মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসায় সিপিএমের (CPM) দেওয়াল লিখন মুছে, কাদা লেপে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। আজ সকালে এই নিয়ে কাঁকসার সিংপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএমের অভিযোগ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ৩-৪ জন প্রার্থীর নাম লেখা দেওয়ালে কাদা লেপে দেয় তৃণমূল কর্মীরা। পুলিশের কাছে এই নিয়ে নালিশ জানিয়েছে বামেরা। প্রচারের আলোয় আসার জন্য নিজেরাই এই কাজ করেছে, সিপিএমকে পাল্টা নিশানা শাসকদলের। 


পশ্চিম বর্ধমানের কাঁকসায় সিপিএমের দেওয়াল লিখন মুছে, কাদা লেপে দেওয়ার অভিযোগ। সিপিএমের অভিযোগ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ৩-৪ জন প্রার্থীর নাম লেখা দেওয়ালে কাদা লেপে দেয় তৃণমূল কর্মীরা। প্রচারের আলোয় আসার জন্য নিজেরাই এই কাজ করেছে, সিপিএমকে পাল্টা নিশানা করেছে শাসকদল। 


সাদা দেওয়ালে কাদা! পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে, কথার কাদা ছোড়াছুড়ির মধ্যে এবার আক্ষরিক অর্থেই কাদায় মাখামাখি রাজনীতির ময়দান! ভোটের দিন ঘোষণার পর থেকেই রক্তাক্ত ভাঙড়। উত্তপ্ত ক্যানিং (Canning)। জেলায় জেলায় চলছে দল বদলের হিড়িক।  চলছে, প্রচার, দেওয়াল লিখন। এরই মধ্যে এবার সিপিএমের দেওয়াল লিখনে কাদা লেপে দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) কংগ্রেসের বিরুদ্ধে। 


ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কাঁকসা। নমিনেশন জমা দেওয়ার পর বিভিন্ন এলাকায় প্রার্থীদের নামে দেওয়াল লিখেছে সিপিএম (cpm)। বাম শরিকের অভিযোগ, পরের দিনই ওই লেখার ওপর কাদা লেপে দিয়েছে তৃণমূল। বৃহস্পতিবার সকালে এই নিয়ে কাঁকসার সিংপাড়া এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএমের অভিযোগ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের ৩-৪ জন প্রার্থীর নাম মুছে দেওয়া হয়েছে।


সিপিএমের কৃষক সভার ব্লক সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়ের কথায়,গতকাল যখন দেওয়াল লিখন করছিলেন তখন তারা তাদের দেওয়াল মুছে দেওয়া হবে এই সন্দেহ করছিলেন, এবং তাদের সেই সন্দেহ সত্যি হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন


তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায়ের কথায়, প্রচারের আলোয় আসার জন্য সিপিআইএম দল নিজেরাই এই কাজ করেছে। শাসক দলের কেউ এই ধরনের কাজের সাথে যুক্ত নেই বলে তার দাবি। পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছে বামেরা। ঘটনার পিছনে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে আর্জি জানিয়েছে সিপিএম।