Panchayat Election Live 2023: পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী
Panchayat Poll:কোচবিহার থেকে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি থেকে হুগলি.. পঞ্চায়েত নির্বাচনের সমস্ত খবর জানতে নজর থাকুক এবিপি লাইভ বাংলায়।
আসানসোলে বিজেপির মিছিলে হকি স্টিক নিয়ে হামলার অভিযোগ। তৃণমূল-বিজেপি হাতাহাতি। বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পাল।
তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, ফের কড়া বার্তা অভিষেকের
কোচবিহারে আক্রান্তদের সহযোগিতার আশ্বাস, ট্যুইট রাজভবনের
পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী
পঞ্চায়েত ভোটের আগে এবার সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থীর আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণ। তীব্রতায় ভাঙল বাড়ির দেওয়াল, উদ্ধার বোমা।
অবশেষে স্পর্শকাতর বুথ ও এলাকা চিহ্নিত করতে তৎপর হল কমিশন ও রাজ্য প্রশাসন। ভোটের বিজ্ঞপ্তি জারির পর থেকে, যেখানে যেখানে অশান্তির ঘটনা ঘটেছে, সেগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও বিডিও-দের। এদিকে বাকি কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ।
ভোটের বঙ্গে ঝরেই চলেছে রক্ত। ২৩ দিনে ১৩ মৃত্যু। বাসন্তীতে তৃণমূল-নির্দল সংঘর্ষে প্রাণ গেল যুব তৃণমূল কর্মীর
বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের
পঞ্চায়েত ভোটের আগে জলপাইগুড়ির মেটেলিতে অশান্তি
তৃণমূল-সিপিএম সংঘর্ষ, আহত দুপক্ষের বেশ কয়েকজন
তৃণমূলের প্রচার সভা থেকে হামলার অভিযোগ মিছিলে হামলার অভিযোগ সিপিএমের
প্রথমে হামলা চালায় সিপিএমই, পাল্টা দাবি তৃণমূলের
পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দুই দলের
বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির
দলবল নিয়ে বিজেপি প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা তৃণমূল নেতার
ঘটনা ঘিরে দু-পক্ষের বচসা, উত্তেজনা
দফায় দফায় বৈঠক, কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী?
লাগামহীন সন্ত্রাস, তবুও কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন?
কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিকল্পনার অভাব? উত্তর নেই কমিশনের কাছে
ভোটের আগেই ২৩ দিনে ১৩ জনের মৃত্যু, তবু কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানা?
মুখ্যসচিব ও ডিজির সঙ্গে স্পর্শকাতর বুথ নিয়ে আলোচনা কমিশনের
জেলা প্রশাসনকে স্পর্শকাতর বুথ ও এলাকার তালিকা তৈরি করতে নির্দেশ কমিশনের
যে বুথে অতীতে ৯০% এর বেশি ভোট পড়েছিল বা যেখানে কোনও প্রার্থী ৭৫% এর বেশি ভোট পেয়েছিলেন, সেই সব বুথ চিহ্নিত করার নির্দেশ কমিশনের
ফের অশান্ত বাসন্তী, তৃণমূল-বিজেপি সংঘর্ষ
দফায় দফায় বৈঠক, কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী? লাগামহীন সন্ত্রাস, তবুও কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিকল্পনার অভাব? উত্তর নেই কমিশনের কাছে। ভোটের আগেই ২৩ দিনে ১৩ জনের মৃত্যু, তবু কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টালবাহানা? ফের রাজ্য নির্বাচন কমিশনে বৈঠক। মুখ্যসচিব, ডিজির সঙ্গে বৈঠক রাজ্য নির্বাচন কমিশনারের
হাওড়ার জগৎবল্লভপুরে আক্রান্ত আইএসএফ প্রার্থী। আইএসএফ প্রার্থীর প্রচারে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের
ভাঙড়ের পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোণা। পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
আসানসোলে বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা
বিজেপির প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃণমূল-বিজেপি বচসা-হাতাহাতি
দলীয় সমর্থকদের নিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রা পালের
গুলি করে যুব তৃণমূল কর্মীকে খুনের পরের দিনই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। গাগরামারি এলাকায় ভোট প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে নির্দলদের সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪ জন। তৃণমূলের প্রার্থী হয়েছেন আনারুল সর্দার, অন্যদিকে, টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মুজিবর শেখ। এই দুই
প্রার্থীর ভোট প্রচারকে কেন্দ্র করে সকালে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গ্রামে যায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল ভোটের টিকিটকে কেন্দ্র করে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ফুলমালঞ্চ গ্রামে তৃণমূল-যুব তৃণমূলের বিবাদে খুন হন যুব তৃণমূল কর্মী জিরারুল মোল্লা।
'সিপিএম-বিজেপি-কংগ্রেসের মধ্যে বোঝাপড়া হয়েছে। নিজেদের মধ্যে সমঝোতা করে প্রার্থী দিয়েছে সিপিএম-বিজেপি-কংগ্রেস', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দলবল নিয়ে বিজেপি প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা তৃণমূল নেতার। ঘটনা ঘিরে দু-পক্ষের বচসা, উত্তেজনা।
আসানসোলে বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা। বিজেপির প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি বচসা-হাতাহাতি, দলীয় সমর্থকদের নিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রা পালের।
পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় ২৩ দিনে ১৩ জনের প্রাণহানি।
বনগাঁয় শুভেন্দু অধিকারীর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ
পঞ্চায়েত ভোটের আগে হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। আজ বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতিকে দেখতে যান রাজ্যপাল। এর আগে গতকাল মাঝরাতে হাসপাতালে ফোন করে তৃণমূল নেতা-সহ আহতদের যাতে ভালভাবে চিকিৎসা হয়, তার নির্দেশ দেন। কোচবিহারের কন্ট্রোল রুম থেকে ফোন যায় রাজ্য নির্বাচন কমিশনার ও কোচবিহারের জেলাশাসক ও পুুলিশ সুপারের কাছে। রাজ্যপালের সফর চলাকালীন গতকাল কোচবিহারের গীতালদহে তৃণমূলের অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ ওঠে নির্দলদের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে জখম হন আরও কয়েকজন তৃণমূল কর্মী। রাতে হাসপাতালে ফোন করে আহতদের সম্পর্কে খোঁজ নেন রাজ্যপাল।
বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন। পুলিশে আস্থা নেই পরিবারের, সিবিআই তদন্ত দাবি। পঞ্চায়েত ভোটের ৬দিন আগে ফের খুন! মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু
উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপির নির্বাচনী সভায় গিয়ে ৭৭ বছরের এক ব্যক্তির মৃত্যু। সভায় অব্য়বস্থার ফলে মৃত্যু, এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃতের পরিবার। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে বনগাঁ থানার পুলিশ।
নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী-সহ ২। ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় ৬ আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভাঙড়ের পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোণা। পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী-সহ ২।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়ায় রাস্তায় আটকে সিপিএম প্রার্থী-সহ ৩ জনকে লাঠি দিয়ে বেধড়ক মার। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহতরা হাসপাতালে ভর্তি। সাবড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী সত্যেন দাসের অভিযোগ, বারবার মনোনয়ন তোলার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। নতিস্বীকার না করাতেই গতকাল ৩০-৪০ জন তৃণমূল কর্মী হামলা চালায়। তৃণমূলের পাল্টা দাবি, সিপিএমের কোনও সংগঠন নেই, হারবে জেনে নিজেদের মধ্যে মারামারির দায় আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। এলাকায় টহল দিচ্ছে বেলদা থানার পুলিশ।
রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত দিনহাটার গীতালদহ। তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে।
হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে পরপর ২টি বোমা ছোড়ার অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান প্রার্থী। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়ায় রাস্তায় আটকে সিপিএম প্রার্থী-সহ ৩ জনকে লাঠি দিয়ে বেধড়ক মার। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
বাম কর্মী-সমর্থকদের এবার বিজেপিকে ভোট দিতে আহ্বান শুভেন্দু অধিকারীর
বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন। বাসন্তীর ফুলমালঞ্চে গুলি, তৃণমূলকর্মী খুন। তৃণমূলকর্মী জিয়ারুল মোল্লার মাথা, পেটে গুলি
ভোটের প্রচারে গিয়ে পূর্ব বর্ধমানের ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক।
একাধিক খুন, বেলাগাম নির্বাচনী সন্ত্রাসের পরও কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরে রাখার সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। ৩১৫ কোম্পানি বাহিনীকে ব্য়বহার করা হবে এরিয়া ডমিনেশন, নাকা চেকিংয়ের কাজে। কমিশনের এই বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
কেউ বলছেন বিডিওদের পিঠে লাঠির ছাপ দিতে! কারও মুখে আবার মাথার চাঁদি ফাটানোর হুঁশিয়ারি! পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, বাড়ছে হুমকি-হুঁশিয়ারি দেওয়ার পারদ! বিরোধীদের পাশাপাশি পিছিয়ে নেই শাসকদলও! তৃণমূলকে ভোট না দিলে সরকারি সুযোগ সুবিধা না দেওয়ার হুমকি বীরভূমের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের!
পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ আগে ভাঙড়ে দফায় দফায় অশান্তি। ভগবানপুরে ISF-তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের মারে ISF কর্মীর চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে অভিযোগ।
প্রেক্ষাপট
ভোটের (Panchayat Election 2023) আগে ফের অশান্ত বাসন্তী (Basanti)। ফুলমালঞ্চে গুলি করে তৃণমূলকর্মীকে (TMC) খুন। বাড়ি ফেরার সময় ঘিরে ধরে মাথা-পেটে গুলি। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন, দাবি স্থানীয়দের।
যুূব বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র বাসন্তীর (Basanti) কাঁঠালবেড়িয়া। ভাঙড়ে তৃণমূলকর্মীকে খুনের চেষ্টা। গীতালদহে আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি।
কোচবিহারের (Coochbehar) ঘটনার কথা জানতে পেরে উদবিগ্ন রাজ্যপাল। রাতেই রাজ্য নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন কে ফোন। আজ আহতদের দেখতে যাবেন হাসপাতালে।
ভোটে বেলাগাম সন্ত্রাস। তাও ভোটের দিন বুথে থাকবে না কেন্দ্রীয় বাহিনী (Central Force)। কমিশনের নোটিসে বিতর্ক। ভোটের দিনের জন্য আলাদা বিজ্ঞপ্তি। ব্যাখ্যা কমিশনের।
ক্যানিং, ভাঙড়ের পর হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। অভিযোগ নিয়ে সাতসকালে আনন্দ বোসের দ্বারস্থ বাম-বিজেপি-কংগ্রেস। মহাঘোটের চেয়ারম্যান বলে কটাক্ষ তৃণমূলের।
কোচবিহার গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। গেলেন নিহত বিজেপি কর্মীর বাড়িতে। কথা বললেন নিহত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে।
রাজ্যপালের সফরের মধ্যেই ফের উত্তপ্ত দিনহাটা। কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, আগুন। অভিযুক্ত শাসক দল। অস্বীকার তৃণমূলের।
সিপিএম-আইএসএফের যৌথ মিছিলের পর থেকে ফের উত্তপ্ত ভাঙড়। দেওয়াল লিখন ঘিরে বোমাবাজি। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ। উদ্ধার অস্ত্র। গ্রেফতার ২ আইএসএফ কর্মী।
পাণ্ডবেশ্বরে ২ বিজেপি প্রার্থীকে মার। কাঠগড়ায় তৃণমূলের ব্লক সভাপতি। পুলিশের সঙ্গে বচসা অগ্নিমিত্রার। রহড়ায় বিজেপি নেতা-কর্মীদের হুমকির অভিযোগ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -