সৌভিক মজুমদার, কলকাতা: 'আমি সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব', রাজ্য নির্বাচন কমিশনকে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। সঙ্গে বললেন, 'আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি যদি তৈরি করেন, আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না'।

কী বললেন প্রধান বিচারপতি?এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেন, 'আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই যে আপনারা উচ্চ আদালতে যান। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেন, তাহলে আমরা নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না।' আরও বলেন, 'আমাদের প্রাথমিক মত আপনারা ( নির্বাচন কমিশন) আমাদের নির্দেশকে কার্যকর না করার মতো পরিস্থিতি তৈরি করেছেন।' রাজ্য পাল্টা সওয়াল করে জানায়, গত পরশু আইএসএফ ১৫ হাজার সমর্থক নিয়ে মনোনয়ন পেশ করতে গিয়েছিল। তারাই মনোনয়ন কেন্দ্র ভাঙচুর করেছে। বিজেপির দুই নেতা দুই জেলায় অশান্তি তৈরি করেছে। বস্তুত, গোটা রাজ্য জুড়ে বিজেপি-সহ বিরোধীরা অশান্তি তৈরি করছে, সওয়াল রাজ্যে সরকারের। প্রধান বিচারপতির বক্তব্য, '১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশ পদক্ষেপ করুক।'

রায় ফিরে দেখা ...গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার রায়দান হয়েছে। কিন্তু মনোনয়ন নিয়ে হস্তক্ষেপ করেনি আদালত। এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের উপরই দায়িত্ব ছাড়ে হাইকোর্ট। তবে মনোনয়নে হস্তক্ষেপ না করলেও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আবেদন জমা পড়েছিল, তাতে সাড়া দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী নামতে হবে। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। ভোটের আগেই সন্ত্রাসের অভিযোগ উঠে এসেছে বিভিন্ন জায়গা ছেকে। তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্পর্শকাতর এলাকায় পঞ্চায়েতে ভোট করানোর নির্দেশ। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। বিরোধীরা আদালতে জানিয়েছিলেন, রাজ্য পুলিশের উপর আস্থা নেই তাঁদের। সেই আবেদনেই সাড়া দিল আদালত। স্পর্শকাতর জেলায় ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। একই সঙ্গে আদালত জানিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোটের নিরাপত্তা সংক্রান্ত কাজ করানো যাবে না। নির্ধারিত কাজের গণ্ডিতেই থাকতে হবে তাঁদের। ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ কমিশনকে।

আরও পড়ুন:ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিসের মধ্যে পার্থক্য কী ? প্রতিরোধের উপায় কী ?