ABP CVoter WB Lok Sabha Election 2024 Exit Poll : বিজেপি একক ক্ষমতায় ৩১৫টি আসন পেতে পারে, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭৪টি : C VOTER সমীক্ষা
Cvoter Exit Poll Live Updates: শেষ হয়েছে ভোটগ্রহণ। রাজ্যে কার দখলে যেতে পারে ক'টা আসন? রইল এক্সিট পোল লাইভ।
NEWS 18POLL HUB এর সমীক্ষা অনুযায়ী, ১৮ থেকে ২১টি আসন পেতে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, এই সমীক্ষাতেও ইঙ্গিত আগের বারের থেকে অল্প হলেও কম আসন পাবে রাজ্যের শাসক দল। বিজেপি পেতে পারে ২১ থেকে ২৪টি আসন এবং বাম-কংগ্রেসের ঝুলিতে শূন্য।
বিজেপি একক ক্ষমতায় ৩১৫টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ৭৪টি। বলছে C VOTER-এর বুথ ফেরত সমীক্ষা।
CNX-এর সমীক্ষা বলছে, তৃণমূল কংগ্রেস জিততে পারে ১৪ থেকে ১৮টি আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে ২২ থেকে ২৬টি আসন এবং কংগ্রেস জিততে পারে ১ থেকে ২টি আসনে।
PEOPLES INSIGHT, POLSTRAT-এর সমীক্ষা অনুযায়ী রাজ্যে ২৪টি আসন পেতে পারে তৃণমূল। ১৭টি আসন পেতে পারে বিজেপি এবং কংগ্রেসের ঝুলিতে আসতে পারে মাত্র ১টি আসন।
MATRIZE-এর সমীক্ষা অনুযায়ী, ৩৫৩ থেকে ৩৬৮টি আসন পেতে পারে NDA। I.N.D.I.A ব্লক পেতে পারে ১১৮ থেকে ১৩৩টি আসন। অন্যান্যদের ঝুলিতে যেতে পারে ৪৩ থেকে ৪৮টি আসন।
News Nation-এর সমীক্ষা অনুযায়ী দেশজুড়ে ৩৪২টি থেকে ৩৭৮টি আসন পেতে পারে বিজেপি। I.N.D.I.A ব্লক পেতে পারে ১৫৩-১৬৯টি আসন। অন্যান্য পেতে পারে ২১-২৩টি আসন।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। সেবার এই ওপিনিয়ন পোলে গেরুয়া শিবিরের ২০টি আসন পাওয়ার কথা বলা হয়েছিল। অর্থাৎ, মাত্র ২টি আসন এদিক ওদিক হয়।
এরাজ্যে তৃণমূল পেতে পারে ৪১.৫ শতাংশ ভোট। ৪২.৫ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। ১৩.২ শতাংশ বাম ও কংগ্রেস জোট এবং অন্যান্যরা ২.৮ শতাংশ।
এ রাজ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি , তৃণমূল- ১৩-১৭ এবং বাম-কংগ্রেস জোট- ১-৩ আসন। বলছে সি ভোটার সমীক্ষা।
সাত-সাত দফার মহাযুদ্ধের শেষে, মানুষের হৃদয়-সিংহাসনে কে বসলেন, সেটা তো বোঝা যাবে আগামী মঙ্গলবার। তার আগে, জনমতের একটা আভাস পেতে, আপনাদের সামনে আজ রাখব সি ভোটারের এক্সিট পোল।
সংঘর্ষ, বোমাবাজি, মারধর। ভোটের শেষ দফাতেও দিকে দিকে অশান্তি। আক্রান্ত ভোটার। ঝরল রক্ত। বিক্ষোভের মুখে প্রার্থীরাও। কিন্তু, শেষ হাসি কারা হাসবেন ? জানতে চোখ রাখুন এক্সিট পোলে।
মোদির আশ্বাস, নাকি মমতাতেই আস্থা ? কতটা লড়াই দিতে পারল বাম-কংগ্রেস ? দেখুন বুথ ফেরত সমীক্ষার ফলাফল...
শেষ দফার ভোটেও সন্ত্রস্ত সন্দেশখালি। শাহজাহানের খাসতালুকেই মার খেল তৃণমূল। মাথা ফাটল বিজেপি কর্মীর। ক্যাম্প অফিস ভাঙচুর। বসিরহাটে কি জয় ছিনিয়ে নিতে পারবেন বিজেপির বাজি রেখা পাত্র ? কী বলছে বুথ ফেরত সমীক্ষার ফল ?
দফায় দফায় তপ্ত সন্দেশখালি। ভোটারদের বাধা, বিজেপির ওপর হামলার অভিযোগ। বচসা-ধস্তাধস্তি.....লাঠিচার্জ পুলিশের। কী ফল হবে এই বসিরহাট কেন্দ্রে ? জানতে চোখ রাখুন সন্ধে ৭টার Exit Poll-এ।
শেষ দফার ভোটেও দিকে দিকে অশান্তি। সংঘর্ষ, বোমাবাজি থেকে মারধর। বিক্ষোভের মুখে প্রার্থীরা। আক্রান্ত ভোটারও। গণতন্ত্রের উৎসবের শেষ লগ্নেও ঝরল রক্ত।
দেশে কার কত আসন পাওয়ার সম্ভাবনা? কী হতে পারে রাজ্যের ৪২ আসনে? কী বলছে EXIT POLL? দেখুন সন্ধে ৭টায়
প্রেক্ষাপট
কলকাতা : সপ্তম ও শেষ দফায় আজ ভোট হল তৃণমূলের শক্ত ঘাঁটিতে। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ডহারবার, মথুরাপুর, যাদবপুর, ৩ জেলার ৯টি লোকসভা কেন্দ্রের সবকটি বিধানসভাই একুশের ভোটে তৃণমূল দখল করেছিল। এর মধ্যে বরানগরের বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ায় একইসঙ্গে বরানগর বিধানসভাতেও আজ উপনির্বাচন হয়। পাশাপাশি, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা-দুর্নীতি মামলায় জেলবন্দি।
আজ পশ্চিমবঙ্গের ৯টি আসনে ভোটগ্রহণ হল। কেন্দ্রগুলি হল- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাত ও দমদম। এই নয় আসনে ১২৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয় এদিন।
এই ১২৪ জন প্রার্থীর মধ্যে সবথেকে বেশি প্রার্থী ছিল কলকাতা দক্ষিণে, ১৭ জন। এরপর যাদবপুরে ১৬, কলকাতা উত্তর ও বসিরহাটে ১৫ জন করে প্রার্থী আছেন। দমদমে প্রার্থী রয়েছেন ১৪ জন, মথুরাপুর ও ডায়মন্ড হারবারে ১২ জন করে । সবথেকে কম প্রার্থী রয়েছে জয়নগরে, ১১ জন। ২০১৯ সালে এই ৯টি আসনেই জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থীরা।
রাজ্যে ভোট-নিরাপত্তা
সপ্তম দফায় মোট ১৭ হাজার ৪৭০ বুথে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ছিল ৩ হাজার ৭৪৮টি। মোট ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। শেষ দফার ভোটে কলকাতায় বাড়তি নজরদারি দেওয়া হয়। কলকাতার ৭২টি বহুতল থেকে নজরদারি চালায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই দফার ৯ কেন্দ্রে ১ হাজার ৯৫৮ কিউআরটি ছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -