10 Years of Baahubali: আজ থেকে ঠিক ১০ বছর আগে বড়পর্দায় মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলির 'ম্যাগনাম ওপাস' ছবি 'বাহুবলী: দ্য বিগিনিং'। ভারতীয় চলচ্চিত্রকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিল এই ছবিটি। আর আজ এই দশ বছর পূর্তিতে বাহুবলী ফ্র্যাঞ্চাইজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালক রাজামৌলি। ফের বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'বাহুবলী'। তবে এবার দুটি পর্ব একত্রে, নাম দেওয়া হয়েছে 'বাহুবলী- দ্য এপিক'। এই বিশেষ এডিশনটি আগামী ৩১ অক্টোবর ২০২৫ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বাহুবলী- দ্য এপিকের ঘোষণা করলেন এস এস রাজামৌলি
ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন এস এস রাজামৌলি এই ছবির ১০ বছর পূর্তির কথা স্মৃতিচারণ করেছেন, এদিন তিনি লেখেন, 'বাহুবলী- অনেক যাত্রার শুরু। অগণিত স্মৃতি'। তিনি লেখেন, 'অন্তহীন অনুপ্রেরণা। ১০ বছর পার হয়ে গেল। দুই পর্বের সম্মিলিত চলচ্চিত্র 'বাহুবলী- দ্য এপিক'-এর মাধ্যমে এই বিশেষ মাইলফলকটি চিহ্নিত করছি। ৩১ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে আসছে।'
এই ঘোষণাটি মাহিষ্মতী রাজ্যে ফিরে আসার জন্য আগ্রহী দর্শক অনুরাগীদের জন্য একটি বড় আনন্দ সংবাদ হতে চলেছে। এই ফ্রাঞ্চাইজির অন্যতম চালিকাশক্তি প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডাও ছবিটির মুক্তির পর্বের কথা তুলে ধরেন। এক্স হ্যান্ডলে নিজের ভাবনা শেয়ার করে তিনি লেখেন, 'কয়েকদিনের মধ্যেই বাহুবলী মুভি দ্য বিগিনিং-এর প্রেক্ষাগৃহে মুক্তির ১০ বছর পূর্ণ হবে। মুক্তির আগের এই সময় এবং মুক্তির কয়েক দিন পরের সময়গুলি সবথেকে বেশি উত্তজেনাপূর্ণ ছিল, এটি এমন এক উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা আমি এবং ছবিটির সঙ্গে জড়িত আমরা সকলেই অনুভব করেছিলাম।'
তিনি আরও বলেন যে সেই সময়ের পুরনো স্ক্রিনশটগুলো ফিরে তাকালে 'স্মৃতির বন্যা' আসে। এমনকী প্রথম অংশটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ভক্ত-অনুরাগী দর্শকদের নিজেদের অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য উৎসাহিত করেন তিনি।
'বাহুবলী দ্য এপিক' আবার আসছে বড়পর্দায়। ফ্র্যাঞ্চাইজির প্রযোজক এক্স হ্যান্ডলে এই খবর জানিয়ে লেখেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ফের একবার মুক্তি পাবে বাহুবলী। কিছু চমকের জন্য অপেক্ষায় থাকুন, জানান প্রযোজক। তাঁর কথায় এই ছবির পুনঃমুক্তি ভক্তদের জন্য উদযাপনের মুহূর্ত হয়ে থাকবে।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল 'বাহুবলী- দ্য বিগিনিং' যার পরে ২০১৭ সালে মুক্তি পায় 'বাহুবলী ২'। সারা বিশ্বে ৯০০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবিটি এবং বিশ্বজুড়ে মোট ১৮০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আর এটিই ছিল প্রথম ভারতীয় ছবি যা ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে। ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন প্রভাস, রানা দগগুবাটি, অনুষ্কা শেট্টি এবং তমন্না ভাটিয়া।