West Bengal Live News: বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

WB News Live Updates: এক জেলা থেকে আরেক জেলা, রাজ্যের গুরুত্বপূর্ণ সব খবরের লাইভ আপডেট।

ABP Ananda Last Updated: 24 Mar 2024 09:55 PM
West Bengal News Live: বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি

বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, দার্জিলিঙে রাজু বিস্তা। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পাল, জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষ। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংহ, কৃষ্ণনগরে অমৃতা রায়। দমদমে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বারাসাতে স্বপন মজুমদার। বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, মথুরাপুরে অশোক পুরকায়েত। কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়। উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থী অরুণোদয় পালচৌধুরী। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু, আরামবাগে অরূপকান্তি দিগার। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্র বদল দিলীপ ঘোষের, মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বর্ধমান-দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার। দ্বিতীয় দফায় ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করল বিজেপি। ঝাড়গ্রাম-আসানসোল-ডায়মন্ড হারবার-বীরভূমে এখনও প্রার্থী ঘোষণা করল না বিজেপি।

WB News Live: এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় ভোটের জন্য ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।


 

West Bengal News Live: পিংলায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে তোলপাড়

ভোটের আগেই সন্ত্রাস। পিংলায় বিজেপি কর্মীকে খুনের অভিযোগ ঘিরে তোলপাড়। সিবিআই তদন্ত দাবি। এর মধ্যেই আবার উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা, ঝরল রক্ত, আক্রান্ত বিজেপি। বিজেপির বিরুদ্ধেও পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। যাদবপুরের দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা লাগানোর সময়, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে।

WB News Live: নিউটাউনে ট্রলি ব্যাগবন্দি দেহ, ২৪ ঘণ্টায় খুনের কিনারা

নিউটাউনে ট্রলি ব্যাগবন্দি দেহ, ২৪ ঘণ্টায় খুনের কিনারা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে পাকড়াও মূল অভিযুক্ত। ব্যাঙ্ক কর্মীর হাতে খুন সুবোধ সরকার, দাবি পুলিশ সূত্রে। টাকাপয়সা সংক্রান্ত বিবাদের জেরেই খুন, অনুমান পুলিশের।

Lok Sabha Election 2024: ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই

ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই। ২ অভিযুক্তকে নিয়ে সরবেড়িয়ায় সিবিআই টিম। চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ, বয়ান রেকর্ড। অভিযুক্ত সুকমল সর্দার ও মেহবুর মোল্লাকে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

Sandeshkhali Incident: ভোটের মুখে এখনও সন্ত্রস্ত সন্দেশখালি, ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের

ভোটের মুখে এখনও সন্ত্রস্ত সন্দেশখালি, ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। ন্যাজাটে আইনি সহায়তা কেন্দ্রে ভুরি ভুরি অভিযোগ। এখনও পর্যন্ত প্রায় ৫০০ অভিযোগ জমা পড়েছে ক্যাম্পে। বিজেপি নেত্রী, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে আইনি সহায়তা কেন্দ্র।

Kunal Ghosh: বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের

বাংলায় লোকসভা ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের। 'এবার বাংলায় ৩০ থেকে ৩৫টি আসন পাবে তৃণমূল, বাড়তে পারে সংখ্যা, ৫৮ থেকে ৬২ শতাংশ ভোট যাবে তৃণমূলের ঝুলিতে। বিজেপি ভোট পাবে ৩০ থেকে ৩২ শতাংশ। বিজেপির আসন সংখ্যা থাকবে ৫ থেকে ১১-র মধ্যে। একটিও আসন পাবে না বাম-কংগ্রেস', সোশাল মিডিয়ায় ভবিষ্যদ্বাণী তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের।

Lok Sabha Election 2024: 'লিড না দিলে পদ ছাড়তে হবে, কাউকে রেয়াত করা হবে না'

'লিড না দিলে পদ ছাড়তে হবে। কাউকে রেয়াত করা হবে না। 'যেখানেই মাইনাস হবে, সেই পঞ্চায়েতের প্রধান, সদস্যদের পদ ছাড়তে হবে', এবার দলেরই নেতৃত্বকে হুঁশিয়ারি উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়কের। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছে, কটাক্ষ বিজেপির।

Firhad Hakim: আমডাঙায় ভোটের মুখে জোর করে দলবদল করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আমডাঙায় ভোটের মুখে জোর করে দলবদল করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমডাঙায় সিপিএমের পঞ্চায়েত সদস্যকে তৃণমূলের টানার চেষ্টা, অভিযোগ অর্জুন সিংহের। তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে জোর করে দলবদল করানোর চেষ্টার অভিযোগ। গতকাল তৃণমূলে যোগদান আমডাঙার মরিচা পঞ্চায়েতের সিপিএম সদস্য সফিকুল মণ্ডলের।

Lok Sabha Election 2024: বাংলার জন্য আজ দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি

বাংলার জন্য আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বিজেপি। 

Suvendu Adhikari: এবার 'অন্য রকম' ভোটের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

এবার 'অন্য রকম' ভোটের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 'এবার ইভিএমে বদলা হবে, তৃণমূলের বুথ থেকে স্লিপ নিয়ে বিজেপিকে ভোট দেবেন, প্রতি বুথে ৬ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোট লুঠ করতে দেব না', হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব তৃণমূলের।

WB News Live: এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় ভোটের জন্য ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।

WB News Live: এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

এপ্রিলের শুরুতেই রাজ্যে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। বাংলায় ভোটের জন্য ৯২০ কোম্পানি বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন।

West Bengal News Live: নিহত বিজেপি কর্মীর বাড়িতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ

ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোড়ুই। নিহত বিজেপি কর্মীর বাড়িতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ।

Suvendu Adhikari: নরেন্দ্র মোদিকে দেখে ভোট দেওয়ার আবেদন শুভেন্দু অধিকারীর

শনিবার জগৎবল্লভপুরের জনসভা থেকে নরেন্দ্র মোদিকে দেখে ভোট দেওয়ার আবেদন করলেন শুভেন্দু অধিকারী। পুলিশকে নিশানা করে ভোট লুঠ প্রসঙ্গেও কড়া বার্তা বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 

West Bengal News Live: গার্ডেনরিচ বহুতল-বিপর্যয়, মৃত বেড়ে ১২

গার্ডেনরিচ বহুতল-বিপর্যয়, মৃত বেড়ে ১২। এসএসকেএমে মারিয়াম বিবি নামে আহতের মৃত্যু। মৃত্যুমিছিলের পর ঘুম ভাঙল পুরসভার, গঠন করা হল অনুসন্ধান কমিটি। গার্ডেনরিচে ভেঙে পড়া বহুতলের অনুমতি ছিল কিনা, খুঁজবে কমিটি। অনুমতি না থাকলে কীভাবে তৈরি হল বহুতল? কীভাবে বিদ্যুৎ সংযোগ দিল বিদ্যুৎ বণ্টন সংস্থা? এমন আরও নানা প্রশ্নের উত্তর খুঁজবে কলকাতা পুরসভার কমিটি। ৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ।

WB News Live: ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতে দেহ উদ্ধার। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোড়ুই। 'ছেলে বিজেপি করত বলে খুন করেছে তৃণমূল', অভিযোগ নিহত শান্তনু ঘোড়ুইয়ের বাবার। বিজেপি করায় শান্তনুকে আগেও হুমকি দিয়েছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা তৃণমূল।

West Bengal News Live: নির্বাচনী বন্ড নিয়ে কী সাফাই তৃণমূল কংগ্রেসের? 

বন্ড বিতর্কে অস্বস্তির মুখে এবার তৃণমূলের মুখে ড্রপ বক্সের তত্ত্ব! ইলেক্টোরাল বন্ডে তৃণমূলের ড্রপ বক্সেই ১ হাজার ৬০৯ কোটি? 'তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকত, যিনি যা দিতেন, ড্রপ বক্সে জমা পড়ত। যারা দিতে চেয়েছেন, তারা দিয়ে গেছেন, কোড ছাড়া কারও নাম ছিল না।' কেন কোটি কোটি টাকা চাঁদা? হয়তো উন্নয়নের জন্য, দাবি কুণালের।



WB News Live: যাদবপুরে দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা লাগানোর সময়, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

যাদবপুরে দলীয় প্রার্থীর সমর্থনে পতাকা লাগানোর সময়, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে গতকাল রাতে উত্তেজনা ছড়াল সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায়। আজ ওই এলাকায় রোড শো করবেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তার আগে গতকাল এলাকায় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা বাধা দেওয়ায় কথা কাটাকাটি থেকে মারধর শুরু হয়। ৫ জন বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। রাতেই বৈকুণ্ঠপুর মোড় থেকে সোনারপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন বিজেপি কর্মীরা। থানায় অভিযোগও দায়ের হয়। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

West Bengal News Live: গার্ডেনরিচে ১২ জনের মৃত্যুর পর ঘুম ভাঙল পুরসভার, ৮ মাস আগের নোটিস নিয়ে তৎপরতা

বারোটি প্রাণের ঠিকানা যখন মর্গের ঠান্ডাঘর, তখন হিমঘর থেকে বেরলো নোটিস। আট মাস আগের নোটিস নিয়ে তৎপর হল প্রশাসন। গার্ডেনরিচে ১২ জনের মৃত্যুর পর ঘুম ভাঙল পুরসভার। হেলে পড়া বাড়ির চাপে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে বিপজ্জনক অংশ ভাঙতে পাঠানো হল নোটিস। 

Lok Sabha Election 2024: রাজ্যপালের বিরুদ্ধে ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তৃণমূলের

লোকসভা ভোটের আগে সাধারণ মানুষের অভিযোগ শুনতে পোর্টাল চালু করেছে রাজভবন। এই প্রেক্ষাপটে রাজ্যপালের বিরুদ্ধে আসন্ন লোকসভা ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। যা নিয়ে এদিন রাজ্যপাল বলেন, তিনি এক্ষেত্রে কোনও নির্দেশ দিচ্ছেন না যাতে নির্বাচনী প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে। কোনও ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

West Bengal News Live: শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ED-র স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী

শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ED-র স্ক্যানারে রাজ্যের আরও এক মন্ত্রী। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বোলপুরে ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিন্হার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ৪১ লক্ষ টাকা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। বাজেয়াপ্ত করা হয়েছে মন্ত্রীর মোবাইল ফোন।

WB News Live: IPS পদমর্যাদায় নিয়োগ নিয়ে তোপ শুভেন্দুর

IPS পদমর্যাদার অফিসার নন, তবুও বেশ কয়েকজনকে IPS-দের জন্য নির্ধারিত পদে বসানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পুলিশ সুপার পদে রয়েছেন। সোশাল মিডিয়ায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সোশাল মিডিয়ায় লেখেন, ২০২৪ সালের ২১ মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচন কমিশন সব রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে পুলিশ সুপার ও স্পেশাল পুলিশ সুপার পদে থাকা সকল ননক্যাডার অফিসারকে অবিলম্বে বদলি করতে হবে এবং কমিশনের কাছে রিপোর্ট পেশ করতে হবে। 

প্রেক্ষাপট


Mahua Moitra: ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের তদন্তে মহুয়ার ৩ ঠিকানায় সিবিআই। আলিপুর কৃষ্ণনগর, করিমপুরে হানা। প্রতিহিংসার অভিযোগ, তৃণমূলের। কোর্টে যান, পাল্টা বিজেপি।


CBI Raid: বাড়ি থেকে কার্যালয়ে সিবিআই-হানা। মুখ খুললেন মহুয়া। তল্লাশি চালিয়েও কিছু পায়নি। আমি আর সায়নী এখনও আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থী খুঁজছি বলে কটাক্ষ। 


ED Raid: নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হানা, বোলপুরে মন্ত্রীর বাড়িতে ৪১ লক্ষ পাওয়ার দাবি। সন্তোষজনক জবাবও না মেলার অভিযোগ। বাজেয়াপ্ত ফোন। 


Swarup Biswas Raid: ৭১ ঘণ্টা ধরে তল্লাশি ধরে তল্লাশির পরে বিদ্যুৎমন্ত্রীর ভাই স্বরূপকে আয়কর দফতরের সমন। অনিয়ম মেলার অভিযোগ।


TMC Electoral Bond: বন্ডে ১৬০০ কোটির লক্ষ্মীলাভ। অস্বস্তির মুখে ড্রপ বক্সের তত্ত্ব তৃণমূলের! 


Arvind Kejriwal Arrest: কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ আপের। মুক্তি চেয়ে দিল্লি হাইকোর্টে গিয়েও দ্রুত শুনানির আর্জি খারিজ। ইডি হেফাজত থেকেই বার্তা ।


CPM Candidate List: আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা বামেদের। মুর্শিদাবাদে সেলিম। ডায়মন্ড হারবার, পুরুলিয়ার পর কোচবিহারেও জট। ফরওয়ার্ড ব্লকে পর প্রার্থী ঘোষণা কংগ্রেসেরও। 


Suvendu Adhikari: ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। ধানখেত থেকে উদ্ধার দেহ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ শুভেন্দুর। মৃত্যু নিয়ে রাজনীতি, পাল্টা শাসকদল। 


Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২। মৃত্যুমিছিলের পর ঘুম ভাঙল পুরসভার। অনুসন্ধান কমিটি গঠন। ৮ মাস পরে বিপজ্জনক বাড়ির অংশ ভাঙার নোটিস। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.