West Bengal News Live: কমিশনে তালা ঝোলালেন শুভেন্দু
WB News Live Updates: আজ পঞ্চায়েত ভোট। সব খবর সবার আগে এবিপি আনন্দে। বুথ থেকে সরাসরি।
বীরভূমের হাসনে ভোট শেষেও উত্তেজনা। বুথ থেকে ব্যালট বাক্স নিয়ে যেতে বাধা গ্রামবাসীদের। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ব্যালট বাক্স নিয়ে যেতে হবে, দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের বাধায় বুথেই পড়ে ব্যালট বাক্স
আমডাঙা থেকে ইংরেজবাজার ! বাদুড়িয়া থেকে বসিরহাট ! দিনভর দিকে দিকে যেন ছাপ্পাভোটের প্রতিযোগিতা চলল। শুধু তৃণমূল নয়, সিপিএমের বিরুদ্ধেও ছাপ্পাভোটের অভিযোগ উঠেছে। হুগলির আরামবাগে আবার ভোটগ্রহণের সময় শেষের আগেই অতিষ্ঠ হয়ে DCRC-তে ব্যালট বক্স জমা দিয়ে আসেন প্রিসাইডিং অফিসার।
কোচবিহারের মাথাভাঙায় ফের গুলি। তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ফের উত্তপ্ত বাসন্তীতে, তৃণমূল-আরএসপি সংঘর্ষ। সংঘর্ষে আহত ৫ তৃণমূল কর্মী, ভর্তি হাসপাতালে। ব্যালট লুঠের চেষ্টার অভিযোগ, বাধা দিলে সংঘর্ষ
ভোটের বাংলায় দিকে দিকে গুলি। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গুলিবিদ্ধ নুর আলম মিঞা। 'ব্যালট লুঠের চেষ্টা বিজেপির, প্রতিবাদ করায় তৃণমূল প্রার্থীকে গুলি'।
ব্যালট নয়, মৃতদেহ গুনেই হল পঞ্চায়েত নির্বাচনের দিন পার। কোচবিহারের দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে খুন হলেন একজন সাধারণ ভোটার। নিহত ভোটারের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সামনেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল গোটা পাড়া। দোষীর কঠোর শাস্তির দাবি। শেষপর্যন্ত বিক্ষোভের মুখে ফিরতে হল উদয়ন গুহকে।
দিনহাটায় বুথের বাইরে মাস্কেট বাহিনীর দাপট, দুষ্কৃতীদের দাপট বুথের বাইরে, ভয়ে কাঁটা ভোটাররা।
মুর্শিদাবাদে বোমায় আহত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। হরিহরপাড়ার সদানন্দপুরে জওয়ানদের লক্ষ্য করে বোমা। হরিহরপাড়ার গজনীপুরে পুলিশের গাড়িতে আগুন। কংগ্রেসের বিরুদ্ধে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ।
কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কালিয়াচকের নওদা যদুপুর এলাকা। চলল গুলি। গুলিবিদ্ধ এক ভোটার। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে বুথ দখলের চেষ্টা করে তৃণমূল নেতা বকুল শেখের ভাই রাজু শেখ। সেইসময় প্রতিরোধ গড়ে তোলে কংগ্রেস।আতঙ্কে নওদা যদুপুরের কলিমুদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের ভোটকর্মীরা বুথ ছেড়ে পালান। তাঁদের আটকে বুথে ফেরত নিয়ে যান কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, রাস্তায় বাঁশ হাতে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের দুষকৃতীরা। পুলিশ নির্বিকার।
আরামবাগের গড়বাড়ি এলাকায় উত্তেজনা। গড়বাড়ি এলাকার ১৩০ নং বুথ দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। তৃণমূল কর্মীদের তাড়া করে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ এলাকায় ব্যাপক উত্তেজনা। বিজেপির অভিযোগ তৃণমূলকর্মীরা বুথ দখলের জন্য গ্রামে ঢুকেছিল,অভিযোগ অস্বীকার তৃণমূলের।
পুরুলিয়ার গাড়াখুসড় ১৬ নম্বর বুথে ব্যালট বক্স ভাঙচুরের অভিযোগ।
হুগলির খানাকুলের নতিবপুর এলাকায় এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ। ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ এক মহিলা সহ ৩ ভোটার নতিবপুরে বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। অভিযোগ মুখে কালো কাপড় বেঁধে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আহতদের নতিবপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ভোটের দিনও দিকে দিকে সন্ত্রাস। রাজ্য নির্বাচন কমিশনে বিক্ষোভ বাম-বিজেপির।পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল নীল কালির বোতল নির্বাচন কমিশনে বিক্ষোভ দেখানোর সময় নীল কালির বোতল ছুড়ল বিজেপির যুব মোর্চার সদস্যরা। 'নীল-সাদা সরকারের দলদাস পুলিশ', সেই কারণেই ছোড়া হয়েছে নীল কালির বোতল, দাবি বিজেপি যুব মোর্চার।
এসেও দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর, কমিশনকেই দায়ী করলেন বিএসএফের আইজি। চূড়ান্ত অব্যবস্থার জন্য কমিশনকেই দায়ী করে কড়া চিঠি বিএসএফের আইজির। বহু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জন্য লজিস্টিক না থাকার অভিযোগ। অব্যবস্থায় বহু জায়গায় বাহিনীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেও অভিযোগ।
বিজেপির রাজ্য সভাপতিকে ফোন সর্বভারতীয় সভাপতির। ভোটের বাংলায় বেলাগাম সন্ত্রাস, বোমা-গুলি-মৃত্যু। সুকান্ত মজুমদারকে ফোন করে উদ্বেগপ্রকাশ করলেন জেপি নাড্ডা। অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও ফোন করা হয় সুকান্ত মজুমদারকে। লিখিত আকারে বিস্তারিত রিপোর্ট দেব, এমনটাই জানালেন সুকান্ত মজুমদার।
ব্যালট বাক্স নিয়ে থানায় হাজির তৃণমূল প্রার্থী। মালদার চাঁচলের ঘটনা। কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুঠ ও হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
হাওড়ার ডোমজুড়ে বুথে ঢুকে জল ঢেলে দেওয়া হল ব্যালট বাক্সে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। অস্বীকার শাসকদলের।
ফের উত্তপ্ত ভাঙড়ের কাশীপুর। হাতে লাঠি-বাঁশ দিয়ে রাস্তায় নামল আইএসএফ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ আইএসএফের।
মালদার ইংরেজ বাজারে ছাপ্পা ভোট দেওয়ার ছবি ভাইরাল। ইংরেজ বাজারের মিলকি গ্রাম পঞ্চায়েতের ২০-২১ নম্বর বুথে ছাপ্পা দেওয়ার ছবি ভাইরাল। ছাপ্পা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার শাসক দলের।
কাঁকসাতেও ভোটলুঠ রুখল গ্রামবাসীরা। জ্বালিয়ে দেওয়া হল বাইক। চাপড়াতেও ভোট লুঠ করতে এলে ল্যাম্প পোস্টে বেঁধে মার। বাইক ভাঙচুর।
পূর্ব বর্ধমানের জামালপুরে প্রিসাইডিং অফিসারের সামনেই ছাপ্পা ভোট। অসহায় প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।
রানিনগর ১ নম্বর ব্লকের হুড়শি গ্রাম পঞ্চায়েতের ঘুঘুপাড়া এলাকায় সকাল থেকে গুলি ও বোমাবাজির অভিযোগ।
দিনহাটায় বুথের বাইরে মাস্কেট বাহিনীর দাপট। দুষ্কৃতীদের দাপট বুথের বাইরে, ভয়ে কাঁটা ভোটাররা
দিনহাটায় বুথের বাইরে মাস্কেট বাহিনীর দাপট। দুষ্কৃতীদের দাপট বুথের বাইরে, ভয়ে কাঁটা ভোটাররা।
রাজারহাট ব্লকের জ্যাংড়া হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম-তৃণমূল সংঘর্ষ। ২৬৬ ও ২৬৭ নম্বর বুথে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুথ রুম। বহিরাগতদের নিয়ে এসে এলাকায় গুলি চালানো, ইট বৃষ্টির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীর অভিযোগ ৪ রাউন্ড গুলি চালিয়েছে তৃণমূল। বুথে ঢুকে সিপিএম হামলা চালায় বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ।
বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওর খুন। দিনহাটায় গুলিবিদ্ধ হয়ে বিজেপি কর্মী চিরঞ্জিৎ কারজির মৃত্যু। কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন। লালগোলায় সিপিএম সমর্থক রওশন আলির মৃত্যু। নওদায় কংগ্রেস কর্মীকে গুলি করে খুন।
লালগোলায় বুথের ভেতর সিপিএম বনাম তৃণমূল সংঘর্ষ। সংঘর্ষে সিপিএম সমর্থক রওশন আলির মৃত্যু। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ সিপিএমের।
কাটোয়ায় তৃণমূল কর্মী গৌতম রায় খুন। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ। বুথের বাইরে বার করে এনে পিটিয়ে খুনের অভিযোগ।
বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল কর্মী খুন। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিতে এসে খুন। এলাকায় বোমাবাজির অভিযোগ, বোমার আঘাতে মৃত্যু। মৃতের নাম আনিসুর ওস্তাগার। বোমাবাজির সময় ভোটের লাইনে দাঁড়ানোর সময় মৃত্যু।
নদিয়ার চাপড়ায় ভোটের বলি তৃণমূল কর্মী। কল্যাণদহে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল কর্মীর মৃত্যু। আহত আরও ৯ জন তৃণমূল কর্মী। ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল কর্মীদের এলোপাথাড়ি কোপ। হামলার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।
কোচবিহারে ফের শ্যুটআউট। দিনহাটা ভিলেজ ওয়ানের পর এবার নিউ গীতালদহে চলল গুলি। আরও এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ। দিনহাটা ভিলেজ ওয়ান কালীরপাট স্কুলেও ১ বিজেপি কর্মী গুলিবিদ্ধ। মারধরে জখম আরও ১ বিজেপি কর্মী।
আরামবাগের গড়বাড়ি এলাকায় উত্তেজনা। ১৩০ নম্বর বুথ দখলের চেষ্টা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় লাঠালাঠি, হকি স্টিক নিয়ে মারধর। তৃণমূল কর্মীদের তাড়া করে, বাঁশ দিয়ে বেধড়ক মার। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
উত্তর দিনাজপুরের ইসলামপুরের ভাতপুকুরে ১ ঘণ্টার মধ্যে ভোট শেষ! ৭টায় ভোট শুরু, ৮টায় ভোট শেষ! ভোটকর্মীদের বাইরে বের করে দেদার ছাপ্পা তৃণমলের। ৮ টার মধ্যেই ব্যালট বক্স গালা দিয়ে সিল করল শাসকদল।
ভোট শুরুর আগে দিনহাটায় বুথ তছনছ। মাটিতে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার। অভিযোগ, রাত আড়াইটে নাগাদ বুথে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ব্যালট বক্স ভেঙে মাঠে ফেলে দেওয়া হয়। নিরাপত্তার কড়াকড়ির মধ্যে কীভাবে তাণ্ডব চলল? কারা তাণ্ডব চালাল? ভোট আদৌ শুরু করা যাবে? মুখে কুলুপ প্রিসাইডিং অফিসার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর।
দিনহাটায় ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া হল। ব্যালট বক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভোট লুঠের প্রতিবাদে জল ঢেলে হয় বলে দাবি বিজেপির।
দিনহাটার খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূলের সংঘর্ষ। অভিযোগ,
প্রিসাইডিং অফিসারকে বেধড়ক মারধর করে ছাপ্পা ভোট দেয়। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। পাল্টা তৃণমূল কর্মীরা এসে ব্যালট পেপার ফেলে দেয়। বুথ ভাঙচুর করে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের মেরে তাড়ানো হয় বলে অভিযোগ।
সকাল ৭টায় ভোট শুরু। ভোটগ্রহণের মধ্যে দিকে দিকে সংঘর্ষ, একের পর এক মৃত্যু। বুথের ভিতরে-বাইরে গোলমাল, অবাধে ভোট লুঠের ছবি। দু'ঘণ্টা পেরিয়ে গেলেও কমিশন অফিসে নেই রাজীব সিন্হা। এলেন প্রায় ১০টায়।
আমডাঙায় টেবিলে বোমা রেখে ভোট লুঠ ! অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
ভোটের দিনেও ভয়ের ভাঙড়। হাতিশালায় আইএসএফ প্রার্থীকে বাড়িতে তালা মেরে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।
নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী না থাকায় ভোট বয়কটের ডাক। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ভোট বয়কটের ডাক। জোর করে ভোট বন্ধ করে দিলেন স্থানীয়রা। বুথের ভিতর লুকিয়ে পুলিশ! হলদিয়ায় বাহিনী না থাকায় বুথের দরজা বন্ধ করে দিলেন বিরোধীরা।
দিনহাটা ১ নম্বর ব্লকে বুথে আগুন। ভোটের আগেই বুথ তছনছ, নথিপত্রে আগুন। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের নিমতিতায় ব্যালট পেপার ঘাটতি। তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ। বুথের বাইরে চলছে বিক্ষোভ।
এবার মালদার মানিকচকে ভোটের বলি। ভোটের সকালে মানিকচকে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু তৃণমূল কর্মীর।
মুর্শিদাবাদের রেজিনগর থানার ঝিকরাতে তৃণমূল কর্মীকে বোমা মেরে খুন। তৃণমূল কর্মী ইয়াসিন শেখকে বোমা মেরে খুন। তৃণমূল কর্মী খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ডোমকলের কুপিলায় চলল গুলি, জখম ২ তৃণমূল কর্মী।
ভোটের দিন ভাঙড়ে ফের চলল গুলি। চকমারিয়ায় গুলিবিদ্ধ ২ আইএসএফ কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ।
মুর্শিদাবাদের খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্তর দেহ উদ্ধার। খড়গ্রামের রতনপুরে উদ্ধার তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ।
পঞ্চায়েত ভোট শুরুর আগেই জেলায় জেলায় অশান্তি। দিনহাটার পুঁটিমারি ১ গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থীকে লক্ষ্য করে গুলি। নির্দল প্রার্থী ভোলা বর্মনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
প্রেক্ষাপট
কলকাতা: ভোটের (Panchayat Election) আগের রাতেও খুন! বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস (TMC) সংঘর্ষ। মৃত্যু শাসক দলের কর্মীর। তুফানগঞ্জে (West Bengal) তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। ৩০দিনে রাজ্যে সন্ত্রাসের বলি ২০।
ফের উত্তপ্ত দিনহাটা। কংগ্রেস (Congress) কর্মীকে গুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার শাসক দলের।
ভোটের আগের রাতেও দিকে দিকে সন্ত্রাস! কেশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। জাঙ্গিপাড়ায় আক্রান্ত আইএসএফ। হাসনাবাদে বিজেপি কর্মীদের মার। বাসন্তীতে আক্রান্ত তৃণমূল।
৩০দিনে ২০ মৃত্যু রাজ্যে। এখনও বহু বুথে নেই কেন্দ্রীয় বাহিনী (Central armed force) । হিংসা বিধ্বস্ত (Panchayat Poll Violence) মুর্শিদাবাদে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী। তারপরেই হাওড়া। এয়ারলিফট করে লেহ্ থেকে এল কেন্দ্রীয় বাহিনী।
বাহিনী নিয়ে ফের শুভেন্দুর নিশানায় কমিশন।
উত্তর থেকে দক্ষিণ। হিংসা-বিধ্বস্ত গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল।
তৃণমূল এখন বেইমানের দল। সুর চড়ালেন বিদ্রোহী করিম। এত চোর, ধান্দাবাজ একটা দলে, জানা ছিল না, অস্বস্তি বাড়িয়ে পোস্ট মনোরঞ্জন ব্যাপারীর।
আদালতে স্বস্তি পেলেন না শুভেন্দু। নিজের ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে বিরোধী দলনেতাকে। কমিশনের নির্দেশকেই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিন্হা।
চোখ-কান খোলা রেখেছি আমরা। ভোটে গণতন্ত্রের প্রহরী আপনারাও। ভোটারই রিপোর্টার। ভোটে কোনও ঘটনা ঘটলে হোয়াটসঅ্য়াপ করুন - 9073930194 নম্বরে।
আজ পঞ্চায়েত ভোট। সব খবর সবার আগে এবিপি আনন্দে। বুথ থেকে সরাসরি।
প্রায় ৭৪ হাজার আসন, ৬০ হাজারের বেশি বুথ। পঞ্চায়েত ভোটে গ্রামে গ্রামে এবিপি আনন্দ। স্টুডিওয় ভোটের কাটাছেঁড়া। সি ভোটারের EXIT POLL। কার দখলে গ্রাম বাংলা, সন্ধে ৬।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -