ২৯ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী
হাওড়ার শ্যামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল ৩১ হাজার ৫১৪ ভোটে
ইংরেজবাজারে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে হার কৃষ্ণেন্দুনারায়ণের।
ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি। ২৬ হাজার ৩৭৪ ভোটে জয়ী আইএসএফ প্রার্থী
ইটাহারে জয়ী মোশারফ হোসেন ৪০ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।
সাগরে তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা জয়ী। বিনপুরে তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা ৩৯ হাজার ৫৭৩ ভোটে জয়ী।
সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে জয়ী বেচারাম মান্না। ২৫ হাজার ৯৩৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।
হাওড়া উত্তরে ৫ হাজার ৬৮১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী
নন্দীগ্রামে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ রাউন্ডের শেষে বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ১৩২ ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী
বজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব ১৪ হাজারেরও বেশি ভোটে জয়ী
বারাবনি কেন্দ্রে জয়ী তৃণমূল। ২২ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়।
জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ। ৭৭৬৯ ভোটে হারালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে।
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বিদেশ বসু। বিজেপি প্রার্থীকে হারালেন ১৭ হাজার ২১২ ভোটে।
কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। ৮০০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে।
হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী মনোজ তিওয়ারি।
উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ১৪ হাজার ৩১১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, তৃণমূলের যে সকল প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য --- সুজিত বসু, জাভেদ খান, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্য়ায়, বেচারাম মান্না, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, হুমায়ুন কবীর, শশী পাঁজা, দেবব্রত মজুমদার, মলয় ঘটক।
বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা
চৌরঙ্গিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়
কাশীপুর বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ
টালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস
ডেবরায় এগিয়ে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
বিধাননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু
রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি
রাজারহাট-নিউটাউনে এগিয়ে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
রাসবিহারীতে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার
কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে
আসানসোল দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন
কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম
যাদবপুরের এগিয়ে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
বারুইপুর পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টেপোধ্যায়
এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা
পানিহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ
রামপুরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
খড়দায় এগিয়ে তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিন্হা
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা। ষষ্ঠ রাউন্ড শেষে ৭ হাজার ২৩৭ ভোটে পিছিয়ে মমতা।
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা। পঞ্চম রাউন্ড শেষে ৩ হাজার ৬৮৬ ভোটে এগিয়ে শুভেন্দু
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তৃতীয় রাউন্ড শেষে ৩ হাজার ৭৩ ভোটে এগিয়ে। কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ষষ্ঠ রাউন্ড শেষে ৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে ফিরহাদ।
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, বরানগরে পিছিয়ে বিজেপি প্রার্থী পার্নো মিত্র। রাসবিহারীতে ৩২০ ভোটে এগিয়ে দেবাশিস কুমার।
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, পানিহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ
জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। ডেবরায় এগিয়ে হুমায়ুন কবীর, পিছিয়ে ভারতী ঘোষ।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, দমদম উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। বিধাননগরে এগিয়ে সব্যসাচী, পিছিয়ে সুজিত। বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। ডেবরায় এগিয়ে হুমায়ুন কবীর, পিছিয়ে ভারতী ঘোষ।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, আসানসোল দক্ষিণে পিছিয়ে সায়নী ঘোষ, এগিয়ে অগ্নিমিত্রা পাল। রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূলের অদিতি মুন্সি। বারাসাতে এগিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী। বালিতে পিছিয়ে বৈশালী ডালমিয়া।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, বেহালা পশ্চিমে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়। টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, পিছিয়ে বাবুল সুপ্রিয়। কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে অতীন ঘোষ। বীজপুরে পিছিয়ে শুভ্রাংশু রায়।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, শ্যামপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। শ্যামপুকুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। চণ্ডীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, মেদিনীপুর সদরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, হুগলির চণ্ডীতলায় এগিয়ে তৃণমূল, পিছিয়ে যশ দাশগুপ্ত। বিধাননগরে এগিয়ে সুজিত বসু। ক্যানিং পূর্বে পিছিয়ে তৃণমূলের শওকত মোল্লা, এগিয়ে আইএসএফ।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূলের অদিতি মুন্সি। ইংরেজবাজারে এগিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র। জামুড়িয়ায় ঐশী ঘোষ পিছিয়ে, এগিয়ে তৃণমূল। হাবড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। জোড়াসাঁকোয় এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। আসানসোল উত্তরে পিছিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কসবা কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী জাভেদ খান। পিছিয়ে বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত।
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, প্রথম রাউন্ডের শেষে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল রায় প্রায় ১৫০০ ভোটে
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, তৃতীয় রাউন্ডের শেষে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ৮২০৬ ভোটে এগিয়ে শুভেন্দু
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, সিঙ্গুরে এগিয়ে বেচারাম মান্না, ব্যারাকপুরে এগিয়ে রাজ চক্রবর্তী
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, রাসবিহারীতে পিছিয়ে দেবাশিস কুমার, চৌরঙ্গীতে এগিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়
শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, পাণ্ডবেশ্বরে এগিয়ে জিতেন্দ্র, উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন
শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, দ্বিতীয় রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে ৩৪৬০ ভোটে এগিয়ে শুভেন্দু
শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, নন্দীগ্রামে প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে, পিছিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়
শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, ভবানীপুরে প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, তারকেশ্বরে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।
শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, ডোমজুড়ে পিছিয়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্য়ায়।
শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, ভাটপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী পবন সিংহ
শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, সবংয়ে এগিয়ে মানস ভুইঞাঁ।
শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম
শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, আসানসোল উত্তর আসনে এগিয়ে মলয় ঘটক।
শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়
ফলাফল নিয়ে কোনও টেনসন হচ্ছে না, জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বললেন, আমার কেন টেনসন হবে? টেনসন তো অরূপবাবু(বিশ্বাস)-র হওয়া উচিত। কোনও কাজ করেননি।
আমি জিতছি, আমার নেত্রীও জিতছেন। গণনা শুরুর আগে এমনটাই দাবি করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
জয় নিয়ে নিশ্চিত, কিন্তু সেটা শুধু আনন্দের হবে না, তার সঙ্গে এবার জড়িয়ে থাকবে অনেক দায়িত্ব। কোভিড পরিস্থিতিতে আবার শূন্য থেকে শুরু করতে হবে, বললেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
নিজের জয় নিয়ে আশাবাদী দেবাশিস কুমার। তিনি বললেন, রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জিতবেন।
বাংলার মসনদে এবার কে? তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল? নাকি, বাংলায় প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? শেষ হাসি হাসবে কারা? বঙ্গ রাজনীতির আন্দরে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন!! এই অবস্থায় রবিবার হাইভোল্টেজ বঙ্গভোটের ফলঘোষণা
প্রেক্ষাপট
বাংলার মসনদে এবার কে? তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল? নাকি, বাংলায় প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? শেষ হাসি হাসবে কারা?
বঙ্গ রাজনীতির আন্দরে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন!! এই অবস্থায় রবিবার হাইভোল্টেজ বঙ্গভোটের ফলঘোষণা। তার আগে, গণনাকেন্দ্রগুলিতে প্রস্তুতি প্রায় শেষ।
করোনাকালে ভোটগণনা, তাই কোভিডবিধি মেনেই ব্যবস্থা করা হয়েছে।
আর কয়েক ঘণ্টায় রেজাল্ট আউট। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগণণনা। প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের। প্রতিটি ভোটগণনাকেন্দ্রেই করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।
প্রথম স্তরে নিরাপত্তারক্ষীদের কাছে পরিয়চপত্র দেখাতে হবে গণনাকর্মীদের। দ্বিতীয় স্তরে গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রাজ্য সশস্ত্র পুলিশ। এবং তৃতীয় ও শেষ স্তরে নিরাপত্তার দায়িতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী।
আজ ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে হয়েছে গণনা প্রস্তুতি।
২৯২ বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা।
প্রার্থী-মৃত্যুর জেরে ভোট হয়নি ২ কেন্দ্রে। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ভোট ১৬ মে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ফল ঘোষণা ১৯ মে।
গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন ২৪২ কোম্পানি বাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -