West Bengal Live Update: কালীঘাটে দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন মমতা
West Bengal Live News Update: বাংলার সব খবরের আপডেট।
তমলুক লোকসভা আসনে বিজেপি জয়ী হওয়ার পরেই ফের উত্তপ্ত ময়নার বাকচা। ভরা বাজারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বাকচার চাবুকিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী পঙ্কজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরুয়া শিবিরের আদি-নব্যের লড়াই, হামলা-যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।
নন্দীগ্রামে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে জখম ৩ জন, দাবি পুলিশের। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ভর্তি ১। বোমা বাঁধার সময় বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ, দাবি তৃণমূলের। বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের নেপথ্যে তৃণমূল, পাল্টা বিজেপি। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি বিজেপির। ঘটনাস্থলে মোতায়েন পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।
বিপুল সাফল্যের পর দলের নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডাকলেন তৃণমূলনেত্রী। শনিবার বিকেল চারটেয় কালীঘাটে দলের নবনির্বাচিত প্রার্থীদের সঙ্গে বৈঠক । সংসদে দলের রণনীতি কী হবে? সেবিষয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি পার্টি অফিস ভাঙচুর। বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে পাত্রসায়রে বিজেপি পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির দাবি, এভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি তৃণমূলের।
আজ ফলহারিণী কালীপুজো। দক্ষিণেশ্বরে সন্ধে থেকেই চলছে অনুষ্ঠান। সন্ধেয় আরতির পর রাতে হবে বিশেষ পুজো। আলোর মালায় সেজে উঠেছে গোটা দক্ষিণেশ্বর।
তমলুক লোকসভা আসেন বিজেপি জয়ী হওয়ার পরেই ফের উত্তপ্ত ময়নার বাকচা। ভরা বাজারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বাকচার চাবুকিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী পঙ্কজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরুয়া শিবিরের আদি-নব্যের লড়াই, হামলা-যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।
শিয়ালদা স্টেশনে (Sealdah Station) ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম আগামীকাল মধ্যরাত থেকে বন্ধ। রবিবার দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে এই কয়েকটি প্ল্যাটফর্ম। স্টেশনের বাকি ১৬টি প্ল্যাটফর্মে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। অতিরিক্ত বাস পরিষেবার জন্য রাজ্যকে আর্জি রেলের (Indian Railway)।জুলাই মাস থেকে শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে যাতায়াত করবে ১২ কামরার ট্রেন। তার জন্য প্ল্যাটফর্মগুলিকে উপযোগী করে তোলা হবে এই সময়ের মধ্যে। ৪টি দূরপাল্লার ট্রেন এই সময়ে শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। শিয়ালদা-অজমেঢ় এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, বালুরঘাট এক্সপ্রেস ছাড়বে কলকাতা স্টেশন থেকে। আসানসোল এক্সপ্রেসও শিয়ালদার পরিবর্তে ছাড়বে কলকাতা স্টেশন থেকে। স্টেশন বদলে গেলেও প্রতিটি ট্রেনের ছাড়ার সময় একই থাকছে। বেশ কিছু লোকাল ট্রেন দমদম স্টেশন পর্যন্ত যাতায়াত করবে, আবার ওই ট্রেনগুলি দমদম থেকেই ছাড়বে।দমদম থেকে কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস পরিষেবা দিতে রাজ্যকে আর্জি রেলের।
কোচবিহারের নাটাবাড়ির ভজনপুরে উত্তেজনা। তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি চালানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূলের যুব নেতা রেজ্জাক হোসেইন
পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ভজনপুরের কয়েকজন বিজেপি সমর্থককে মারধরের অভিযোগ বিজেপির
কাল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। বিকেল ৪টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল।
এবার জয়েন্টের পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৪২ হাজারের বেশি পরীক্ষার্থী।
বাংলায় বিজেপির ভরাডুবিতে রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন দিলীপ ঘোষ। চক্রান্ত-কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। ২০২১ অবধি এগিয়েছি, তারপর আটকে গেছে। গত ৩-৪ বছরে এগোতে পারিনি, বাড়েনি প্রাপ্ত ভোটও। কেন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা ভাবার দরকার আছে। দিলীপ ঘোষের কাজে এক শতাংশও ফাঁক ছিল না। হারা আসনে লড়াই করেছি। বর্ধমান-দুর্গাপুর লোকসভায় লক্ষাধিক ভোটে হেরে মন্তব্য দিলীপ ঘোষের।
বারাসাত লোকসভায় জয়ী তৃণমূল প্রার্থী। এরপরই নিউটাউনে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, বাইক ভাঙচুর, অভিযোগের তির শাসকদলের দিকে। অভিযোগ, গতকাল রাতে ১২-১৪ জন মিলে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। ২টি বাইকও ভেঙে দেওয়া হয়। বাংলা থেকে প্রায় মুছে গেছে মিথ্যা অভিযোগ এনে চক্রান্ত করছে বিজেপি, প্রতিক্রিয়া তৃণমূলের।
শ্রীরামপুর লোকসভায় তৃণমূল প্রার্থীর জয়ের পরেই হাওড়ার ডোমজুড়ে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ উঠল। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢোকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইট
মেরে ভেঙে দেওয়া হয় টালির চাল। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি, চলে গালিগালাজ। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।
তৃণমূল বদলা নয়, বদলে বিশ্বাসী, প্রতিক্রিয়া মন্ত্রী অরূপ রায়ের।
শ্রীরামপুর লোকসভায় তৃণমূল প্রার্থীর জয়ের পরেই হাওড়ার ডোমজুড়ে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও বোমা ছোড়ার অভিযোগ উঠল। বিজেপি কর্মীর অভিযোগ, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ তাঁর বাড়ির পাঁচিল টপকে ঢোকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইট
মেরে ভেঙে দেওয়া হয় টালির চাল। বাড়ি ভাঙচুর করার পাশাপাশি, চলে গালিগালাজ। বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।
তৃণমূল বদলা নয়, বদলে বিশ্বাসী, প্রতিক্রিয়া মন্ত্রী অরূপ রায়ের।
'কলকাতার বাইরে থাকায় আজ যাওয়া সম্ভব নয়', ইডিকে মেল করে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ৬ তারিখের পর ডাকলে যেতে পারবেন বলে জানিয়েছেন অভিনেত্রী, খবর সূত্রের। রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে আজ বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি
জয়নগর লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। ভোটের ফল ঘোষণার পরেই ক্যানিংয়ের কাঠপোল এলাকায় আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেত্রীর স্বামীর চোখে গুরুতর আঘাত রয়েছে। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি নেত্রীর মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, বিজেপি নেত্রীর পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।
জয়নগর লোকসভায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী। ভোটের ফল ঘোষণার পরেই ক্যানিংয়ের কাঠপোল এলাকায় আক্রান্ত বিজেপি নেত্রীর পরিবার। স্বামী ও মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেত্রীর স্বামীর চোখে গুরুতর আঘাত রয়েছে। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিজেপি নেত্রীর মায়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, বিজেপি নেত্রীর পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা।
ভোটের ফল ঘোষণার পরেই দুর্গাপুরে পুড়ল সিপিএম পোলিং এজেন্টের বোনের দোকান। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
দুর্গাপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঘটনা। সিপিএমের দাবি, মহিলার বাবা ও দাদা সিপিএমের পোলিং এজেন্ট হওয়ায় লাগাতার হুমকি চলছিল। মহিলা কোনও রাজনৈতিক দল না করার পরেও তাঁর সেলাইয়ের দোকান পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএম।যদিও শাসকদল দায় ঠেলেছে বিজেপির দিকে। গেরুয়া শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
তমলুক লোকসভা আসেন বিজেপি জয়ী হওয়ার পরেই ফের উত্তপ্ত ময়নার বাকচা। ভরা বাজারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে বাকচার চাবুকিয়া বাজারে এই ঘটনা ঘটে। বিজেপি কর্মী পঙ্কজ মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরুয়া শিবিরের আদি-নব্যের লড়াই, হামলা-যোগ অস্বীকার করে দাবি তৃণমূলের।
বাংলায় বিজেপির ভরাডুবিতে রাজ্য নেতৃত্বকে নিশানা করলেন দিলীপ ঘোষ। 'চক্রান্ত-কাঠিবাজি ছিল, পরিশ্রম করেছি, সাফল্য আসেনি। ২০২১ অবধি এগিয়েছি, তারপর আটকে গেছে। গত ৩-৪ বছরে এগোতে পারিনি, বাড়েনি প্রাপ্ত ভোটও। কেন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা ভাবার দরকার আছে। দিলীপ ঘোষের কাজে এক শতাংশও ফাঁক ছিল না। হারা আসনে লড়াই করেছি। বর্ধমান-দুর্গাপুর লোকসভায় লক্ষাধিক ভোটে হেরে মন্তব্য দিলীপ ঘোষের।'
বাংলায় ফের মুখ থুবড়ে পড়ল বাম-কংগ্রেস জোট। শূন্যের গেরো কাটল না বামেদের, হারলেন অধীরও। নাম না করে অধীর চৌধুরীকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার, সবুজ ঝড়ে ফিকে মোদি হাওয়া। উনিশের থেকেও শক্তি বাড়িয়ে ২৯ তৃণমূল কংগ্রেস।
বাংলায় বিজেপি ১২, কংগ্রেস ১, সিপিএম ০।
এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে গেলেও জাতীয় রাজনীতিতে নজরে এখন 'N' ফ্যাক্টর। সরকার গড়তে দুই শরিক নেতা নীতীশ ও নায়ডুর দিকে তাকিয়ে মোদি। ইন্ডিয়া জোটের তরফেও নীতীশ-নায়ডুর সঙ্গে যোগাযোগের চেষ্টা, খবর সূত্রের। তৃতীয় বার সরকার গঠনের রণকৌশল নিয়ে আজ বৈঠকে বসবে এনডিএ। খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটেরও ২৭ বিরোধী নেতার বৈঠক। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় মোদি সরকারের আজ শেষ মন্ত্রিসভার বৈঠক। ৯ জুন তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি, খবর সূত্রের।
ব্য়ারাকপুরে অর্জুন সিংয়ের হারের পরেই বিজেপি নেতার বাড়ি ভাঙচুর। তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানোর অভিযোগ উঠল। বিজেপি নেতার বাড়ির সামনে গন্ডগোলের ভিডিও ফুটেজ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন ব্যারাকপুর লোকসভার পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভিযোগ, গতকাল ভোটের ফল ঘোষণার পর ব্যারাকপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানো হয় বিজেপি নেতার বাড়িতে। টব ছুড়ে মারার পাশাপাশি, লাঠির বাড়ি, ইটবৃষ্টি হয়। বিজেপি নেতার পরিবারের মহিলা সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার নিন্দা করেছেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল চেয়ারম্যান উত্তম দাস।
বাংলার বিধান ফের তৃণমূলের পক্ষে। লক্ষ্মীর ভাণ্ডার ভরাল তৃণমূলের ভোট ভাণ্ডার। রাজ্যের টাকা আটকেই কি বিজেপির বিপর্যয়? ভোটের ফলে প্রশ্ন।
বহরমপুরে বিরাট ধাক্কা কংগ্রেসের। ভাগীরথীর পাড়ে অস্ত গেল টানা ৫ বারের অধীর জমানা। ইউসুফকে দিয়েই বাজিমাত তৃণমূলের। বিজেপির হয়ে কাজ অধীরের। খোঁচা মমতার।
মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। উনিশের থেকেও শক্তি বাড়িয়ে ২৯ তৃণমূল। বিজেপি ১২। সিপিএম শূন্য। মালদা দক্ষিণে কংগ্রেসের একা কুম্ভ রক্ষা ঈশা খান চৌধুরীর।
প্রেক্ষাপট
West Bengal Election Result: মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। উনিশের থেকেও শক্তি বাড়িয়ে ২৯ তৃণমূল। বিজেপি ১২। সিপিএম শূন্য। মালদা দক্ষিণে কংগ্রেসের একা কুম্ভ রক্ষা ঈশা খান চৌধুরীর।
PM Modi: মোদি-শাহের অহঙ্কার চূর্ণ। মেরুদণ্ড ভেঙে দিয়েছে মানুষ। কমিশনের বদান্যতায় ২০০ পার বিজেপির, জয়ের পর বললেন মমতা। জনমুখী প্রকল্প বন্ধের হুমকি দিয়ে ভোট আদায়, পাল্টা শুভেন্দু।
Narendra Modi: ফিকে মোদি হাওয়া। ৪০০ পারের হুঙ্কারই সার! এনডিএ ম্যাজিক ফিগার পেরোলেও একক সংখ্যা গরিষ্ঠতা পেল না বিজেপি। উত্তরপ্রদেশে দ্বিতীয় পদ্ম। বাজিমাত অখিলেশ-কংগ্রেসের।
Sandeshkhali Incident: 'ইডি-সিবিআই-এনআই দিয়ে বাংলার ওপর অত্যাচার। বিজেপির কুৎসার জবাব দিল সন্দেশখালি। মোদি একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ায় আমি খুশি', বললেন
'বিজেপিকে জবাব সন্দেশখালির'
NDA Win: ম্যাজিক ফিগার পার এনডিএ-র। দেশবাসীর আশাপূরণে নতুন সংকল্প নিয়ে এগোব, বার্তা মোদির। (মোদি - বিরোধীরা একজোট হয়েও বিজেপির থেকে কম আসন পেয়েছে।)
Abhishek Banerjee: মুখ্যমন্ত্রীদের জেলে ভরেও লাভ হল না, মোদিকে চায় না মানুষ, ইন্ডিয়া জোটকে সমর্থন করে বার্তা দেশের, হুঙ্কার রাহুলের। আজ বৈঠকে ইন্ডিয়া জোট। অভিষককে পাঠাচ্ছেন মমতা।
Rahul Gandhi: রাহুলের নেতৃত্বে ঘুরে দাঁড়াল কংগ্রেস। ৫২ থেকে একলাফে প্রায় ১০০। ওয়েনাড, রায়বরেলিতে জয়ী রাহুল। ১০ বছর পর বিরোধী দলের মর্যাদা ফিরে পেল কংগ্রেস।
Modi Win: বারাণসীতে জয়ী মোদি। কমল ৩ গুণের বেশি ভোট। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে ধাক্কা বিজেপির। বেকারত্ব, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রায় দেশের, কটাক্ষ খাড়গের। আজ বৈঠক এনডিএ-র।
Abhishek Record Vote: তৃণমূলের দুর্জয় ঘাঁটি ডায়মন্ড হারবার। বিরাট ব্যবধানে জয়ী অভিষেক। মার্জিন ৭ লক্ষ ১০ হাজার। ধরাশায়ী বিজেপি, সিপিএম।
BJP Loss in Bengal: বাংলায় পাঁকে ডুবল পদ্ম। তৃণমূলকে টেক্কা দেওয়া দূরস্ত, উনিশের আসন সংখ্যাই ছুঁতে পারল না বিজেপি। জনতার হাতেই ঔদ্ধত্যের পতন হবে, মন্তব্য শুভেন্দুর।
Laxmir Bhandar: বাংলার বিধান ফের তৃণমূলের পক্ষে। লক্ষ্মীর ভাণ্ডার ভরাল তৃণমূলের ভোট ভাণ্ডার। রাজ্যের টাকা আটকেই কি বিজেপির বিপর্যয়? ভোটের ফলে প্রশ্ন।
Adhir Chowdhury: বহরমপুরে বিরাট ধাক্কা কংগ্রেসের। ভাগীরথীর পাড়ে অস্ত গেল টানা ৫ বারের অধীর জমানা। ইউসুফকে দিয়েই বাজিমাত তৃণমূলের। বিজেপির হয়ে কাজ অধীরের। খোঁচা মমতার।
Abhijit Ganguly Win: এজলাস ছেড়ে রাজনীতিতে নেমে প্রথম যুদ্ধেই জয়। তমলুকে তৃণমূলের তরুণ মুখকে হারালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় ৫৩ হাজার ভোটে হার দেবাংশুর। কাঁথিতে জয়ী সৌমেন্দু।
Cooch Behar Result: কোচবিহারে কুপোকাত শাহের ডেপুটি। নিশীথকে হারালেন তৃণমূলের জগদীশ বাসুনিয়া। আসানসোলে হার অহলুওয়ালিয়ার। জয়ী শত্রুঘ্ন। লকেটকে হারিয়ে হুগলি রচনার।
Bengal Election Result: যাদবপুরে আড়াই লক্ষের বেশি ভোটে জয়ী সায়নী। বর্ধমান পূর্বে শর্মিলা। বারাসাতে কাকলি, কৃষ্ণনগরে মহুয়া, মেদিনীপুরে জুন। জয়নগরে প্রতিমা। বাংলা নিজের মেয়েকেই চায়, বার্তা মমতার। ব্যারাকপুরে পার্থ-ব্যুহে ধরাশায়ী অর্জুন। শ্রীরামপুরে ফের কল্যাণ। মুর্শিদাবাদে আবু তাহের, জঙ্গিপুরে জয়ী খলিলুর। বনগাঁয় বাজিমাত শান্তনু ঠাকুরের। মালদা উত্তরে খগেন মুর্মু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -