AITC Winners LIVE Updates: কোন আসনে কত ভোট পেলেন তৃণমূলের হেভিওয়েটরা, জয়ের ব্যবধানই ঠিক কত, রইল বিস্তারিত

AITC WB Election Winners List LIVE Updates: রেকর্ড ৭৫ হাজারের বেশি ভোটে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী সুব্রত মুখোপাধ্যায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 May 2021 12:46 AM
WB Election Result LIVE: বিধাননগর কেন্দ্রে ৭,৯৯৭ ভোটে জিতেছেন সুজিত বসু

বিধাননগর কেন্দ্রে ৭,৯৯৭ ভোটে জিতেছেন সুজিত বসু। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ৭৫,৯১২ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৬.৮৫ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সব্যসাচী দত্ত পেয়েছেন ৬৭,৯১৫ ভোট (৪১.৯১ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১২,৮২১ ভোট (৭.৯১ শতাংশ)। 

WB Election Result LIVE: দমদম কেন্দ্রে ২৬,৭৩১ ভোটে জিতেছেন ব্রাত্য বসু

দমদম কেন্দ্রে ২৬,৭৩১ ভোটের ব্যবধানে জিতেছেন ব্রাত্য বসু। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ৮৭,৯৯৯ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৭.৪৮ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বিমল শঙ্কর নন্দ পেয়েছেন ৬১,২৬৮ ভোট (৩৩.০৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএমের প্রার্থী পলাশ দাস পেয়েছেন ৩০,৬৫৩ ভোট (১৬.৫৪ শতাংশ)। 

WB Election Result LIVE: কসবা কেন্দ্রে ৬৩,৬২২ ভোটে জিতেছেন জাভেদ খান

কসবা কেন্দ্রে ৬৩,৬২২ ভোটের ব্যবধানে জিতেছেন জাভেদ আহমেদ খান। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ২১,৩৭২ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৫৪.৩৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির ইন্দ্রনীল খাঁ পেয়েছেন ৫৭,৭৫০ ভোট (২৫.৮৮ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএমের প্রার্থী শতরূপ ঘোষ পেয়েছেন ৩৯,১৮০ ভোট (১৭.৫৬ শতাংশ)। 

WB Election Result LIVE: কলকাতা বন্দরে ৬৮,৫৫৪ ভোটে জিতেছেন ফিরহাদ হাকিম

কলকাতা বন্দর কেন্দ্রে ৬৮,৫৫৪ ভোটের ব্যবধানে জিতেছেন ফিরহাদ হাকিম। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৫,৫৪৩ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৬৯.২৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অয়োধ কিশোর গুপ্ত পেয়েছেন ৩৬,৯৮৯ ভোট (২৪.২৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা কংগ্রেসের প্রার্থী মহম্মদ মুক্তার পেয়েছেন ৫,৫৯০ ভোট (৩.৬৭ শতাংশ)। 

WB Election Result LIVE: বেহালা পশ্চিমে ৫০,৮৮৪ ভোটে জিতেছেন পার্থ চট্টোপাধ্যায়

বেহালা পশ্চিম কেন্দ্রে ৫০,৮৮৪ ভোটের ব্যবধানে জিতেছেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ১৪,৭৭৮ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৯.৫১ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শ্রাবন্তী চট্টোপাধ্যায় পেয়েছেন ৬৩,৮৯৪ ভোট (২৭.৫৬ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী নিহার ভক্ত পেয়েছেন ৪৭,৫০৯ ভোট (২০.৪৯ শতাংশ)। 

WB Election Result LIVE: টালিগঞ্জে ৫০,০৮০ ভোটে জিতেছেন অরূপ বিশ্বাস

তৃণমূলের অপর হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস টালিগঞ্জ বিধানসভায় ৫০ হাজার ৮০ ভোটে জিতেছেন। অরূপ বিশ্বাস মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ১,৪৪০ টি। যা টালিগঞ্জ কেন্দ্রের মোট ভোটের ৫১.৪ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির বাবুল সুপ্রিয় পেয়েছেন ৫১,৩৬০ ভোট (২৬.০২ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ পেয়েছেন ৪০,৫৯৭ ভোট (২০.৫৭ শতাংশ)।

WB Election Result LIVE: বালিগঞ্জে ৭০ শতাংশের বেশি ভোট পেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়

বালিগঞ্জ কেন্দ্রে ৭৫, ৩৫৯ ভোটের বিপুল মার্জিনে জিতেছেন সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূলের এই হেভিওয়েট নেতা পেয়েছেন ১ লক্ষ ৬,৫৮৫ ভোট। যা বালিগঞ্জ কেন্দ্রের মোট ভোটের ৭০.৬ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী  বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন ৩১,২২৬ (২০.৬৮ শতাংশ) ভোট। তৃতীয় স্থানে থাকা সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম পেয়েছেন ৮,৪৭৪ ভোট (৫.৬১ শতাংশ)।

WB Election Result LIVE: রেকর্ড ৭৫ হাজারের বেশি ভোটে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী সুব্রত মুখোপাধ্যায়

রেকর্ড ৭৫ হাজারের বেশি ভোটে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়।

Election Result 2021 LIVE:  নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, ১৯৫৩ ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী 

নন্দীগ্রামে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়, ১৯৫৩ ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলনেত্রী বললেন, ‘নন্দীগ্রামের রায় মাথা পেতে নিচ্ছি। নন্দীগ্রামে যা হয়েছে ভুলে যান।’ সংবাদসংস্থা ANI একসময় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১২০০ ভোটের ব্যবধানে। পরে সময় আর একটু গড়াতে জানা যায়, হেরে গিয়েছেন তিনি। ১৯৫৩ ভোটের ব্যবধানে। 

WB Election Result LIVE: রতুয়ায় জয়ী তৃণমূল, গাজোলে জয়ী বিজেপি

মালদার রতুয়ায় জয়ী তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়। মালদার গাজোলে জয়ী বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন

Election Result 2021 LIVE: বিধাননগরে জয়ী তৃণমূল প্রার্থী সুজিত বসু

বিধাননগরে ৭ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সুজিত বসু। স্বরূপনগরে তৃণমূল প্রার্থী বীণা মণ্ডল জয়ী ৩৪ হাজারের বেশি ভোটে।

WB Election Result LIVE: বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূলের পরেশ পাল

বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূলের পরেশ পাল

Election Result 2021 LIVE: জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূলের বিবেক গুপ্ত জয়ী ২ হাজার ৬৬৬ ভোটে

জোড়াসাঁকো কেন্দ্রে তৃণমূলের বিবেক গুপ্ত জয়ী ২ হাজার ৬৬৬ ভোটে

WB Election Result LIVE: রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জয়ী ২১ হাজারের বেশি ভোটে

রাসবিহারী কেন্দ্রে দেবাশিস কুমার জয়ী ২১ হাজারের বেশি ভোটে

Election Result 2021 LIVE: হাবড়ায় ৩ হাজার ৮৪১ ভোটে জয়ী জ্যোতিপ্রিয় মল্লিক

হাবড়ায় ৩ হাজার ৮৪১ ভোটে জয়ী জ্যোতিপ্রিয় মল্লিক

WB Election Result LIVE: রাজারহাট-গোপালপুরে জয়ী তৃণমূলের অদিতি মুন্সি, হারলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য

রাজারহাট-গোপালপুরে হারলেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। ২৪ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূলের অদিতি মুন্সি

Election Result 2021 LIVE: নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্র থেকে জয়ী

 


নয়না বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গী কেন্দ্র থেকে ৪৫ হাজারেরও বেশি ভোটে জয়ী

WB Election Result LIVE: টালিগঞ্জ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস

টালিগঞ্জ কেন্দ্রে ৫০,০১৪ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে হারালেন জয়ী তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস।

Election Result 2021 LIVE: চুঁচুড়ায় হারলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়

চুঁচুড়ায় হারলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। জয়ী তৃণমূলের অসিত মজুমদার

WB Election Result LIVE: উত্তরপাড়ায় জয়ী তৃণমূলের কাঞ্চন, শ্রীরামপুরে জয়ী তৃণমূলের সুদীপ্ত

উত্তরপাড়ায় প্রবীর ঘোষালকে হারিয়ে জয়ী তৃণমূলের কাঞ্চন মল্লিক। শ্রীরামপুরে জয়ী তৃণমূলের সুদীপ্ত রায়

Election Result 2021 LIVE: ভবানীপুরে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

ভবানীপুরে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপির রুদ্রনীল ঘোষকে হারালেন ২৯ হাজারের বেশি ভোটে

WB Election Result LIVE: এন্টালিতে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা জিতলেন ৫৮ হাজারেরও বেশি ভোটে

এন্টালিতে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা জিতলেন ৫৮ হাজারেরও বেশি ভোটে

Election Result 2021 LIVE: পাণ্ডবেশ্বরে হারলেন বিজেপির জিতেন্দ্র তিওয়ারি

পাণ্ডবেশ্বরে হারলেন বিজেপির জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তী জয়ী ২ হাজার ৫০০ ভোটে

WB Election Result LIVE: আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল

আসানসোল দক্ষিণে পরাজিত তৃণমূলের সায়নী ঘোষ। জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

Election Result 2021 LIVE: আরামবাগে জয়ী বিজেপি প্রার্থী মধুসূদন বাগ

আরামবাগে পরাজিত তৃণমূলের সুজাতা মণ্ডল। ৭ হাজার ৬৩৭ ভোটে জয়ী বিজেপি প্রার্থী মধুসূদন বাগ

Election Result 2021 LIVE: গোসাবার তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর জয়ী

গোসাবার তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর ২৩ হাজারের বেশি ভোটে জয়ী

WB Election Result LIVE: গোয়ালপোখর, মেখলিগঞ্জ, মালে জয়ী তৃণমূল, মাথাভাঙা, শীতলকুচিতে জয়ী বিজেপি

মালের তৃণমূল প্রার্থী বুলুচিক বরাইক ৪ হাজার ভোটে জয়ী।  গোয়ালপোখরে তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি ৭৬ হাজার ভোটে জয়ী। মেখলিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী। মাথাভাঙায় জয়ী বিজেপি প্রার্থী সুশীল বর্মন। শীতলকুচিতে জয়ী বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন। 

Election Result 2021 LIVE: চন্দ্রকোণা, জগৎবল্লভপুর, আমতায় জয়ী তৃণমূল

চন্দ্রকোণায় তৃণমূল প্রার্থী অরূপ ধাড়া জয়ী। জগৎবল্লভপুরে ২৯ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সীতানাথ ঘোষ। আমতায় তৃণমূল প্রার্থী সুকান্ত পাল ২৬ হাজারেরও বেশি ভোটে জয়ী। 

WB Election Result LIVE: নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, ১২০০ ভোটে জয়ী তৃণমূলনেত্রী

নন্দীগ্রামে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়, ১২০০ ভোটে জয়ী তৃণমূলনেত্রী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপির শুভেন্দু অধিকারীকে তিনি হারিয়ে দিয়েছেন। 

Election Result 2021 LIVE: রায়দিঘিতে হারলেন কান্তি গঙ্গোপাধ্যায়

রায়দিঘিতে হারলেন কান্তি গঙ্গোপাধ্যায়। জয়ী তৃণমূল প্রার্থী অলোক জলদাতা

WB Election Result LIVE: সাঁইথিয়া, কাকদ্বীপে জয়ী তৃণমূল, দুবরাজপুরে বিজেপি

সাঁইথিয়ায় তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী। দুবরাজপুরে বিজেপি প্রার্থী অনুপ সাহা জয়ী। কাকদ্বীপে জয়ী তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা। 

Election Result 2021 LIVE: শালবনিতে হারলেন সুশান্ত ঘোষ

শালবনিতে হারলেন সুশান্ত ঘোষ। তৃণমূলের শ্রীকান্ত মাহাতো জয়ী ৩২ হাজারেরও বেশি ভোটে

