West Bengal Panchayat Poll 2023 : মুর্শিদাবাদের ডোমকলে সিপিএমের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪ দলীয় কর্মী, দাবি তৃণমূলের
Panchayat Poll News Update : এক নজরে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বড় খবর
উলুবেড়িয়া ১ এর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ । বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । এক সদস্যের কমিশন গঠন করল কমিশন । অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে -র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ।
আজ কোচবিহার থেকে পঞ্চায়েতের ভোটপ্রচার শুরু করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। 'ওঁকে নামতে হচ্ছে কারণ ওঁর দলের নেতাদের কেউ বিশ্বাস করছে না। উনি গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন' কটাক্ষ দিলীপ ঘোষের।
ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় পুলিশের! বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোকে মারধর। সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে মারধরের অভিযোগ
আক্রান্ত বিজেপি প্রার্থী ক্যান্সার আক্রান্ত, দাবি পরিবারের। প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।
ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীকে সপাটে চড় পুলিশের! বিজেপির জেলা পরিষদের প্রার্থী শুভঙ্কর মাহাতোকে মারধর। সাঁকরাইল থানার ওসির বিরুদ্ধে মারধরের অভিযোগ
আক্রান্ত বিজেপি প্রার্থী ক্যান্সার আক্রান্ত, দাবি পরিবারের। প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।
পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর আবেদন জানিয়ে এবার হাইকোর্টে নৌশাদ।
ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস। নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়কে পরিবার। তৃণমূলের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ। অস্বীকার শাসকদলের।
রায়নায় পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে পুলিশকে বেনজির আক্রমণ রুদ্রনীল ঘোষের।
ভোটের মুখে তৃণমূলের হুমায়ুন-অস্বস্তি অব্যাহত। 'আগামী দিনে মুর্শিদাবাদে তৃণমূলের আসন ২০ থেকে ২ করে দেব', দলকে চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 'টিকিট বিলি নিয়ে অনেক তৃণমূল বিধায়কই প্রশ্ন তুলেছেন। দল তাঁদের রেয়াত করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমিও দেখে নেব।', দলকে চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
মুর্শিদাবাদের ডোমকলে ভোট সন্ত্রাসে গুলিবিদ্ধ ৪ তৃণমূল কর্মী। সিপিএম-তৃণমূলের সংঘর্ষে ৪ তৃণমূল কর্মী গুলিবিদ্ধ বলে অভিযোগ।
কাউকে চুরি করতে দেব না। পঞ্চায়েতকে এবার আলাদা গুরুত্ব দিচ্ছি, কাউকে দুঃখ দিলে ক্ষমা চাইছি, কোচবিহারে বললেন মমতা। ১০ বছর ধরে চুরি করেছেন, পাল্টা শুভেন্দু।
ভোটের বাকি ১২ দিন। এখনও চলছে কেন্দ্র-কমিশন পত্রযুদ্ধ। ৩১৫ কোম্পানি কোথায় ব্যবহার, জানতে চেয়ে চিঠি কেন্দ্রের। বাকি বাহিনী কোথায়, পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের।
কোচবিহারে প্রচারে গিয়ে নিশীথকে আক্রমণ মমতার। নিশানা করলেন বিএসএফকেও।
ভোটের মুখে তৃণমূলের হুমায়ুন-অস্বস্তি অব্যাহত। 'আগামী দিনে মুর্শিদাবাদে তৃণমূলের আসন ২০ থেকে ২ করে দেব, দলকে চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। টিকিট বিলি নিয়ে অনেক তৃণমূল বিধায়কই প্রশ্ন তুলেছেন। দল তাঁদের রেয়াত করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমিও দেখে নেব', দলকে চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
পঞ্চায়েত নির্বাচন ঘিরে বারবার অগ্নিগর্ভ হয়েছে ভাঙ্গর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙ্গরে তিনটে রাজনৈতিক মৃত্যুর জন্য এবার পুলিশকেই দায়ী করলেন বিধায়ক সব্যসাচী দত্ত l
গ্রাম বাংলার ভোটের প্রচার কলকাতায়। বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল ভোটপ্রচার করলেন বাম কর্মীরা। সিপিএমের কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভোর সাড়ে ৪টে থেকে ৭টি স্টেশনে প্রচার শুরু হয়। শিয়ালদা, উল্টোডাঙা, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর ও দমদম, এই স্টেশনগুলিতে যাত্রীদের মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচার করেন সিপিএম কর্মীরা।
ফের বোমার স্তূপে মুর্শিদাবাদ, ডোমকলে বিস্ফোরণ। ডোমকল পুরএলাকার মানিকনগরে বিস্ফোরণে আহত ১। বিস্ফোরণে আহত মহিলা-সহ বাড়ির সদস্যরা উধাও। বাড়িতে মজুত বোমা থেকেই বিস্ফোরণ, সন্দেহ স্থানীয়দের।
সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করার দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। পাশাপাশি রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন । হাইকোর্টে আবেদন এক আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি । আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস। নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর পরিবার। তৃণমূলের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ। ২ জন গ্রেফতার।
উলুবেড়িয়া ১ এর বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ । বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । এক সদস্যের কমিশন গঠন করল কমিশন । অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে -র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ।
সিপিএম-কংগ্রেস-বিজেপিকে নিশানা মমতার। 'সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়েছে। আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। আর এখানে সিপিএম-কংগ্রেস-বিজেপি মহাঘোঁট করছে। মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে। অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না। কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট নয়', কোচবিহারের সভায় আক্রমণ মমতার
'পঞ্চায়েতকে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি। পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব। কাউকে টাকা দেবেন না, আমরা চুরি করতে দেব না। আমরা চাই মানুষের পঞ্চায়েত, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ কোচবিহার থেকে পঞ্চায়েতের ভোটপ্রচার শুরু করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। 'ওঁকে নামতে হচ্ছে কারণ ওঁর দলের নেতাদের কেউ বিশ্বাস করছে না। উনি গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন' কটাক্ষ দিলীপ ঘোষের।
পঞ্চায়েত ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবার। 'বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল'। ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ'। মঞ্চ থেকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি । সব পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা
রাজ্যের ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো চিঠির উত্তরে এবার পাল্টা চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের। আগে মঞ্জুর করা ৩১৫ কোম্পানি বাহিনী কোথায় এবং কীভাবে ব্যবহার, তা জানতে চেয়ে কমিশনকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের।
মমতাকে প্রচারে নামতে হচ্ছে কারণ ওঁর দলের নেতাদের কেউ বিশ্বাস করছে না। উনি গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।
মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচারের দিনেই পাহাড় সফরে রাজ্যপাল। সকালে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে রওনা দেন সি ভি আনন্দ বোস। নিউ জলপাইগুড়ি থেকে যাবেন শিলিগুড়িতে। সূত্রের খবর, উত্তরবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে রাজ্যপালের বৈঠকের সম্ভাবনা রয়েছে। যেতে পারেন শৈলশহর দার্জিলিঙেও। আজ ও কাল কোচবিহার, জলপাইগুড়িতে পঞ্চায়েত ভোটের প্রচার করবেন মুখ্যমন্ত্রী। একই সময়ে রাজ্যপালও পাহাড়ে থাকায় ভোটের বাজারে সরগরম থাকবে উত্তরবঙ্গের মাটি।
বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের ২ হাজার টাকা করে দেবে বিজেপি সরকার। স্বাস্থ্য সাথীর বদল চালু করা হবে আয়ুষ্মান ভারত। যা গোটা দেশে চলে। নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী।
নিউ ব্যারাকপুরের সতীন সেন নগরে সিপিএমের মিছিলে বাঁশ, লাঠি, রড নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় টোটো। সিপিএম কর্মীদের রাস্তায় ফেলে পেটানো হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন বাম কর্মী আহত। প্রতিবাদে নিউ ব্যারাকপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা। ঘটনার সূত্রপাত গতকাল সকালে। নিউ ব্যারাকপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে পোস্টার লাগাচ্ছিলেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তৃণমূলের দুষকৃতীরা তাঁদের ওপর চড়াও হয়। এই ঘটনায় নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে বামেরা। অভিযোগ, তার বদলা নিতেই সন্ধেয় সিপিএমের মিছিলে ফের হামলা চালানো হয়। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।
গ্রাম বাংলার ভোটের প্রচার কলকাতায়। বৃষ্টি মাথায় নিয়ে সকাল সকাল ভোটপ্রচার করলেন বাম কর্মীরা। সিপিএমের কলকাতা জেলা কমিটির উদ্যোগে ভোর সাড়ে ৪টে থেকে ৭টি স্টেশনে প্রচার শুরু হয়। শিয়ালদা, উল্টোডাঙা, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর ও দমদম, এই স্টেশনগুলিতে যাত্রীদের মধ্যে পঞ্চায়েত ভোটের প্রচার করেন সিপিএম কর্মীরা।
আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত তৃণমূল, প্রতিবাদে কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের ।
বিজেপি বিধায়কের বাড়ির কাছেই এক বিজেপি প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ।
কৃষ্ণগঞ্জ থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাস।
এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত বিজেপি বিধায়কের পরিবার।
রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ ।
প্রেক্ষাপট
এক নজরে পঞ্চায়েত ভোট ( Panchayat Poll ) সংক্রান্ত বড় খবর :
রাজ্যপাল-নির্বাচন কমিশনার বৈঠক : রাজভবনে রাজ্যপালের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক। প্রায় ২ ঘণ্টা সি ভি আনন্দের সঙ্গে কথা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কোন জেলায়, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, সেই তালিকা নিয়েই রাজভবনে গিয়েছিলেন রাজীব সিন্হা।
কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের চিঠি : বাকি ৪৮৫ কোম্পানি চেয়ে কেন্দ্রকে ফের চিঠি রাজ্য নির্বাচন কমিশনের।
কোথায় কত বাহিনী, নেই পরিকল্পনা, খবর সূত্রের। নোডাল অফিসারকে না জানানোয় ভিনরাজ্যেই আটকে ৩১৫ কোম্পানি।
কেন্দ্রীয় বাহিনী হুঁশিয়ারি : প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হলে এবার রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। চাকরি ছেড়ে আন্দোলন করুন, পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
রাজ্যপালের 'রাজধর্ম' বার্তা : জনগণই আমাদের ক্ষমতায় দেয়, এটা ভোলা উচিত নয়। যা হচ্ছে তা সুখকর নয়। অশান্তির আবহে রাজধর্ম মনে করালেন রাজ্যপাল। বিজেপির দালালি করছেন রাজ্যপাল, আক্রমণ তৃণমূলের।
কেন্দ্রীয় বাহিনীতে কাটবে ভয়? : সন্ত্রাসবিদ্ধ ভাঙড়ে ভারী বুটের আওয়াজ কেন্দ্রীয় বাহিনীর। হাওড়া, নানুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। মালদায় বাহিনীকে শাঁখ বাজিয়ে, ফুল ছুড়ে স্বাগত, ভোটারদের সঙ্গে কথা। কেন্দ্রীয় বাহিনীকে দেখে ভয়মুক্ত হয়ে ভোটকেন্দ্রে যাবেন ভোটার?
নৌশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা : হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন নৌশাদ সিদ্দিকি। CISF-এর ৭জনের একটি দল নিরাপত্তার দায়িত্বে। তবে কোন ক্যাটিগরির নিরাপত্তা সেসম্পর্কে স্পষ্ট ধারনা নেই, জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক।
ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল : পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার। ভেটাগুড়িতে তৃণমূল অঞ্চল সভাপতির গাড়ি ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। অস্বীকার গেরুয়া শিবিরের।
'দর্শক' পুলিশ, ক্ষুব্ধ উদয়ন : কোচবিহারের ভেটাগুড়িতে আক্রান্ত তৃণমূল। প্রতিবাদে পথ অবরোধ-বিক্ষোভ শাসক দলের। পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মন্ত্রী উদয়ন গুহর।
আক্রান্ত বিজেপি প্রার্থী : পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে অশান্তি, নদিয়ার করিমপুরে আক্রান্ত বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে পথ অবরোধ করে প্রতিবাদ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।
দেওয়াল লেখা ঘিরে তুলকালাম : পূর্ব বর্ধমানের কালনায় আক্রান্ত সিপিএম। দেওয়াল লিখনকে কেন্দ্র করে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওড়াল শাসক দল।
আরও পড়ুন :
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন ভাঙড়ের বিধায়ক, নৌশাদের বাড়ি পৌঁছলেন CISF-র ৭ আধিকারিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -