West Bengal Live Update: কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা

West Bengal Live News Update: বাংলার সব খবরের আপডেট।

ABP Ananda Last Updated: 05 Jun 2024 11:33 PM

প্রেক্ষাপট

West Bengal Election Result: মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। উনিশের থেকেও শক্তি বাড়িয়ে ২৯ তৃণমূল। বিজেপি ১২। সিপিএম শূন্য। মালদা দক্ষিণে কংগ্রেসের একা কুম্ভ রক্ষা ঈশা খান চৌধুরীর। PM Modi: মোদি-শাহের অহঙ্কার...More

West Bengal Live News:ফের উত্তপ্ত ময়নার বাকচা

তমলুক লোকসভা আসনে বিজেপি জয়ী হওয়ার পরেই ফের উত্তপ্ত ময়নার বাকচা। ভরা বাজারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বাকচার চাবুকিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী পঙ্কজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরুয়া শিবিরের আদি-নব্যের লড়াই, হামলা-যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।