West Bengal Panchayat News Live: ভাঙড়ে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, অভিযোগের তির আইএসএফের দিকে

West Bengal Panchayat Election : নির্বাচন ও পরবর্তী সন্ত্রাস সংক্রান্ত সব খবর এই ব্লগে।

ABP Ananda Last Updated: 15 Jul 2023 10:19 AM

প্রেক্ষাপট

এক নজরে পঞ্চায়েতের খবর : অভিষেকের নিশানায় বিচারব্যবস্থা : নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল, বিচারব্য়বস্থাকে নিশানা অভিষেকের। বললেন, রাজাশেখর মান্থা বিজেপির গুণ্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, আমি প্রোটেকশন চাইলে দেবে ?'জয়ীদের ভবিষ্যৎ কোর্টের...More

West Bengal Panchayat News : মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা

ভোটপর্ব মিটলেও বীরভূমে বোমা উদ্ধার চলছেই। এবার মাড়গ্রামে কালভার্টের নীচ থেকে উদ্ধার হল প্লাস্টিকের ড্রাম বোঝাই তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মাড়গ্রামে কালুয়া গ্রাম পঞ্চায়েতের তপন ও মহিল্লাপাড়ার মাঝে ওই এলাকায় কালভার্টের নীচ থেকে ৮০-৮৫টি বোমা উদ্ধার করে পুুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে গ্রামবাসীদের দাবি।