West Bengal Panchayat Poll Result : তৃণমূলের ঝুলিতে ৫১ শতাংশ ভোট, পঞ্চায়েতে জেলা পরিষদে বিশে বিশ ঘাসফুলে

তেইশের পঞ্চায়েত ভোটে ফের সবুজ ঝড়! ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের ফল জানতে চোখ রাখুন এই ব্লগে।

ABP Ananda Last Updated: 12 Jul 2023 10:58 PM

প্রেক্ষাপট

 অগ্নিগর্ভ অশোকনগর:  গণনার ( Panchayat Poll Counting )  সময় দফায় দফায় অগ্নিগর্ভ অশোকনগর। বিরোধীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে জমায়েত, ইটবৃষ্টি। ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস।গণনাতেও রক্তপাত : ভোটের পর গণনাতেও...More

Panchayat Election Results Live Updates : হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ

হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তৃণমূলের জেলা সহ সভাপতির গাড়ি ভাঙচুর, গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপির পাল্টা দাবি, হেরে যাওয়ার পর বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকে গন্ডগোল পাকানোর চেষ্টা করে তৃণমূল।