বর্ধমান:   অর্ধেক ভোটেই পুরো সাফ তৃণমূল। চার দফাতেই সেঞ্চুরি মেরেছে বিজেপি। বর্ধমানের সভায় এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাঁর দাবি, নন্দীগ্রামে ক্লিন বোল্ড হয়েছেন মমতা।



'দিদির মুখে কেন মিষ্টতা নেই ?'

এদিন বর্ধমানের সভায় প্রথম থেকেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ শুরু করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, ''আপনাদের কথাবার্তা, খাবার, আচার-ব্যবহার সবকিছুতে একটা মিষ্টতা আছে।আপনারাই বলুন, দিদি কি বর্ধমানের মিহিদানা পছন্দ করেন না ? আমি শুনে অবাক হই, কোথা থেকে এমন কড়া কথা বলেন দিদি । উনি বুঝতে পরেছেন, বাংলার মানুষ আর ওনাকে সহ্য করছে না।''

'হাফ হতেই পুরো সাফ'

আট দফা বাংলার নির্বাচনে এখনও চার দফা বাকি। তার মধ্যেই নতুন দাবি করলেন প্রধানমন্ত্রী। এদিন নির্বাচনী জনসভায় তিনি বলেন, ''অর্ধেক ভোটেই পুরো সাফ, চার দফার ভোটেই তৃণমূল সাফ হয়ে গেছে। ইতিমধ্যেই অর্ধেক ভোটে সেঞ্চুরি করেছে বিজেপি।এই উনি বলেছিলেন- খেলা হবে।এবার বাংলার মানুষ ওনার খেলা শেষ করে দিয়েছে। তাই উনি এত রেগে যাচ্ছেন।''

'কভি ওয়াপস নেহি আয়েঙ্গে'

এদিন বর্ধমানের সভায় বঙ্গ রাজনীতির ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেখানে উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ''বাংলার রাজনীতিতে একটা বৈশিষ্ট্য আছে।একবার যে যায় আর ফেরে না। কংগ্রেস গেছে ফেরেনি, বাম-কমিউনিস্টরা গেছে ফেরেনি। দিদি গেলেও আর ফিরতে পারবেন না, তা ভলোই বুঝে নিয়েছেন। সেকারণে বাংলার জনগণের ওপর ক্ষুব্ধ হচ্ছেন।''

'তফশিলি জাতির লোকজন ভিখারি ?'

সোমবার বর্ধমানের সভায় ‘দিদির দল’ দলিত , তফশিলিদের অপমান করছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''তৃণমূলের নেতা তফশিলিদের ভিখারি বলছে। দিদির প্রশ্রয় ছাড়া তৃণমূলের লোকজন এই কথা বলতে পারে না। সামনে ১৪ এপ্রিল বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন। তার আগে তৃণমূলের তফশিলি জাতিদের সম্পর্কে এই ধরনের মন্তব্য খুবই দুঃখজনক। এমনকী এখনও পর্যন্ত এসসি-দের নিয়ে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাননি দিদি। দিদিকে দেশের যে দলগুলো সমর্থন করে, তাদের তরফেও কোনও মন্তব্য আসেনি।দলিতদের এই অপমান মেনে নেওয়া যায় না।''

'নন্দীগ্রামে ক্লিন বোল্ড দিদি'

নির্বাচনের আগে বিজেপি বলেছিল, নন্দীগ্রাম যার-বাংলা তাঁর। নন্দীগ্রামের ভোটের পর আত্মবিশ্বাসের হাসি দেখা গিয়েছে দুই শিবিরে। শুভেন্দু বলেছেন, ভোট প্রক্রিয়া যেভাবে হয়েছে, তাতে তিনি একশো শতাংশ সন্তুষ্ট। পাশাপাশি তিনিই নন্দীগ্রামে জিতছেন বলে দাবি করেন মমতা।  এদিন বর্ধমানের সভায় মোদী দাবি করেন, নন্দীগ্রামে ক্লিন বোল্ড হয়েছেন দিদি। বাংলার মানুষ প্রথম চার রাউন্ডে এত বাউন্ডারি মেরেছেন যে সেঞ্চুরি হয়ে গেছে।