WB Election Result LIVE: সোনারপুর দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র

সোনারপুর দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র

Election Result 2021 LIVE: রানাঘাট দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী

রানাঘাট দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। ১৬ হাজারেরও বেশি ভোটে জয়ী মুকুটমণি।

WB Election Result LIVE: সিউড়িতে তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী ৭ হাজার ২৭০ ভোটে জয়ী

সিউড়িতে তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরী ৭ হাজার ২৭০ ভোটে জয়ী

Election Result 2021 LIVE: বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী

বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত ২৩ হাজারেরও বেশি ভোটে জয়ী

WB Election Result LIVE: বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারি ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী

বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারি ৭৫ হাজারের বেশি ভোটে জয়ী

Election Result 2021 LIVE: কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ জয়ী

কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ জয়ী। ৩৪ হাজারেরও বেশি ভোটে জয়ী অতীন ঘোষ

WB Election Result LIVE: কসবা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জাভেদ খান

কসবা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জাভেদ খান। ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়ী জাভেদ

Election Result 2021 LIVE: মালতীপুর, হরিশ্চন্দ্রপুরে জয়ী তৃণমূল, মালদায় জয়ী বিজেপি

মালতীপুরে তৃণমূল প্রার্থী রহিম বক্সি ৪০ হাজার ভোটে জয়ী। হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন ৪০ হাজারের বেশি ভোটে জয়ী। মালদায় বিজেপি প্রার্থী গোপাল সাহা ৫০ হাজারের বেশি ভোটে জয়ী।

WB Election Result LIVE: সুজাপুরে জয়ী তৃণমূল প্রার্থী আব্দুল গনি

সুজাপুরে তৃণমূল প্রার্থী আব্দুল গনি ১ লক্ষের বেশি ভোটে জয়ী

Election Result 2021 LIVE: মোথাবাড়িতে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন জয়ী

মোথাবাড়িতে তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন জয়ী। ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন

WB Election Result LIVE: চাঁচলে তৃণমূল প্রার্থী নীহার ঘোষ ৭০ হাজার ভোটে জয়ী

চাঁচলে তৃণমূল প্রার্থী নীহার ঘোষ ৭০ হাজার ভোটে জয়ী

Election Result 2021 LIVE: রানিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়

রানিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়

WB Election Result LIVE: খড়গপুর সদরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়

খড়গপুর সদরে জয়ী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। ৩ হাজার ১২১ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে

Election Result 2021 LIVE: উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায়

উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায়। ২৯ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী 

WB Election Result LIVE: হাওড়ার শ্যামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল

হাওড়ার শ্যামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল ৩১ হাজার ৫১৪ ভোটে

Election Result 2021 LIVE: ইংরেজবাজারে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী

ইংরেজবাজারে পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরীর কাছে হার  কৃষ্ণেন্দুনারায়ণের। 

WB Election Result LIVE: ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি

ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি। ২৬ হাজার ৩৭৪ ভোটে জয়ী আইএসএফ প্রার্থী

Election Result 2021 LIVE: ইটাহারে জয়ী তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন

ইটাহারে জয়ী মোশারফ হোসেন ৪০ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।

WB Election Result LIVE: সাগরে তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা, বিনপুরে তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা জয়ী

সাগরে তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা জয়ী।  বিনপুরে তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা ৩৯ হাজার ৫৭৩ ভোটে জয়ী। 

Election Result 2021 LIVE: সিঙ্গুরে ২৫ হাজার ৯৩৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বেচারাম মান্না

সিঙ্গুরে বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়ে জয়ী বেচারাম মান্না। ২৫ হাজার ৯৩৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী।

Election Result 2021 LIVE: হাওড়া উত্তরে ৫ হাজার ৬৮১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী

হাওড়া উত্তরে ৫ হাজার ৬৮১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী

WB Election Result LIVE: ১৪ রাউন্ডের শেষে ৩ হাজার ১৩২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে এগিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৪ রাউন্ডের শেষে বিজেপির শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ১৩২ ভোটে এগিয়ে তৃণমূল নেত্রী


 

Election Result 2021 LIVE: বজবজে জয়ী তৃণমূল প্রার্থী অশোক দেব

বজবজে তৃণমূল প্রার্থী অশোক দেব ১৪ হাজারেরও বেশি ভোটে জয়ী

WB Election Result LIVE: বারাবনি কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়

বারাবনি কেন্দ্রে জয়ী তৃণমূল। ২২ হাজার ৫০০ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়।

Election Result 2021 LIVE: জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ

জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিংহ। ৭৭৬৯ ভোটে হারালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে।

WB Election Result LIVE: উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী বিদেশ বসু

উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বিদেশ বসু। বিজেপি প্রার্থীকে হারালেন ১৭ হাজার ২১২ ভোটে। 

Election Result 2021 LIVE: কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার

কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় পোদ্দার। ৮০০ ভোটে হারালেন তৃণমূল প্রার্থীকে।

WB Election Result LIVE: হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি

হাওড়ার শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। ৩২ হাজার ৩৩৯ ভোটে জয়ী মনোজ তিওয়ারি। 

Election Result 2021 LIVE: উদয়নারায়ণপুরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী সমীর পাঁজা

উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। ১৪ হাজার ৩১১ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সমীর পাঁজা

WB Election Result LIVE: প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন কারা? এক ঝলকে

জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী,  তৃণমূলের যে সকল প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ব্যবধান বাড়িয়ে নিয়েছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য --- সুজিত বসু, জাভেদ খান, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্য়ায়, বেচারাম মান্না, শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, হুমায়ুন কবীর, শশী পাঁজা, দেবব্রত মজুমদার, মলয় ঘটক। 


বাঁকুড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা
চৌরঙ্গিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় 
কাশীপুর বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ 
টালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস
ডেবরায় এগিয়ে তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
বিধাননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজিত বসু 
রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি
রাজারহাট-নিউটাউনে এগিয়ে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়
রাসবিহারীতে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার
কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে
আসানসোল দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ
চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন
কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম
যাদবপুরের এগিয়ে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার
সিঙ্গুরে এগিয়ে তৃণমূল প্রার্থী বেচারাম মান্না
বারুইপুর পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়
ভবানীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টেপোধ্যায়
এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা 
পানিহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ
রামপুরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়
কসবায় এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ খান
খড়দায় এগিয়ে তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিন্হা

Election Result 2021 LIVE: নন্দীগ্রামে ষষ্ঠ রাউন্ড শেষে ৭ হাজার ২৩৭ ভোটে পিছিয়ে মমতা

জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা। ষষ্ঠ রাউন্ড শেষে ৭ হাজার ২৩৭ ভোটে পিছিয়ে মমতা। 

WB Election Result LIVE: নন্দীগ্রামে পঞ্চম রাউন্ড শেষে ৩ হাজার ৬৮৬ ভোটে এগিয়ে শুভেন্দু

জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা। পঞ্চম রাউন্ড শেষে ৩ হাজার ৬৮৬ ভোটে এগিয়ে শুভেন্দু

Election Result 2021 LIVE: কলকাতা বন্দরে ৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে ফিরহাদ, মানিকতলায় এগিয়ে সাধন পাণ্ডে

জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, মানিকতলায় এগিয়ে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তৃতীয় রাউন্ড শেষে ৩ হাজার ৭৩ ভোটে এগিয়ে। কলকাতা বন্দরে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ষষ্ঠ রাউন্ড শেষে ৩৩ হাজারের বেশি ভোটে এগিয়ে ফিরহাদ। 

WB Election Result LIVE: বরানগরে পিছিয়ে পার্নো মিত্র, রাসবিহারীতে এগিয়ে দেবাশিস কুমার

জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, বরানগরে পিছিয়ে বিজেপি প্রার্থী পার্নো মিত্র। রাসবিহারীতে ৩২০ ভোটে এগিয়ে দেবাশিস কুমার। 

Election Result 2021 LIVE: পানিহাটিতে এগিয়ে নির্মল ঘোষ, কাশীপুর-বেলগাছিয়ায় অতীন

জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, পানিহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ। কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ

WB Election Result LIVE: ডেবরায় এগিয়ে হুমায়ুন কবীর, পিছিয়ে ভারতী ঘোষ

জোরকদমে চলছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। ডেবরায় এগিয়ে হুমায়ুন কবীর, পিছিয়ে ভারতী ঘোষ। 

Election Result 2021 LIVE: বিধাননগরে এগিয়ে সব্যসাচী, পিছিয়ে সুজিত 

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী,  দমদম উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু। বিধাননগরে এগিয়ে সব্যসাচী, পিছিয়ে সুজিত। বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। ডেবরায় এগিয়ে হুমায়ুন কবীর, পিছিয়ে ভারতী ঘোষ। 

WB Election Result LIVE: বারাসাতে এগিয়ে চিরঞ্জিত্‍, বালিতে পিছিয়ে বৈশালী

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, আসানসোল দক্ষিণে পিছিয়ে সায়নী ঘোষ, এগিয়ে অগ্নিমিত্রা পাল। রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূলের অদিতি মুন্সি। বারাসাতে এগিয়ে তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী। বালিতে পিছিয়ে বৈশালী ডালমিয়া। 

Election Result 2021 LIVE: বেহালা পশ্চিমে এগিয়ে পার্থ, টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, বীজপুরে পিছিয়ে শুভ্রাংশু

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, বেহালা পশ্চিমে এগিয়ে পার্থ চট্টোপাধ্যায়। টালিগঞ্জে এগিয়ে অরূপ বিশ্বাস, পিছিয়ে বাবুল সুপ্রিয়। কাশীপুর-বেলগাছিয়ায় এগিয়ে অতীন ঘোষ। বীজপুরে পিছিয়ে শুভ্রাংশু রায়। 

WB Election Result LIVE: শ্যামপুকুরে এগিয়ে শশী পাঁজা, চণ্ডীপুরে সোহম, চন্দননগরে ইন্দ্রনীল

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, শ্যামপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী। শ্যামপুকুরে এগিয়ে তৃণমূল প্রার্থী শশী পাঁজা। চণ্ডীপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। চন্দননগরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। 

Election Result 2021 LIVE: মেদিনীপুর সদরে এগিয়ে তৃণমূলের জুন মালিয়া, খড়গপুর সদরে এগিয়ে বিজেপির হিরণ

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, মেদিনীপুর সদরে এগিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া। খড়গপুর সদরে এগিয়ে বিজেপি প্রার্থী হিরণ।

WB Election Result LIVE: পিছিয়ে যশ, এগিয়ে সুজিত

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, হুগলির চণ্ডীতলায় এগিয়ে তৃণমূল, পিছিয়ে যশ দাশগুপ্ত। বিধাননগরে এগিয়ে সুজিত বসু। ক্যানিং পূর্বে পিছিয়ে তৃণমূলের শওকত মোল্লা, এগিয়ে আইএসএফ। 

Election Result 2021 LIVE: রাজারহাট-গোপালপুরে এগিয়ে অদিতি, এন্টালিতে স্বর্ণকমল, ইংরেজবাজারে কৃষ্ণেন্দু

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, রাজারহাট-গোপালপুরে এগিয়ে তৃণমূলের অদিতি মুন্সি। ইংরেজবাজারে এগিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এন্টালিতে এগিয়ে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। 

WB Election Result LIVE: এগিয়ে মদন, জ্যোতিপ্রিয়, পিছিয়ে ঐশী ঘোষ 

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কামারহাটিতে এগিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্র। জামুড়িয়ায় ঐশী ঘোষ পিছিয়ে, এগিয়ে তৃণমূল। হাবড়ায় এগিয়ে তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। 

Election Result 2021 LIVE: যাদবপুরে এগিয়ে দেবব্রত, জোড়াসাঁকোয় এগিয়ে মীনাদেবী, আসানসোল উত্তরে পিছিয়ে মলয় ঘটক

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। জোড়াসাঁকোয় এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। আসানসোল উত্তরে পিছিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক। 

Election Result 2021 LIVE: পিছিয়ে সব্যসাচী দত্ত, এগিয়ে জাভেদ খান

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, কসবা কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী জাভেদ খান। পিছিয়ে বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত।

WB Election Results 2021 Live: কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল রায়

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, প্রথম রাউন্ডের শেষে কৃষ্ণনগর উত্তরে এগিয়ে মুকুল রায় প্রায় ১৫০০ ভোটে

Election Result 2021 LIVE: নন্দীগ্রামে ৮২০৬ ভোটে এগিয়ে শুভেন্দু

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, তৃতীয় রাউন্ডের শেষে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে ৮২০৬ ভোটে এগিয়ে শুভেন্দু

WB Election Result LIVE: সিঙ্গুরে এগিয়ে বেচারাম, ব্যারাকপুরে এগিয়ে রাজ 

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, সিঙ্গুরে এগিয়ে বেচারাম মান্না, ব্যারাকপুরে এগিয়ে রাজ চক্রবর্তী

Election Result 2021 LIVE: রাসবিহারীতে পিছিয়ে দেবাশিস, চৌরঙ্গীতে এগিয়ে নয়না

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, রাসবিহারীতে পিছিয়ে দেবাশিস কুমার, চৌরঙ্গীতে এগিয়ে নয়না বন্দ্যোপাধ্যায়

WB Election Results 2021: পাণ্ডবেশ্বরে এগিয়ে জিতেন্দ্র, উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন

শুরু হয়েছে ভোট গণনা। এখনও পর্যন্ত মেলা গণনার খবর অনুযায়ী, পাণ্ডবেশ্বরে এগিয়ে জিতেন্দ্র, উত্তরপাড়ায় এগিয়ে কাঞ্চন

Election Result 2021 LIVE: দ্বিতীয় রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে ৩৪৬০ ভোটে এগিয়ে শুভেন্দু

শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, দ্বিতীয় রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে ৩৪৬০ ভোটে এগিয়ে শুভেন্দু

WB Election Results 2021: প্রথম রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু

শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, নন্দীগ্রামে প্রথম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে, পিছিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়

Assembly Election Results 2021: প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে  তৃণমূল প্রার্থী শোভনদেব

শুরু হয়েছে ভোট গণনা। প্রাথমিকভাবে মেলা গণনার খবর অনুযায়ী, ভবানীপুরে  প্রথম রাউন্ড গণনার শেষে এগিয়ে  তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

Assembly Election Results 2021: তারকেশ্বরে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত

শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, তারকেশ্বরে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।

Bengal Election Results 2021: ডোমজুড়ে পিছিয়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্য়ায়

শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, ডোমজুড়ে পিছিয়ে বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্য়ায়।

Assembly Election Results 2021: ভাটপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী পবন সিংহ

শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, ভাটপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী পবন সিংহ

Bengal Election Results 2021: সবংয়ে এগিয়ে মানস ভুইঞাঁ

শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, সবংয়ে এগিয়ে মানস ভুইঞাঁ।

Assembly Election Results 2021: পোস্টাল ব্যালটের গণনায় বন্দরে এগিয়ে ফিরহাদ

শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, কলকাতা বন্দরে এগিয়ে ফিরহাদ হাকিম

Bengal Election Results 2021: পোস্টাল ব্য়ালটের গণনায় আসানসোল উত্তরে এগিয়ে মলয় ঘটক

শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, আসানসোল উত্তর আসনে এগিয়ে মলয় ঘটক। 

Assembly Election Results 2021: পোস্টাল ব্যালটের গণনায় বালিগঞ্জ আসনে এগিয়ে সুব্রত

শুরু হয়েছে ভোট গণনা। প্রথমে খোলা হয়েছে পোস্টাল ব্যালট। প্রাথমিকভাবে মেলা পোস্টাল ব্যালট গণনার খবর অনুযায়ী, বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়

Assembly Election Results 2021: আমার কেন টেনসন হবে? বললেন বাবুল

ফলাফল নিয়ে কোনও টেনসন হচ্ছে না, জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। বললেন, আমার কেন টেনসন হবে? টেনসন তো অরূপবাবু(বিশ্বাস)-র হওয়া উচিত। কোনও কাজ করেননি। 

Bengal Election Results 2021: আমি জিতছি, আমার নেত্রীও জিতছেন, বললেন প্রত্যয়ী শোভনদেব

আমি জিতছি, আমার নেত্রীও জিতছেন। গণনা শুরুর আগে এমনটাই দাবি করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

Assembly Election Results 2021: জয় নিয়ে নিশ্চিত ফিরহাদ

জয় নিয়ে নিশ্চিত, কিন্তু সেটা শুধু আনন্দের হবে না, তার সঙ্গে এবার জড়িয়ে থাকবে অনেক দায়িত্ব। কোভিড পরিস্থিতিতে আবার শূন্য থেকে শুরু করতে হবে, বললেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।

Bengal Election Results 2021: জয় নিয়ে আশাবাদী রাসবিহারীর তৃণমূল প্রার্থী

নিজের জয় নিয়ে আশাবাদী দেবাশিস কুমার। তিনি বললেন, রাসবিহারী কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জিতবেন।

Assembly Election Results 2021: শেষ হাসি হাসবে কারা?

বাংলার মসনদে এবার কে? তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল? নাকি, বাংলায় প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? শেষ হাসি হাসবে কারা? বঙ্গ রাজনীতির আন্দরে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন!! এই অবস্থায় রবিবার হাইভোল্টেজ বঙ্গভোটের ফলঘোষণা

প্রেক্ষাপট

বাংলার মসনদে এবার কে? তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল? নাকি, বাংলায় প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? শেষ হাসি হাসবে কারা? 


বঙ্গ রাজনীতির আন্দরে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন!! এই অবস্থায় রবিবার হাইভোল্টেজ বঙ্গভোটের ফলঘোষণা। তার আগে, গণনাকেন্দ্রগুলিতে প্রস্তুতি প্রায় শেষ।


করোনাকালে ভোটগণনা, তাই কোভিডবিধি মেনেই ব্যবস্থা করা হয়েছে।


আর কয়েক ঘণ্টায় রেজাল্ট আউট। রাজ্য বিধানসভা নির্বাচনের ভোটগণণনা। প্রস্তুতি চূড়ান্ত নির্বাচন কমিশনের। প্রতিটি ভোটগণনাকেন্দ্রেই করা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। 


প্রথম স্তরে নিরাপত্তারক্ষীদের কাছে পরিয়চপত্র দেখাতে হবে গণনাকর্মীদের। দ্বিতীয় স্তরে গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রাজ্য সশস্ত্র পুলিশ। এবং তৃতীয় ও শেষ স্তরে নিরাপত্তার দায়িতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। 


আজ ভোট গণনা। সেজে উঠেছে বিভিন্ন গণনা কেন্দ্র। কোভিড-বিধি মেনে হয়েছে গণনা প্রস্তুতি। 


২৯২ বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা। সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু। রাজ্যে মোট গণনাকেন্দ্র ১০৮। প্রথমে পোস্টাল ব্যালট, সাধারণ ব্যালটে গণনা। সকাল সাড়ে ৮টা থেকে শুরু ইভিএমের গণনা। 


প্রার্থী-মৃত্যুর জেরে ভোট হয়নি ২ কেন্দ্রে। মুর্শিদাবাদের দুই কেন্দ্রে ভোট ১৬ মে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ফল ঘোষণা ১৯ মে। 


গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা। নিরাপত্তায় মোতায়েন ২৪২ কোম্পানি বাহিনী। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.