West Bengal Live News: গরম থেকে রেহাই, আগামী ৭ দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
West Bengal News Updates : জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর
রামকৃষ্ণ মিশনের উপরে হামলায় এফআইআরই প্রশ্নের মুখে। মূল অভিযুক্তের পাল্টা এফআইআরে স্বামী অক্ষয়ানন্দের নাম। '৮ বছর ধরে বাংলার বাইরে, তাও তাঁরই নামে এফআইআর? ৮ বছর ধরে প্রয়াগরাজ মিশনের দায়িত্বে স্বামী অক্ষয়ানন্দ। এলাকাতেই ছিলেন না, তাও কীভাবে তাঁর বিরুদ্ধেই এফআইআর?' শিলিগুড়িকাণ্ডে পুলিশের এফআইআর নিয়েই প্রশ্ন রামকৃষ্ণ মিশনের।
দুর্যোগ থেকে কপ্টার বিভ্রাট, নাড্ডার জোড়া সভা বাতিল। কপ্টারের যান্ত্রিক বিভ্রাট, হাবড়ায় জেপি নাড্ডার সভা বাতিল। বৃষ্টিতে বাতিল বিজেপির সর্বভারতীয় সভাপতির খিদিরপুরের সভা।
কলকাতা দক্ষিণের বাম প্রার্থী সায়রা হালিমের হয়ে প্রচারে সীতারাম ইয়েচুরি। তৃণমূল-বিজেপিকে জোর লড়াই দেওয়ার হুঙ্কার। ভোট শেষ না পর্যন্ত জোট নিযে মমতার অবস্থান বদলাবে বলে কটাক্ষ।
প্রচুর খামে ভাগ ভাগ করে রাখা ছিল সাড়ে ৭ লক্ষ টাকা। গাড়ি ভর্তি বিজেপির পতাকা, ফেস্টুন, একজন আটক, খবর পুলিশ সূত্রে। খামে করে কোথায়, কাদের কাছে কে টাকা পাঠাচ্ছিল? তদন্তে পুলিশ।
পূর্ব মেদিনীপুরে নাকা তল্লাশি, লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত। ভোটের আগে হেঁড়িয়ায় পুলিশের তল্লাশি, খামে ভর্তি টাকা।
সাংসদের ব্যবহার করা গাড়ির হদিশ, কিন্তু কোথায় দেহ? এখনও রহস্য। নিউটাউনের অভিজাত আবাসনে খুন বাংলাদেশের সাংসদ। নিউটাউনে আবাসনে খুন, বাংলাদেশ থেকে ৩জন পাকড়াও। পরিকল্পনা করে সাংসদকে খুন, দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর।
কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের সাংসদ খুন! নিউটাউনের ফ্ল্যাটে রক্তের দাগ, এখনও খোঁজ নেই সাংসদের দেহের। 'নিউটাউনে ৩জনের সঙ্গে এসেছিলেন বাংলাদেশের সাংসদ। ট্রলি ব্যাগ নিয়ে ৩জন বেরোলেও, বেরোতে দেখা যায়নি সাংসদকে'। তাহলে কি ট্রলি ব্যাগেই লোপাট করা হয়েছে দেহ? বাড়ছে সন্দেহ।
ভোটের আগে মধ্যরাতে একের পর এক বিজেপি নেতার বাড়িতে পুলিশ। শুভেন্দু দিয়ে শুরু, ২ মেদিনীপুরে ভোটের আগে হঠাৎ পুলিশি অভিযান। পুলিশি অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে শুভেন্দু-হিরণ।
'বিজেপি পুলিশকে ভয় পায় না। মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গিয়েছিল, শুভেন্দুর ঘরে তল্লাশির পর চার আনাও মেলেনি। পুলিশের অপপ্রয়োগ বন্ধ হোক। শুভেন্দুর ওপর যত অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, বিজেপি শুভেন্দুকে তত বড় নেতা বানাবে', হুঙ্কার অমিত শাহের।
শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হল উপকূলে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আগামী ৭ দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।
কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের নির্দেশে একাধিক আপত্তিকর মন্তব্যে মানহানির অভিযোগ। কমিশনের মন্তব্যকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তমলুকের বিজেপি প্রার্থী।
'শিক্ষকদের ২ শ্রেণিতে ভাগ করা হচ্ছে। অযোগ্যদের বাঁচানোর জন্য রাজ্যজুড়ে ১ লক্ষ ৩০ হাজারের বেশি শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। ১ লক্ষ ৩০ হাজার শিক্ষকের কাছে নথি চাওয়া হয়েছে। ২৭ মে-র মধ্যে ডিআই-এর কাছে নথি জমা দিতে বলা হয়েছে। ৩০ বছর আগে চাকরি পাওয়া শিক্ষকদেরও সুপারিশপত্র জমা দিতে বলা হয়েছে। যোগ্য-অযোগ্যদের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। অযোগ্যদের বিরুদ্ধে তদন্ত হোক, কিন্তু সব শিক্ষককে কেন হেনস্থা করা হচ্ছে?' অভিযোগ সুকান্ত মজুমদারের।
'শুভেন্দু অধিকারী গদ্দার, মেদিনীপুর নয়। নিজের মেরুদন্ড বিক্রি করে, বশ্যতা স্বীকার করে বিজেপিতে গেছে শুভেন্দু। ইডি-সিবিআইয়ের ভয়ে বিজেপিতে গেছে, কাল পুলিশ সার্চ করতে গেছে কেঁপে গেছে। শুভেন্দু বলছে ভিডিওগ্রাফি করতে হবে, তাহলে আমরাও বলব ইডি-সিবিআই যখন আসবে, ভিডিওগ্রাফি করতে হবে। যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, তখন নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকতে হবে। মহুয়া মৈত্রের বাড়িতে গেছিল, ভিডিওগ্রাফি করেছেন ? এই দ্বিচারিতে চলবে না', হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
হাইকোর্টে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। এই রায় মানি না, হাইকোর্টের নির্দেশের পরেই হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
'কিছু দালাল হঠাৎ করে ২৬ হাজারের চাকরি খেয়ে নিল। মনে রাখতে হবে বিধানসভায় পাস করে সব কিছু হয়েছে। হাইকোর্টে বাতিল প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট', আক্রমণে মুখ্যমন্ত্রী।
সিপিএমের সভাস্থলের সামনেই তৃণমূলের মাইক, উত্তপ্ত গাঙ্গুলিবাগান। গাঙ্গুলিবাগান মোড়ে সিপিএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশন থেকে সভা করার অনুমতি আগে দিয়েছে, দাবি তৃণমূল কংগ্রেসের।
টালার পর বেলেঘাটা, খাস কলকাতায় ফের আক্রান্ত বিজেপি নেতা। বেলেঘাটায় ভরা বাজারে মার খেলেন বিজেপির মণ্ডল সভাপতি অনুপম রায়। জোড়া মন্দির বাজারে হামলা চালায় তৃণমূল, অভিযোগ বিজেপি নেতার। বিজেপির দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে মারধরের ছবি।
তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ। ২০১০ সালের পরে তৈরি হওয়া সব ওবিসি তালিকা বাতিল। বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট। '২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণিভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। ২০১০-এর পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরি বহাল থাকবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে', ২০১০-এর আগে ওবিসি শ্রেণিভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল। বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট।
আপাতত কয়েকদিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। কয়েক জায়গায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। কাল সন্ধের মধ্যে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে
পরিণত হয়েছে। তবে সেটির উত্তর-পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনাই
বেশি।
কলকাতায় চিকিৎসা করাতে এসে খুন বাংলাদেশের সাংসদ। ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। ৯ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। নিউটাউনের অভিজাত আবাসনে খুন বাংলাদেশের সাংসদ। আবাসনের ভিতরে মিলেছে রক্তের দাগ। বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে।
ভোটের আগে এবার দুই আইএএস-কে সরানোর নির্দেশ নির্বাচন কমিশনের। বসিরহাটের এডিএম দিব্যা লঙ্গনাথন সরানোর নির্দেশ। কলকাতা দক্ষিণের ল্যান্ড রেকর্ড ডিরেক্টরকে রেশমি কমলকেও অপসারণের নির্দেশ কমিশনের। আজ বিকেল ৩টের মধ্যে বিকল্প আধিকারিকদের নাম চাওয়া হল মুখ্যসচিবের কাছে।
ভোটের আগে মেদিনীপুরের একের পর এক নেতার বাড়িতে পুলিশি হানা। এবার গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। খড়গপুর সদরে বিজেপির ২ নম্বর মণ্ডলের সভাপতি তারকেশ্বর রাও গ্রেফতার। মাঝরাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে গ্রেফতার করে পুলিশ, দাবি তারকেশ্বরের পরিবারের। দলেরই এক কর্মীকে মারধরের অভিযোগে গ্রেফতার, পুলিশের।
'মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গিয়েছে। বাংলায় বিজেপিকে ৩০ আসন দিলে, সব টাকা মানুষকে ফিরিয়ে দেবে বিজেপি', বললেন অমিত শাহ।
'নন্দীগ্রামে শুভেন্দু মমতাকে হারানোর পর অন্য রাস্তায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন ভাবে বিজেপিকে জেতান, যাতে মমতা দ্বিতীয় রাস্তা খুঁজে না পান', বক্তব্য রাখতে গিয়ে বললেন শাহ।
'ভারত সেবাশ্রম না থাকলে পশ্চিমবঙ্গ আজ বাংলাদেশের সঙ্গে থাকত। ভোটের জন্য সন্ন্যাসীদের নিশানা বন্ধ করুন, এমনিতেও মমতা জিতবেন না', ভূপতিনগরের সভা থেকে তোপ শাহের।
'৫ দফার ভোটেই নরেন্দ্র মোদি ৩১০ আসন পার করে গেছে। মমতার ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গেছে। আর এবার বাংলা থেকেই নরেন্দ্র মোদি ৩০ আসন পেতে চলেছেন। বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে', তোপ অমিত শাহের
রাজ্যপালকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের। 'বিজেপির প্রতীক নিয়ে রাজ্যপাল। মাননীয় রাজ্যপালকে জানাতে হবে এই ছবিটি আসল নাকি নকল। তাঁকে এই ছবির তারিখ এবং সময়ও জানাতে হবে। তিনি রাজ্যপাল থাকাকালীন এই প্রতীক ব্যবহার করলে তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করা', এক্স হ্যান্ডলে পোস্ট কুণাল ঘোষের।
শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়। ভোটের ৩ দিন আগে ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়িতে পুলিশ। 'রাত ২টো ৫০-এ পুলিশ আসে। দরজায় লাথি মারছিল। ছেলে বাড়িতে ছিল না। আমি অসুস্থ। কী কারণে, কোথা থেকে এসেছে বলতে চায়নি পুলিশ', দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক তমোঘ্ন দে-র মা রেখা দে-র।
কলকাতায় চিকিৎসা করাতে এসে ৯ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। রহস্যজনক অন্তর্ধানের তদন্তে নিউটাউনের একটি আবাসনে তল্লাশি চালাচ্ছে বিধানননগর কমিশনারেটের পুলিশ। সাংসদের ব্যবহার করা গাড়ির খোঁজ মিলেছে। পুলিশ সূত্রে খবর, ১২ মে ভারতে আসেন বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিম। বরানগরে এক পরিচিতর বাড়িতে যান। ওই ব্যক্তির দাবি, প্রথমে চিকিৎসককে দেখাতে যাচ্ছেন বললেও, পরে সাংসদ জানান দিল্লিতে তাঁর জরুরি বৈঠক রয়েছে। তারপর থেকেই তাঁর খোঁজ মিলছে না বলে বাংলাদেশের সাংসদের পরিচিত ব্যক্তির দাবি।
টালা পার্কে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলা। ২টি মোটরবাইক জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দিকেই অভিযোগের তির। তারক দাস কাশীপুর মণ্ডলের বিজেপি যুব মোর্চা সভাপতি। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ কলকাতা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে তাঁর টালা পার্কের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুড়িয়ে দেওয়া হয় বিজেপি যুব মোর্চা নেতা ও তাঁর ভাইয়ের বাইক। বিজেপি নেতার দাবি, এর আগে একুশের বিধানসভা ভোটের পরেও তিনি তৃণমূলের হিংসার শিকার হন। হামলা-যোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবিকা চক্রবর্তীর দাবি, ঘটনার পর তিনিই পুলিশকে খবর দেন।
দলেরই পঞ্চায়েত সদস্য়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন, সন্দেশখালিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা। পুলিশের কাছেও দ্বারস্থ হয়েছিলেন ওই তৃণমূলনেত্রী। কিন্তু সুরাহা না হওয়ায়, মঙ্গলবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করলেন তিনি।
৩ দিন পর শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় গ্রেফতার। ৫ জনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা। হামলার দিন বিকেলেই প্রদীপ রায়ের বিরুদ্ধে এফআইআর করে মিশন কর্তৃপক্ষ। একঘণ্টার মধ্যে সেই প্রদীপ রায় পাল্টা এফআইআর দায়ের করতে থানায় হাজির হন। নাগালে পেয়েও প্রদীপ রায়কে কেন গ্রেফতার করল না পুলিশ, উঠছে প্রশ্ন।
বকেয়া-সংঘাতে আরও চড়া সুর অভিষেকের। 'বিজেপি নেতা-কর্মীরা ভোট চাইতে গেলে, মিথ্য়ে বলার জন্য গাছে বেঁধে রাখুন। কোনওভাবে মারধর করবেন না, গাছে বেঁধে রেখে আমাকে ফোন করবেন', শালতোড়ার সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। উনি সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে ঘুরছেন, যে কোনও সময় জেলের ভাত খাওয়ার ডাক আসতে পারে। পাল্টা তোপ বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের।
সন্দেশখালিকাণ্ডের ৫ মাস পর বসিরহাটে মুখ্যমন্ত্রী। 'বসিরহাটে জিতবে হাজি নুরুল, তারপরেই সন্দেশখালি যাব', সংগ্রামপুরের সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাওয়ার দাবি পুলিশের। এক দুষ্কৃতীর খোঁজে পুলিশ গিয়েছিল, দাবি পুলিশের। কেশপুর থেকে ঘাটালের সভা না করেই হাজির শুভেন্দু। 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল', পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর।
ফের পুলিশকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার কেশপুরের সভায় যাওয়ার সময় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, শুভেন্দু অধিকারীকে কটূক্তি করারও। তারপরই সভা থেকে ফেরার সময় পুলিশের উদ্দেশ্য়ে হুঁশিয়ারি দেন শুভেন্দু।
শুভেন্দুর পর হিরণ। এবার ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশি হানা। গভীর রাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরের ৩ বিজেপি নেতার বাড়িতে তল্লাশি।
প্রেক্ষাপট
শুভেন্দুর (Suvendu Adhikari) পর হিরণ (Hiran)। এবার ঘাটালের বিজেপি প্রার্থীর সেক্রেটারির বাড়ি সহ ৩ জায়গায় পুলিশি হানা। গভীর রাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরের ৩ বিজেপি নেতার বাড়িতে তল্লাশি।
কোলাঘাটে (Kolaghat) শুভেন্দুর ভাড়া বাড়িতে পুলিশি হানা। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। অস্ত্র-মাদক-টাকা রেখে ফাঁসানোর চক্রান্তের অভিযোগ। 'আমি মমতার অত্যাচারের শিকার', অভিযোগ শুভেন্দুর।
পাঁশকুড়ার (Panshkura) আস্তানায় পুলিশ। ফোন করেছিলেন অমিত শাহ (Amit Shah), জানালেন শুভেন্দু। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। কিছু না থাকলে এত রাগ কেন? কটাক্ষ তৃণমূলের।
সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Incident) পাঁচ মাস পরেও যাওয়ার শর্ত দিলেন মমতা (Mamata Banerjee)। 'হাজি নুরুল জিতলে যাব, রেখাকে কেউ চান না', বললেন মমতা।
শিলিগুড়িতে (Siliguri) রামকৃষ্ণ মিশনের জমি দখলে হামলা, ২দিন পরেও দুষকৃতীরা অধরা। থানায় এসে মূল অভিযুক্তের এফআইআর, তাও খোঁজ পেল না পুলিশ!
এবার সিএএ নিয়ে মোদির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কাকলির। '১৫ লক্ষ টাকা দেয়নি, এখন সিএএ-তে নাগরিকত্ব দেওয়ার কথা বলেও দেবে না।',
ষষ্ঠ দফার ভোটের আগে ফের বঙ্গে অমিত শাহ। আজ কাঁথি, ঘাটাল-সহ ৪ জায়গায় সভা। আসছেন জেপি নাড্ডাও। কলকাতা উত্তর, দক্ষিণ ছাড়াও বারাসাতে জনসভা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -