কলকাতা: গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে কোন দলের ক’টি আসন বাড়তে বা কমতে পারে? সি ভোটারের সমীক্ষায় ইঙ্গিত, তৃণমূলের আসন সংখ্যা ২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রাপ্ত আসনের চেয়ে কমছে। সেবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল ২১১টি আসন। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের দূর্গে আঘাত হেনে ১৮টি আসন জিতে নেয় বিজেপি। তবে ২০১৯-এ বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী তৃণমূল পায় ১৬৪টি আসন। ২০২১-এর সি ভোটার ওপিনিয়ন পোলের পূর্বাভাস, এখনই নির্বাচনে হলে তারা ১৫৪ থেকে ১৬২টি আসন পাবে। বিজেপির আসন ২০১৬- তুলনায় অনেকটাই বাড়তে পারে। সেবার বিধানসভা ভোটে তারা পেয়েছিল ৩টি আসন। ২০১৯ এর লোকসভা ভোটে একলাফে তা বিধানসভাওয়াড়ি ফল অনুযায়ী বেড়ে হয় ১২১টি। ২০২১ এর সি ভোটারের ফলে অবশ্য তাদের আসন কিছুটা কমার ইঙ্গিত রয়েছে। ১২১টির জায়গায় পদ্ম শিবিরের আসন কমে হতে পারে ৯৮ থেকে ১০৬টি। বাম ও কংগ্রেস হাত মিলিয়ে ২০১৬-য় ৭৭টি আসন পেয়েছিল। ক্রমাগত শক্তিক্ষয় হতে হতে তাদের ভোট কমেছে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাদের আসন কমে হয় ৯টি। তবে এবার তাদের আসন কিছুটা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে সি ভোটারের সমীক্ষায়। তাদের আসন হতে পারে ২৬ থেকে ৩৪টির মধ্যে।
গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সি ভোটারের সমীক্ষায় প্রকাশ, ২০১৬য় তৃণমূল পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। এবার ২ শতাংশ কমে তা হতে পারে ৪৩ শতাংশ। গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে বিজেপির প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সমীক্ষা বলছে, ২০১৬য় পাওয়া ১০ শতাংশ থেকে তাদের ভোট ২৮ শতাংশ বেড়ে ৩৮ শতাংশ হতে পারে।
গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে বাম-কংগ্রেস জোটের প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? জনমত সমীক্ষার মত, বাম-কংগ্রেস ২০১৬-য় পেয়েছিল ৪০ শতাংশ ভোট, যা ২৮ শতাংশ কমে হতে পারে ১২ শতাংশ। সেই ভোটটা এবার কি বিজেপির ঝুলিতে যাবে, এ নিয়ে তুমুল কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে।
WB Election, 2021 vs 2016 Stats: ২০১৬, ২০১৯ এর তুলনায় TMC ও BJP, কে কেমন ফল করবে? কী পূর্বাভাস দিচ্ছে সি ভোটারের সমীক্ষা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jan 2021 08:37 PM (IST)
গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সি ভোটারের সমীক্ষায় প্রকাশ, ২০১৬য় তৃণমূল পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। এবার ২ শতাংশ কমে তা হতে পারে ৪৩ শতাংশ। গত বিধানসভা ও লোকসভা ভোটের তুলনায় এবারের ভোটে বিজেপির প্রাপ্ত ভোটের হার কত বাড়তে বা কমতে পারে? সমীক্ষা বলছে, ২০১৬য় পাওয়া ১০ শতাংশ থেকে তাদের ভোট ২৮ শতাংশ বেড়ে ৩৮ শতাংশ হতে পারে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -