AITC Winners LIVE Updates: কোন আসনে কত ভোট পেলেন তৃণমূলের হেভিওয়েটরা, জয়ের ব্যবধানই ঠিক কত, রইল বিস্তারিত

AITC WB Election Winners List LIVE Updates: রেকর্ড ৭৫ হাজারের বেশি ভোটে বালিগঞ্জ কেন্দ্রে জয়ী সুব্রত মুখোপাধ্যায়

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 May 2021 12:46 AM

প্রেক্ষাপট

বাংলার মসনদে এবার কে? তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল? নাকি, বাংলায় প্রথমবারের জন্য ফুটবে পদ্ম? শেষ হাসি হাসবে কারা? বঙ্গ রাজনীতির আন্দরে এখন ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন!! এই...More

WB Election Result LIVE: বিধাননগর কেন্দ্রে ৭,৯৯৭ ভোটে জিতেছেন সুজিত বসু

বিধাননগর কেন্দ্রে ৭,৯৯৭ ভোটে জিতেছেন সুজিত বসু। তৃণমূলের হেভিওয়েট এই প্রার্থী পেয়েছেন ৭৫,৯১২ ভোট। যা ওই কেন্দ্রের মোট ভোট শতাংশের ৪৬.৮৫ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সব্যসাচী দত্ত পেয়েছেন ৬৭,৯১৫ ভোট (৪১.৯১ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১২,৮২১ ভোট (৭.৯১ শতাংশ)।