কলকাতা: তৃণমূলের প্রার্থিতালিকায় ইউসুফ পাঠানের নাম শুনে চমকে গিয়েছিলেন সকলেই। গুজরাত থেকে প্রাক্তন তারকা ক্রিকেটারকে উড়িয়ে এনে বহরমপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী করার সিদ্ধান্তেও উঠেছে প্রশ্ন। নির্বাচনী মরশুমে আগত রাজনৈতিক অতিথি বলেও কটাক্ষ করেছেন কেউ কেউ। কিন্তু নেহাত ভাগ্য পরীক্ষা বা বিকল্প রোজগারের খোঁজ করতে নয়, রাজনীতিতে তিনি থাকতেই এসেছেন বলে জানিয়েছেন ইউসুফ। প্রতিপক্ষ শিবির থেকে কটাক্ষ উড়ে এলেও, বহরমপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী অধীররঞ্জন চৌধুরীর প্রতি সম্ভ্রম বজায় রেখেছেন। বহরমপুর থেকে মনোনয়নপত্র জমা দিয়ে নিজের সম্পত্তির খতিয়ানও তুলে ধরলেন ইউসুফ। (Yusuf Pathan Assets)
নিজের সম্পত্তির খতিয়ান দিতে গিয়ে ইউসুফ জানিয়েছেন, ২০১৮-’১৯ সালে তাঁর আয় ছিল ৩ কোটি ১০ লক্ষ ১৪ হাজার ৯২৮ টাকা। ২০১৯-’২০ সালে ২ কোটি ৬ লক্ষ ৪৬ হাজার ৮৩০ কোটি টাকা, ২০২০-’২১ সালে ১ কোটি ২ লক্ষ ৩৯ হাজার ৫০ টাকা, ২০২১-’২২ সালে ৬৪ লক্ষ ১৮ হাজার ৫৫০ টাকা এবং ২০২২-’২৩ সালে ২ কোটি ৯৪ লক্ষ ২৮ হাজার ৭৬০ টাকা আয় করেছেন তিনি। স্ত্রী আফরিনের ফিজিওথেরাপিস্ট। (Lok Sabha Elections 2024)
ইউসুফ জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর হাতে নগদ রয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৯৭৭ টাকা। স্ত্রীর হাতে নগদ ১৫ হাজার ৬৭৮ টাকা রয়েছে। বদোদরায় ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ কোটি ২০ লক্ষ ৯০ হাজার ৮৬৭ টাকা জমা রয়েছে ইউসুফের। বদোদরার ইয়েস ব্যাঙ্কে ৪ লক্ষ ২৩ হাজার ৭৬৯ টাকা, বদোদরার সেন্ট্রাল ব্যাঙ্কে ৩৯ হাজার ১১৩ টাকা, বদোদরার ICICI ব্যাঙ্কে ৪ লক্ষ ৮৪ হাজার ২০০ টাকা, বদোদরার গোত্রীর ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ লক্ষ ২ হাজার ৭০৫ টাকা রয়েছে। নির্বাচনী খরচ-খরচা বাবদ একটি অ্যাকাউন্টে ১০০০ টাকা রয়েছে। বদোদরার ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ কোটি ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে তাঁর। বদোদরার ICICI ব্যাঙ্কে আফরিনের অ্যাকাউন্টে ৩৬ হাজার ৬৩৭ টাকা রয়েছে।
Edelweiss Greater China Equity Off Shore Fund-এ ৩৭ লক্ষ ৯৯ হাজার ৩৯৪ টাকা দিয়ে ৭২ হাজার ১৫৭ ইউনিট কেনেন ইউসুফ, বর্তমানে তার বাজারমূল্য ২৬ লক্ষ ৩৪ হাজার ৭৪০ টাকা। HDFC-র ইক্যুইটি শেয়ারে ১ কোটি ৫১ লক্ষ ৮৭ হাজার ৮৩৭ টাকার ১০,৬৩০ ইউনিট রয়েছে তাঁর, বর্তমানে যার বাজারমূল্য ১ কোটি ৮৮ লক্ষ ৬১ হাজার ৭৯৩ টাকা। Central Depository Services India LTD-এ ৪১ লক্ষ ৬২ হাজার ২৬৮ টাকা দিয়ে ৮,৪৬৯ ইউনিট কেনেন, বর্তমানে ১ কোটি ২২ লক্ষ ৩৩ হাজার ৫৯৫ টাকা বাজারমূল্য। কোটাক মহিন্দ্রায় ১ কোটি ৪ লক্ষ ৮৮ হাজার ২৭ টাকা, AXIS Bank-এ ৪৫ লক্ষ ৭৯ হাজার ৪০৫ টাকা, Procter & Gamble Health LTD-এ ৪০ লক্ষ ৬৯ হাজার ৩৫৩ টাকা, ICRA LTD-এ ৩৮ লক্ষ ৭০ হাজার ৭৫৫ টাকা, ICICI LOMBARD GEN INS CO-তে ২৪ লক্ষ ৮৪ হাজার ৬৩৭ টাকা, MIRAE ASSET HANG SENG TECH ETF-এ ১৫ লক্ষ ৮৯ হাজার ৩১৫ টাকা, PIRAMAL PHARMA LTD-এ ৩৬ লক্ষ ২৩ হাজার ৭৬৫ টাকা, CRICKET ACADEMY OF PATHANS PRIVATE LTD-এ ৫০ হাজার টাকা, PATIO Homes Private Limited-এ ১ লক্ষ ২৫ হাজার টাকার ইক্যুইটি শেয়ার আছে ইউসুফের।
পরিবার এবং বন্ধু-বান্ধবদের টাকা ধার দেওয়ার কথা জানিয়েছেন ইউসুফ। তিনি জানিয়েছেন, আবিদ শেখকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, স্ত্রী আফরিনকে ৭ লক্ষ টাকা, চন্দুভাইকে ১০ লক্ষ টাকা, কেতন পটেলকে ১ কোটি টাকা, কিষাণ ধুরুভাইকে ২ লক্ষ টাকা, মেহমুদ খান পাঠানকে ৯৫ লক্ষ ৪০ হাজার ৭০৮ টাকা, মহম্মদ সরিফকে ৬ লক্ষ ৩০ হাজার টাকা, এন এস পাঠানতে ২ লক্ষ ৫০ হাজার টাকা, রাকেশ সোলাঙ্কিকে ৪ লক্ষ টাকা, রশিদ পটেলকে ৫০ লক্ষ টাকা, সগুফতা এম পাঠানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, ইমারসাদকে ১০ লক্ষ টাকা ধার দিয়েছেন তিনি।
একনজরে ইউসুফ পাঠানের সম্পত্তির খতিয়ান-
- অস্থাবর সম্পত্তি-২৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৩৫১.৯১ টাকা।
- স্থাবর সম্পত্তি-২১ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৩৫০ টাকা।
- ঋণ-১১ লক্ষ ৯৬ লক্ষ ৭০ হাজার ৫৫৮.৩৮ টাকা।
২০১২ সালে ১০ লক্ষ ১০ হাজার ৬১০ টাকা দিয়ে Hyundai Verna গাড়ি কেনেন ইউসুফ। ২০১৯ সালে কেনেন Toyota Fortuner, যার দাম পড়ে ৩৫ লক্ষ ৩০ হাজার ৬৩ টাকা। ২০১৬-’১৭ সালে ১০ লক্ষ ৫২ হাজার ৭৭৭ টাকা দিয়ে হিরের গয়না কেনেন ইউসুফ, বর্তমানে ২১ লক্ষ ৫ হাজার ২১০ টাকা যার মূল্য। সোনা এবং রুপোর গয়না রয়েছে ১ কোটি ৮৫ লক্ষ ৯২ হাজার ৬৫৮.৯১ টাকার। ৯ কোটি ৯১ লক্ষ ১৮ হাজার ২৯৫ টাকার বিনিময়ে দোকান কেনার কথা থাকলেও, সেই চুক্তি বাতিল হয়েছে বলে জানিয়েছেন ইউসুফ। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৩৫১.৯১ টাকা। ৫২ হাজার ৩১৫ টাকার অস্থাবর সম্পতি রয়েছে স্ত্রীর।
বদোদরার পডরায় ৪.৮৮ একরের কৃষিজমি রয়েছে ইউসুফের, যা একটি যৌথ সম্পত্তি। সেখানে ১.৫৩ একরের একারও একটি জমি রয়েছে তাঁর। একটি জনমনি কেনেন ২০২২ সালে, অন্যটি ২০২১ সালে। বর্তমানে সেগুলির বাজারমূল্য যথাক্রমে, ২১ লক্ষ ২৯ হাজার ৯০০ এবং ১০ লক্ষ ৫ হাজার ৪৫০ টাকা। বদোদরায় বাণিজ্যিক সম্পত্তিও কিনেছেন ইউসুফ। বদোদরার অলকাপুরীতে ২১৭০ স্কোয়্যার ফুটের একটি সম্পত্তি রয়েছে, বদোদরার টেগোর নগরে রয়েছে ১০ হাজার ৯৪৫ স্কোয়্যার ফুটের একটি সম্পত্তি। প্রথমটিতে ২৫ শতাংশ মালিকানা ইউসুফের, দ্বিতীয়টিতে ৫০ শতাংশের। একটি সম্পত্তি ২০০৯ সালে ২৫ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিলেন, অন্যটিতে খরচ হয় ৮ কোটি ১৮ লক্ষ ৯০ হাজার ৪০০ টাকা। বর্তমানে প্রথমটির দাম ১ কোটি ৬০ লক্ষ টাকা, ১০ কোটি ৫০ লক্ষ টাকা দাম দ্বিতীয়টির।
বদোদরার বাগ-ই-মহম্মদে ২৫ শতাংশের মালিকানায় একটি বাড়ি রয়েছে ইউসুফের। সংযুক্ত আরব আমিরশাহিতে ৫০ শতাংশ মালিকানায় একটি বিলা রয়েছে তাঁর। এর মধ্যে একটির বর্তমান বাজারমূল্য ৭ কোটি ৫০ লক্ষ টাকা, অন্যটির ১ কোটি ৬৫ লক্ষ টাকা। ইউসুফের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ২১ কোটি ৫৬ লক্ষ ৩৫ হাজার ৩৫০ টাকা।
ব্যাঙ্ক অফ বরোদা থেকে সম্পত্তি বন্ধক রেখে যৌথ ভাবে ৩ কোটি ৬৫ লক্ষ ৭০ হাজার ৪৮৪.৩৮ টাকার ঋণ নিয়েছেন ইউসুফ। ব্যক্তিগত ভাবে দেবসি রামভাইয়ের থেকে ৪ লক্ষ, জিএইচ পাঠানের থেকে ১ লক্ষ ৫০ হাজার, ইরফান পাঠানের থেকে ৭ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার ৭৪, মহম্মদ আরিফ ইউনুসভাই পটেলের থেকে ৫ লক্ষ, এসএম পাঠানের থেকে ৫০ হাজার, সামিমবানু পাঠানের থেকে ৭৭ লক্ষ ১০ হাজার টাকা ধার নিয়েছেন। সবমিলিয়ে ১১ কোটি ৯৬ লক্ষ ৭০ হাজার ৫৫৮.৩৮ টাকা ঋণ নিয়েছেন। ক্রিকেট ম্যাচ, ক্রিকেট অ্যাকাডেমি, বিনিয়োগ, বাড়িভাড়া থেকে প্রাপ্ত টাকাকে আয়ের উৎস দেখিয়েছেন ইউসুফ। স্ত্রী পেশায় চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট।
আরও পড়ুন: Satabdi Roy Assets: সিনেমা থেকে রাজনীতিতে, কয়েক কোটির সম্পত্তি শতাব্দীর, পিছিয়ে ব্যবসায়ী স্বামী