West Bengal Panchayat Poll Result : তৃণমূলের ঝুলিতে ৫১ শতাংশ ভোট, পঞ্চায়েতে জেলা পরিষদে বিশে বিশ ঘাসফুলে
তেইশের পঞ্চায়েত ভোটে ফের সবুজ ঝড়! ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের ফল জানতে চোখ রাখুন এই ব্লগে।
হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের জেলা সহ সভাপতির গাড়ি ভাঙচুর, গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, হেরে যাওয়ার পর বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তৃণমূল।
রানাঘাটের রামনগরে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
পঞ্চায়েতে সবুজ ঝড়। ২০টি জেলা পরিষদই তৃণমূলের দখলে। ভোট শতাংশের নিরিখে বিরোধীদের বহু আগে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রাপ্ত ভোট ৫১ শতাংশ। বহু পিছনে থেকে বিজেপির প্রাপ্ত ভোট ২৩ শতাংশ। বামেদের প্রাপ্তি ১৩ শতাংশ ভোট, কংগ্রেসের ৬ শতাংশ । অন্যান্য দলের প্রাপ্তি ৭ শতাংশ ভোট । ২০১৮ পঞ্চায়েতের মতোই ২০২৩-ও গ্রাম বাংলার দখল ঘাসফুল শিবিরেরই। ২০টি জেলা পরিষদই শুধু দখল নয়, ৯ টি জেলায় জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের বিজয় মিছিল ঘিরে রণক্ষেত্র হাওড়ার ডোমজুড়। ডোমজুড়ে ইটবৃষ্টি, রেহাই পেল না দাঁড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সও ! তৃণমূলের মিছিলে হামলার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। তৃণমূলের কোন্দলের জেরেই হামলা, পাল্টা দাবি সিপিএমের।
কীভাবে ব্যালট পেপার বাইরে বেরোয় ? কৈফিয়ত চেয়ে হুগলির জাঙ্গিপাড়া পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
গুলিবিদ্ধ বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসানের অস্ত্রোপচার। কলকাতার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বের করা হল বুলেট । জখম পুলিশ অফিসার ও তাঁর দেহরক্ষী মুকুন্দপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি। দেহরক্ষীর শরীরে কোনও বুলেট আটকে নেই, জানালেন চিকিৎসকরা।
ভোটের বাংলায় মৃত্যুমিছিল, রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হিঙ্গলগঞ্জে আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোটের দিন থেকে ঘরছাড়া বিজেপি কর্মী বিশ্বজিৎ মণ্ডল ও তাঁর স্ত্রী। আতঙ্কিত পরিবারের সঙ্গে কথা রবিশঙ্কর প্রসাদের । বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি আক্রান্ত বিজেপি কর্মীর মায়ের। সন্ত্রাসই সঙ্গী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের, আক্রমণে রবিশঙ্কর প্রসাদ।
মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি ৪৭ । গণনা পর্বের শেষে ভাঙড়ে ভোট হিংসার বলি আরও ৩। ভাঙড়ে বোমাবাজি, বেঘোরে প্রাণ গেল গ্রামবাসীর! কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির।
জেলা পরিষদের ভোট গণনাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ আইএসএফ কর্মীদের। গতকাল রাতভর ভাঙড়ে ব্যাপক বোমাবাজি, চলে গুলিও। গুলিবিদ্ধ হন বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। 'পুলিশের উর্দি পরে এসে গুলি চালায় সওকত ও আরাবুলের লোকেরা', অভিযোগ নিহত আইএসএফ কর্মীদের পরিবারের। 'পরিকল্পিত সন্ত্রাস, হামলা চালিয়েছে আইএসএফ', অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল বিধায়ক সওকত মোল্লার। ভাঙড়ে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি।
গণনা পর্বেও অশান্ত ভাঙড়ে ৩মৃত্যু, আক্রান্ত পুলিশ। সিআইডিকে তদন্তভার রাজ্যের। ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ আইএসএফ কর্মী, ১ গ্রামবাসীর।
গুলিবিদ্ধ বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান, জখম দেহরক্ষীও ।
ভোটের বাংলায় মৃত্যুমিছিল, রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম
পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই ফের দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে খুন। বিজেপির বিরুদ্ধে ট্যুইটে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ। মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদপাশা এলাকার ১০৫ নম্বর বুথের বাসিন্দা ছিলেন বিপ্লব।
'ভোট বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৯জনের মৃত্যু। ভেদাভেদ না করে নিহত ১৯ জনের পরিবারকে হোমগার্ডের চাকরি, আর্থিক সাহায্য। বাংলায় ১১ কোটি মানুষ, বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা ঘটেছে। পূর্ব বর্ধমানে একজন হৃদরোগে মারা গেছেন। পঃ বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দঃ দিনাজপুর, উঃ ২৪ পরগনায় কিছুই ঘটেনি। কোচবিহারে একটা ঘটনা ঘটেছে, ইসলামপুরে একটা ঘটনা ঘটেছে'। বললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
ভোট শেষ, এখনও বারুদের স্তূপে বীরভূম। বীরভূমের সাঁইথিয়ায় উদ্ধার বালতি ভর্তি সকেট বোমা। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা তৈরির মশলা, আটক ১।
'আমি এতদিন বাদে মুখ খুলছি, এতদিন সহ্য করেছি, কিন্তু তারও সীমা থাকে, বিক্ষিপ্ত ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে, এজন্য আমরা দুঃখিত। ভাঙড়, ডোমকলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে, আমরা তো জিতিনি। ৭১ হাজার বুথে ভোট হয়েছে, বড়জোর ৭টা বুথে বিক্ষিপ্ত গন্ডগোল ঘটানো হয়েছে'। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
'আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে! সমালোচনা-কুৎসা করে শক্তি বাড়িয়েছে বিরোধীরা, এজন্য ধন্যবাদ'। 'কথায় কথায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এজেন্সি, এভাবে দেশ চালানো যায় না, এত কুৎসা, কিন্তু আমি বদলা নেব না'। মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোট পরবর্তী হিংসায় অগ্নিগর্ভ কুলপি। দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। মুড়ি মুড়কির মতো পড়ল বোমা। তৃণমূল-আইএসএফ সংঘর্ষ, আহত অন্তত ১০। পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ দুই দলের।
মনোনয়ন পর্ব থেকে শুরু, রাজ্যে ৩৫ দিনে ভোটের বলি ৪৭! এবার মুর্শিদাবাদের সাগরদিঘির আক্রান্ত কংগ্রেস কর্মীর মৃত্যু। ভোটের দিন তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, আহত কংগ্রেস কর্মীর মৃত্যু। বুথ দখলের প্রতিবাদ, বাঁশ দিয়ে কংগ্রেস কর্মীর উপর হামলা। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি ছিলেন জখম কংগ্রেস কর্মী। আজ আক্রান্ত কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু এসএসকেএমে ।
জয়ের বারো ঘণ্টার মধ্যেই দলবদল। ৩ সিপিএম এবং ১ বিজয়ী নির্দল প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। কাটোয়ার শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের ৪ প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে যোগ দিলেন তাঁরা। সন্ত্রাসের কারণেই দল বদল, দাবি সিপিএম-এর। সন্ত্রাসের অভিযোগ অস্বীকার শাসকদলের।
ভোট শেষ হলেও সন্ত্রাসের শেষ নেই, মালদার রতুয়ায় খুন কংগ্রেস কর্মী । তৃণমূলের বিজয় মিছিলে বাজি ফাটানোর প্রতিবাদ করায় খুনের অভিযোগ।বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করেন ফতিকুল হক। বাড়ি থেকে বের করে কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। কংগ্রেস কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত পরিবারের ৪ সদস্যও। আজ সকালে মালদা মেডিক্যালে কংগ্রেস কর্মীর মৃত্যু।
ভাঙড়ে ভোট-হিংসার মধ্যে পড়ে এবার সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ। বাড়ির বাইরে বেরোতেই গুলিতে মৃত্যু, অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম রাজু মোল্লা, কোনও রাজনৈতিক দলের সদস্য ছিল না সে, দাবি পরিবারের।
জাঙ্গিপাড়ার পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে সশরীরে এজলাসে তলব। চলতি পঞ্চায়েত নির্বাচনে প্রথম কোনও রিটার্নিং অফিসারকে এজলাসে তলব। কীভাবে ব্যালট পেপার বাইরে বেরোয়? কৈফিয়ত চাইলেন বিচারপতি অমৃতা সিনহা । বৃহস্পতিবার দুপুর দুটোয় পঞ্চায়েত রিটার্নিং অফিসারকে এজলাসে তলব ।
ভোট-সন্ত্রাসের খতিয়ান নিতে রাজ্যে এল বিজেপির ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোট ঘিরে এত সংঘর্ষ, এত মৃত্যু, বোমা, গুলি। গণতন্ত্রে এটা কি কাম্য? প্রশ্ন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য রবিশঙ্কর প্রসাদের।
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়, শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের।
আজকেও কমিশনের কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয় ? প্রশ্ন প্রধান বিচারপতির ।
মালদার রতুয়ায় কংগ্রেসকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ।
নিহত কংগ্রেসকর্মীর নাম ফটিকুল হক।
জয়ের পর কংগ্রেসকর্মীর বাড়ির সামনে বাজি তৃণমূল সমর্থকদের।
বাজি ফাটানোর প্রতিবাদ করায় পিটিয়ে খুনের অভিযোগ।
এই নিয়ে ভোট হিংসায় মৃত্যু বেড়ে ৪৫।
বারুদের স্তূপে ভাঙড়। বিভিন্ন জায়গা থেকে উদ্ধার বোমা।
রাজ্য নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া পর্যাপ্ত নয়, শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায়
প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের । আজকেও কমিশনের কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয় ? প্রশ্ন প্রধান বিচারপতির ।
শুভেন্দুর নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতিতে তৃণমূল বনাম বিজেপি কড়া টক্কর, ফল টাই। ২ নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে। জেলা পরিষদ দখলেই রাখল তৃণমূল।
ভাঙড়ে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, গুলি। গুলিবিদ্ধ ২ আইএসএফ কর্মীর মৃত্যু। গুলিতে জখম বারুইপুর পুলিশ জেলার এএসপি। গুলিবিদ্ধ আধিকারিকের দেহরক্ষীও।
পঞ্চায়েত হিংসায় মৃত্যু বেড়ে ৪৪। ভাঙড়ে গুলিতে জখম ২ আইএসএফ কর্মীর মৃত্যু। ভাঙড়ে সংঘর্ষের সময় বাইরে বেরিয়ে গুলিবিদ্ধ হয়ে সাধারণ মানুষের মৃত্যু। রায়দিঘিতে তৃণমূলকর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার।
শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০টি আসনের মধ্যে ৩৯টি পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে ১৩টি আসন।
পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড়
- ২,৬১০টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে
- বিজেপির দখলে ২১২টি গ্রাম পঞ্চায়েত
- ত্রিশঙ্কু ২৬৩টি গ্রাম পঞ্চায়েত
- ২৪৯টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে
- বিজেপির ঝুলিতে ৮টি পঞ্চায়েত সমিতি
- ত্রিশঙ্কু ৪টি পঞ্চায়েত সমিতি
- জেলা পরিষদে নিরঙ্কুশ জয় তৃণমূলের, ২০-র মধ্যে ২০টিতেই ফুটল ঘাসফুল
শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০টি আসনের মধ্যে ৩৯টি পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে ১৩টি আসন। শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের ২ নম্বর পঞ্চায়েত সমিতি গেল বিজেপির দখলে। নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির ভোটের ফল টাই হয়েছে। ১৫টি করে আসন জিতেছে তৃণমূল ও বিজেপি।
উত্তর ২৪ পরগনার অশোকনগরে তৃণমূল প্রার্থীকে অপহরণের অভিযোগ, আইএসএফ প্রার্থীর জয় আটকাতে তৃণমূল প্রার্থীকে অপহরণের অভিযোগ।অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই।
ভোটের ফল ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুরের বেলদার ব্রাহ্মণ খলিশা গ্রামে ৩ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি। বোমার আঘাতে জখম এক মহিলা-সহ ৬ তৃণমূল কর্মী।
গণনা কেন্দ্রে কারচুুপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মালদার হবিবপুরে গণনা কেন্দ্রের সামনেই ধর্নায় বসলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু
ভাঙড়ে ভোট-হিংসার মধ্যে পড়ে এবার সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগ। বাড়ির বাইরে বেরোতেই গুলিতে মৃত্যু, অভিযোগ মৃতের পরিবারের। মৃতের নাম রাজু মোল্লা, কোনও রাজনৈতিক দলের সদস্য ছিল না সে, দাবি পরিবারের
পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই ফের দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে নৃশংস খুন। কুপিয়ে খুন করে পুকুরে দেহ ফেলে দেওয়ার অভিযোগ তৃণমূলের। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ।
পুলিশের উর্দি পরে এসে গুলি চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা, অভিযোগ মৃতের পরিবারের। পুলিশ সূত্রে খবর, গুলিতে জখম বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। গুলি লেগেছে তাঁর দেহরক্ষীর পায়েও
। অভিযোগ, জেলা পরিষদের আসনে আইএসএফ এগিয়ে থাকায় পুনর্গণনার দাবি জানায় তৃণমূল। এই নিয়ে গন্ডগোল চরমে ওঠে।
ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি আরও দুই
ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের সামনেই বোমাবাজি, চলল গুলিও
গুলিবিদ্ধ হয়ে মৃত্যু আইএসএফ কর্মী হাসান মোল্লা, রেজাউল গাজির
এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখলে ২৫৬২ গ্রাম পঞ্চায়েত, বিজেপির দখলে ২১২টি, বামের দখলে ৪২ গ্রাম পঞ্চায়েত, কংগ্রেসের দখলে ১৭টি গ্রাম পঞ্চায়েত, আইএসএফ-এর দখলে ৮টি গ্রাম পঞ্চায়েত।
২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ক্রমশ শক্তিবৃদ্ধি করা বিজেপি কার্যত ধাক্কা খেল পঞ্চায়েত নির্বাচনে। কয়েকটি জায়গায় ভাল ফল করলেও, গত লোকসভা ও বিধানসভার ভোটের ফলের নিরিখে পঞ্চায়েতে উত্তরবঙ্গে আশানুরুপ ফল করতে ব্য়র্থ হল গেরুয়া শিবির।
ভয়ের ভাঙড়ে এবার গুলিবিদ্ধ পুলিশ কর্তা। গতকাল তৃণমূল- আইএসএফ সংঘর্ষে গুলিও চলে। গুলিবিদ্ধ হন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মাকসুদ হাসান। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে।
ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি আরও এক। গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের
সামনেই বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আইএসএফ কর্মীর। গুরুতর আহত আরও এক আইএসএফ কর্মী। এই নিয়ে পঞ্চায়েত ভোট ঘোষণার পর, বাংলায় ৩৫ দিনে ৪২ জনের মৃত্য়ু হল।
২টি গ্রাম পঞ্চায়েতে প্রায় দেড়হাজার ভোটে বামেরা এগিয়ে থাকায়, বারাসাত ১ নম্বর ব্লকে গণনা কেন্দ্রের মধ্যেই সিপিএমের জেলা পরিষদ প্রার্থী হাবিব আলিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রার্থী-সহ সিপিএম কর্মীরা।
তৃণমূলের জয়জয়কারের মধ্যেও আরাবুল ইসলামের ডেরায় সিঁদ কাটল বিরোধীরা। আরাবুল ইসলামের বাড়ি যে পঞ্চায়েত এলাকায়, সেখানেই পরাজিত হল তৃণমূল। শাসকদলের হার হল উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের গ্রামেও।
ময়নার বাকচাতেও বোমা ফেটে গুরুতর জখম এক। বোমা ফেটে হাত উড়ল এক ব্যক্তির।
পূর্ব মেদিনীপুরের ময়নার পর কোচবিহারের দিনহাটা। বোমা ফেটে জখম এক কিশোর-সহ দুই। গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। দায়ের আঘাত লাগতেই বিস্ফোরণ ঘটে।
ভয়ের ভাঙড়ে ভোট-হিংসার বলি আরও এক। গভীর রাতে পঞ্চায়েত ভোট গণনার শেষ পর্বে কাঁঠালিয়া স্কুলে গণনা কেন্দ্রের
সামনেই বোমাবাজি, চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক আইএসএফ কর্মীর।
লোকসভার আগে পঞ্চায়েত ভোটে ফের সবুজ ঝড়। প্রায় সবকটি জেলা পরিষদেই নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠতা তৃণমূলের। কার্যত দাঁত ফোটাতেই পারল না বিরোধীরা।
পঞ্চায়েত হিংসায় মৃত্যু বেড়ে ৪১। এবার ভাঙড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত ১ আইএসএফ কর্মী। গুরুতর আহত আরও ১। বোমাবাজিতে জখম বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার।
প্রেক্ষাপট
অগ্নিগর্ভ অশোকনগর: গণনার ( Panchayat Poll Counting ) সময় দফায় দফায় অগ্নিগর্ভ অশোকনগর। বিরোধীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে জমায়েত, ইটবৃষ্টি। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।
গণনাতেও রক্তপাত : ভোটের পর গণনাতেও অশান্তি। কোথাও আক্রান্ত আইএসএফ ( ISF ) , কোথাও তৃণমূল ( TMC ) , কোথাও রক্তাক্ত বিজেপি ( BJP )। ভাঙড়ে শাসক-অফিসে ভাঙচুর।
বোমায় উড়ল হাত : পঞ্চায়েতে ( Panchayat Poll 2023 ) সবুজ ঝড়, তাও রক্তপাত! বনগাঁ-ডায়মন্ড হারবারে বোমাবাজি। ময়নায় বিস্ফোরণে উড়ল হাত। দক্ষিণ ২৪ পরগনায় মাথা ফাটল বিজেপির জেলা পরিষদ প্রার্থীর।
পঞ্চায়েতে সবুজ ঝড় : চব্বিশের আগে তেইশের পঞ্চায়েত ভোটে ফের সবুজ ঝড়! বিরোধীদের বহু পিছনে ফেলে একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের।
অভিষেকের বিরোধী-জবাব : বিরোধীদের নো ভোট টু মমতা প্রচার এখন নাউ ভোট ফর মমতা। পঞ্চায়েতে সবুজ ঝড়ের পর আক্রমণে অভিষেক। লোকসভার আগে জনমত তৈরি বলে মন্তব্য।
তেইশে হেরে চব্বিশের চ্যালেঞ্জ : উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, গড়েই ধরাশায়ী বিজেপি। সাগরদিঘি-বগটুইয়েও ধাক্কা। মুখ রক্ষা নন্দীগ্রামে।
গণনাকেন্দ্রেই দলবদল: দলবদলের নতুন নজির কালনায়। সিপিএমের টিকিটে জিতে গণনাকেন্দ্রের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন প্রার্থী!
মালদা-মুর্শিদাবাদে কড়া টক্কর : গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তিন স্তরেই ফের সবুজ ঝড়। মালদা-মুর্শিদাবাদে তৃণমূলকে কড়া টক্কর দেওয়ার চেষ্টা করল কংগ্রেস-সিপিএম।
পেটে পেটে এত ব্যালট : জিতছিল সিপিএম, হারাতে ব্যালটই খেয়ে নিল শাসক! চাঞ্চল্যকর অভিযোগ হাবড়ার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থীর। অস্বীকার তৃণমূলপ্রার্থীর।
ব্যালট-বানচালে কালি : একশোর মধ্যে ৯৮ ভোট বিজেপির, ২টি তৃণমূলের। বানচাল করতে গণনাকেন্দ্রেই ব্যালটে কালি, জল ঢালার অভিযোগ। আটক অভিযুক্ত তৃণমূল প্রার্থী।
বালিতে ব্যালট-বিশৃঙ্খলা : বালিতে গণনা কেন্দ্রে নর্দমায় সিপিএমের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট। জানলা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ। ব্যালট কাড়তে গেলে মার তৃণমূল এজেন্টকে।
ভোটের পর বাহিনী 'উপলব্ধি': কেন্দ্রীয় বাহিনী থাকলে ভয় থাকে, ভোট-সন্ত্রাসে ৪০জনের মৃত্যুর পর উপলব্ধি কমিশনের!
'সন্ত্রাসমুক্ত ভোট অসম্ভব' : ভোট-হিংসায় আঠেরোকেও ছাপিয়ে গেল তেইশ। বাংলায় সন্ত্রাসমুক্ত ভোট অসম্ভব, মানলেন উদয়নও। (বাইট- আমি বেঁচে থাকতে আর ১০০ শতাংশ শান্তিপূর্ণ ভোট দেখতে পারব না।)
গড়েই কাত আরাবুল : ভাঙড়ে আরাবুলের পঞ্চায়েতই হাতছাড়া তৃণমূলের। দুবরাজপুরে পঞ্চায়েতে জয়ী কেষ্টকে কেস দেওয়া শিবঠাকুরের স্ত্রী। সিঙ্গুর দখল তৃণমূলের।
কমিশনে ওয়েবসাইট-বিভ্রাট : গণনার দিন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিভ্রাট। রেজাল্ট আপডেটে সমস্যা। মিনিট ১৫ বিদ্যুৎহীন থাকল গোটা দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -