Panchayat Election Live 2023: পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী

Panchayat Poll:কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।

ABP Ananda Last Updated: 02 Jul 2023 11:48 PM

প্রেক্ষাপট

ভোটের (Panchayat Election 2023) আগে ফের অশান্ত বাসন্তী (Basanti)। ফুলমালঞ্চে গুলি করে তৃণমূলকর্মীকে (TMC) খুন। বাড়ি ফেরার সময় ঘিরে ধরে মাথা-পেটে গুলি। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, দাবি স্থানীয়দের। যুূব বনাম তৃণমূলের লড়াইয়ে...More

Panchayat Election Live:আসানসোলে বিজেপির মিছিলে হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ

 আসানসোলে বিজেপির মিছিলে হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল।