WB News Live Update: ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ
West Bengal News Live: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
'তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত', মালা-নুরুলের মনোনয়ন-বিতর্কে পাল্টা দাবি তৃণমূলের। মালা-নুরুলের মনোনয়নের স্ক্রুটিনির পরে এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। ভুল তথ্য দেওয়ার অভিযোগ, ২ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নই গৃহীত, পাল্টা দাবি তৃণমূলের।
ভোটের ২ দিন পরেও কালনায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহতদের দেখতে কালনা হাসপাতালে বিজেপি প্রার্থী। বুথে এজেন্ট দেওয়ায় হামলার অভিযোগ বিজেপির। জয় শ্রীরাম স্লোগান বলতে না চাওয়ায় হামলা, পাল্টা দাবি তৃণমূলের।
সন্দেশখালির ভাইরাল-সিরিজ, অভিষেকের নিশানায় বিজেপি। 'কয়েকটা ভোটের জন্য বাংলাকে ছোট করেছে বিজেপি', ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা অভিষেকের।
'অত্যাচারের ক্লাসিক উদাহরণ সন্দেশখালি, সব মমতার পরিকল্পনা', সন্দেশখালির ভাইরাল-সিরিজের মধ্যেই মুখ খুললেন অমিত শাহ। 'প্রথমে অত্যাচার, তারপরে অত্যাচারের বিরুদ্ধে মুখ খোলায় ফের অত্যাচার। মহিলাদের উপর অত্যাচার, তাও চুপ ছিলেন মুখ্যমন্ত্রী, লজ্জা পাওয়া উচিত।'
পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের শরণার্থীদের নাগরিকত্ব। পোর্টালে আবেদনের পরে নাগরিকত্বের শংসাপত্র দিল কেন্দ্র।
CAA কার্যকর হওয়ার পরে প্রথম নাগরিকত্ব। প্রথম দফায় ১৪জনকে নাগরিকত্ব দিল কেন্দ্র। পঞ্চম দফার ভোটের আগে প্রথম দফায় ১৪জনকে নাগরিকত্ব।
বীরভূমের পাল্টা তৃণমূলের মালা-নুরুলের মনোনয়ন নিয়ে প্রশ্ন বিজেপির। ভুল তথ্য দেওয়ার অভিযোগ, মালা-নুরুলের মনোনয়ন বাতিলের দাবি বিজেপির। কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের মনোনয়ন বাতিলের দাবি।
ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে সরকার গঠনে সাহায্যের আশ্বাস মমতার। 'ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দিয়ে, সবরকম সাহায্য করে সরকার গঠন করে দেব', বাংলার সিপিএম-কংগ্রেসকেও আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পরিবারতন্ত্র নিয়ে ফের অমিত শাহের নিশানায় বিরোধীরা। পরিবারতন্ত্রের বিরুদ্ধেই গরিব চা-ওয়ালার ঘরে জন্ম নেওয়া মোদির লড়াই, হুগলির মশাটের সভায় মন্তব্য অমিত শাহের।
তমলুক থানায় দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা এরপর ফেরত যায় প্রধান বিচারপতির কাছে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে তমলুকের বিজেপি প্রার্থীর মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়েন বিচারপতি জয় সেনগুপ্ত।
'অনুপ্রবেশকারীদের সঙ্গে সমঝোতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার', পুরুলিয়ার রঘুনাথপুরের সভা থেকে আক্রমণে জেপি নাড্ডা।
সিবিআইয়ের বিশেষ আদালত থেকে জামিন পেলেন জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। গ্রেফতারির ১৩ মাস পর জামিন বড়ঞার তৃণমূল বিধায়কের।
'ইন্ডিয়া জোটকে বাইরে থেকে নেতৃত্ব দিয়ে, সবরকম সাহায্য দিয়ে সরকার গঠন করব', চুঁচুঁড়ার সভায় ঘোষণা তৃণমূলনেত্রীর। বিজেপি হারলে ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের ঘোষণা তৃণমূল নেত্রীর।
তৃণমূলের ২ প্রার্থীর মনোনয়নে গলদ, অভিযোগ বিজেপির। 'কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায় ও বসিরহাটের হাজি নুরুল ইসলামের মনোনয়নে গলদ। হাজি নুরুল ইসলাম হলফনামায় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। হাজি নুরুলের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন রেখা পাত্র। মালা রায় বর্তমানে কলকাতা পুরসভার চেয়ারপার্সন। অফিস অফ প্রফিট আইন লঙ্ঘন করেছেন মালা রায়। কলকাতা পুরসভা থেকে বেতন নিয়েছেন, গাড়ি ব্যবহার করেছেন। সেই কারণে মালা রায়েরও মনোনয়ন বাতিলের জন্য আবেদন করা হয়েছে', সাংবাদিক বৈঠক করে দাবি বিজেপির।
'৪ দফা ভোটে বিজেপি হারছে, বাকি ৩ দফাতেও সম্ভাবনা নেই। বিজেপি বলেছিল এইবার ৪০০ পার, মানুষ বলছে এবার হবে পগারপার। ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করে সরকার গড়ব', তোপ মমতার।
'বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছে, সেই কাজ করেনি। বিজেপি বলেছিল প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে দেবে, কেউ পায়নি। ওটা ছিল মোদির ভাঁওতা', প্রচারে তোপ মমতার।
বাংলায় এসে ফের পার্থ-ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গে আক্রমণ অমিত শাহর। 'পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে, যে দুর্নীতি করবে তাকে জেলে যেতেই হবে, ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, নরেন্দ্র মোদি খুঁজে খুঁজে জেলে ভরবেন, মমতা আঁচলের আড়ালে লুকিয়ে রাখলেও পার পাবে না দোষীরা', হুগলির মশাটে প্রচারে এসে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়েন বিচারপতি জয় সেনগুপ্ত। তমলুক থানায় দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা এরপর ফেরত যায় প্রধান বিচারপতির কাছে।
আসন সমঝোতা না হওয়ার দায় আইএসএফের ঘাড়ে চাপালেন মহম্মদ সেলিম। 'আইএসএফের সঙ্গে আসন সমঝোতার জন্য ২ মাস ধরে ফোন করেছেন বিমান বসু, হোয়াটসঅ্যাপ মেসেজের কোনও জবাব দেননি নৌশাদ সিদ্দিকি', ভাঙড়ের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। এমন কোনও তথ্য থাকলে প্রকাশ করুন, পাল্টা চ্যালেঞ্জ নৌশাদের।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কোথায়, কটা মামলা দায়ের হয়েছে, জানতে চেয়ে মামলা। একইসঙ্গে রক্ষাকবচ চেয়েও হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী। গ্রেফতারির প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ধৃত পিয়ালি দাস ওরফে মাম্পি। পুলিশের এফআইআর খারিজেরও আবেদন। গতকাল জামিন চাইতে গিয়ে জেলে যান বিজেপি কর্মী পিয়ালি। পুলিশের বিরুদ্ধে শেষ মুহূর্তে জামিন অযোগ্য ধারায় মামলার অভিযোগ।
'এবারের ভোটে একদিকে এককাট্টা পরিবারবাদী দলগুলি, অন্যদিকে গরিব পরিবারের সন্তান নরেন্দ্র মোদি। পরিবারবাদী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর ভাইপোকে বাংলার মুখ্যমন্ত্রী বানাতে চান। বাংলার মানুষ ঠিক করুন অনুপ্রবেশকারীদের চান, নাকি সিএএ চান', হুগলির মশাটে ভোটপ্রচারে তোপ অমিত শাহের।
ফের মেট্রোর লাইনে ঝাঁপ। বেলা ১১টা ৩৮ মিনিটে নেতাজি ভবন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দেন ব্যক্তি। এর ফলে মেট্রো চলাচল ব্যাহত হয়। এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে।
শুভেন্দু অধিকারীর জেলায় আক্রান্ত বিজেপি কর্মী। ভগবানপুরে দুই বিজেপি কর্মীর উপর হামলা। আক্রান্ত দুই বিজেপি কর্মী সুব্রত বাগ ও শুভঙ্কর বাগ। বিজেপি কর্মী সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ সুব্রতর ভাই শুভঙ্করকেও। গতকাল রাতে বাড়ি ফেরার পথে হামলার অভিযোগ। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্যই হামলা, দাবি আক্রান্তদের।
অর্জুন সিংয়ের লোকসভা কেন্দ্রে এবার বিতর্কিত পোস্টার। পোস্টারে লেখা, 'খুনিকে ভোট নয়'। পোস্টারের ছবিতে দেখা যাচ্ছে, পল্টু সিং নামে এক ব্যক্তি খুলির ওপরে বসে আছেন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের নির্দেশেই এ ধরনের পোস্টার লাগানো হয়েছে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ফের অশান্ত ভোটমুখী সন্দেশখালি। পুলিশি অত্যাচারের অভিযোগে রাত পাহারায় মহিলারা। এই পরিস্থিতিতে সন্দেশখালি ১ নম্বর ব্লকের হাটগাছি গ্রাম পঞ্চায়েতের ১০ নম্বর কানমারি গ্রামে রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের দেখেই ছুটে আসেন বিজেপি সমর্থকরা। আতঙ্কিত মহিলাদের দাবি, তৃণমূলের হুমকিতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৪ জুন, ভোটের ফল ঘোষণার পর বাহিনীর দেখা মিলবে না, তখন কী হবে, প্রশ্ন করেন মহিলারা। তাঁদের অভিযোগ, বিজেপি করায় তাঁদের স্বামীদের ডাকাতির মামলায় ফাঁসানো হচ্ছে। ED-র ওপর হামলার ঘটনায় নাম জড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন কানমারি গ্রামের বিজেপি সমর্থকরা।
সন্দেশখালির বাগদিপাড়া গ্রাম কার্যত পুরুষ শূন্য। রাতে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঝাঁটা-লাঠি হাতে মহিলাদের রাত পাহারা দেওয়ার ভিডিও ভাইরাল। অভিযোগ, রাতবিরেতে গ্রামে হানা দিচ্ছে পুলিশ। ঢুকে পড়ছে বাড়িতে। সোমবার তুলে নিয়ে যাওয়া হয় জুলফিকর মোল্লা ও সুশান্ত মণ্ডলকে।
ভোটের আগে অর্জুন সিং-কে চিঠি দিলেন প্রধানমন্ত্রী। বাংলায় লেখা ওই চিঠিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জয় কামনা করেছেন মোদি। অর্জুন সিং-কে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ব্যারাকপুর শিল্পোন্নয়নে আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করেছেন। সংসদে সরব হয়েছেন পাটকল শ্রমিকদের অধিকারের দাবিতে। লক্ষ্যণীয়ভাবে, ভোট-প্রচারে কংগ্রেস ও INDIA জোটের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ব্যারাকপুরের বিজেপি প্রার্থীকে চিঠিতে অনুরোধ জানিয়েছেন মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অর্জুন সিং।
আজ বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে জোড়া সভা করবেন জে পি নাড্ডা। প্রথমে পুরুলিয়ার রঘুনাথপুরের সাঁতুড়িতে জনসভা। সুভাষ সরকারের সমর্থনে জে পি নাড্ডার দ্বিতীয় নির্বাচনী সভা রয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে।
আজ হুগলির মশাটে সভা রয়েছে অমিত শা-র। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুর সমর্থনে প্রচার করবেন তিনি।
'তৃণমূলে আসতে টাকার টোপ, রাজি না হওয়াতেই গ্রেফতার', গ্রেফতারি নিয়ে বিস্ফোরক অভিযোগ সন্দেশখালিতে ধৃতের স্বামীর। বিজেপি থেকে এলে ৩ থেকে ৪ লক্ষ টাকা দেওয়ার টোপ দেওয়ার অভিযোগ। তৃণমূলের ভাইরাল-সিরিজের মধ্যেই পাল্টা অভিযোগ বিজেপির।
জোর করে অভিযোগের মামলায়, জামিন নিতে গিয়ে, জেলে যেতে হল সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে। তাঁর আইনজীবীর অভিযোগ, প্রথমে জামিন যোগ্য় ধারা থাকলেও, শেষ মুহুর্তে মাম্পির বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য় ধারা দেয়। অন্য়দিকে, সন্দেশখালি নিয়ে স্বাধীন তদন্তের আর্জি জানিয়ে যে মামলা দায়ের হয়েছিল, তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুলাই মাসে, মূল মামলার সঙ্গেই এই মামলার শুনানি হবে।
সিবিএসই দশমে দেশের সেরা বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র সব্যসাচী লস্কর। বেস্ট অফ ফাইভে একশোয় একশো পেল সব্যসাচী।
টাইম ম্যানেজমেন্টই সাফল্যের রসায়ন, জানাল সব্যসাচী।
শর্তাধীন জামিন পেলেন কয়লা পাচারকাণ্ডে প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ১০ লক্ষ টাকার ব্য়ক্তিগত বন্ডে তাকে জামিন দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। আত্মসমর্পণ করলে তার জামিন মঞজুর করেছেন বিচারক। নিজের থানা এলাকা ছেড়ে বেরোতে পারবেন না কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত। সিবিআইকে তদন্তে সহযোগিতা করতে হবে। শর্ত দিয়েছে আদালত।
শ্লীলতাহানির অভিযোগকে সামনে রেখে এবার রাজ্যপালের পদত্যাগ চেয়ে রাজভবন অভিযানের ডাক দিল তৃণমূলের শিক্ষা সেল। তার মধ্যেই ২০২৩-এ এক নৃত্যশিল্পীর করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে রাজ্যপালের বিরুদ্ধে নবান্নে তদন্ত রিপোর্ট দিল লালবাজার। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
প্রেক্ষাপট
Amit Shah: তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের কথা বলছে বিজেপি, আক্রমণে মমতা। অভিযোগ ওড়ালেন অমিত শাহ।
TMC on Amit Shah: মাত্র ১০০ টাকা বাড়িয়ে বাংলার মেয়েদের অপমান। আক্রমণে চন্দ্রিমা। বিতর্কের মুখে সাফাই শুভেন্দুর।
Sandeshkhali Incident: জোর করে নির্যাতনের অভিযোগ লেখানোর মামলা। বসিরহাট মহকুমা কোর্টে জামিন নিতে দিয়ে জেল সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের।
BJP on Sandeshkhali: তৃণমূলের ভাইরাল-সিরিজের মধ্যেই পাল্টা ভয় দেখানোর অভিযোগ বিজেপির। গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পরেই অভিযোগকারিণীর বয়ান বদল, দাবি শমীকের।
Sandeshkhali Case: সন্দেশখালিতে দলবদলে লক্ষ লক্ষ টাকার টোপ? বিজেপি ছাড়তে চাপ, রাজি না হওয়াতেই গ্রেফতার। দাবি ধৃত আরেক বিজেপি কর্মীর স্বামীর। চক্রান্ত ফাঁস হয়ে গেছে, পাল্টা সুকুমার।
CBI Investigation on Sandeshkhlai: সন্দেশখালিতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের আবেদন নিয়ে দৃষ্টি আকর্ষণ মহিলাদের একাংশের। স্বাধীন তদন্তের আর্জি। মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।
Sandeshkhali Chaos: এবার শুভেনদুর ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। গ্রেফতার বিজেপি কর্মী, প্রতিবাদে বিক্ষোভ। ঝাঁটা-লাঠি হাতে রাত পাহারায় মহিলারা।
Amit Shah on CAA: নজরে মতুয়া ভোট। শান্তনুর সমর্থনে বনগাঁর সভা থেকে মমতাকে অমিত শাহর সিএএ-চ্যালেঞ্জ। 'আটকাতে পারবেন মমতা? বাংলায় বিজেপি ৩০টি আসন পেলেই আপনার সময় শেষ', তোপ মমতার।
CV Ananda Bose: ২০২৩-এ নৃত্যশিল্পীর করা ধর্ষণের অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা লালবাজারের। শ্লীলতাহানির অভিযোগে পদত্যাগ দাবি, রাজভবন অভিযানের ডাক তৃণমূলের শিক্ষা সেলের।
Lok Sabha Election 2024: প্রথম ৪ দফার ভোটেই স্পষ্ট, ফের ক্ষমতায় বিজেপি। চারশোর টার্গেট বেঁধে অমিত শাহের দাবি। '৪ দফায় ৩১৭টি আসনের মধ্যে ২৭০টিতেই নরেন্দ্র মোদি', দাবি শাহের।
EVM Controversy: তৃণমূলে ভোট দিলেই চলে যাচ্ছে বিজেপিতে। ইভিএমে কারচুপির অভিযোগে ফের সরব মমতা। এই ইভিএমে ভোটেই তো ক্ষমতায়, পাল্টা আক্রমণে অমিত শাহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -