মুম্বই: মুক্তি পেল অমিতাভ বচ্চন-ঋষি কপূর অভিনীত ‘১০২ নট আউট’ ছবির টিজার। ছবিটি প্রথম থেকেই চর্চার কেন্দ্রে কারণ, এখানে ১০২ বছরের অমিতাভ এবং ৭৫ বছরের ঋষি কপূরকে দেখা গিয়েছে। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করেছেন তাঁরা।

২৭ বছর পর ফের দুই সুপারস্টারকে পর্দায় একসঙ্গে দেখার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা। এর আগে ছবির ফার্স্ট লুক দেখে দর্শক মনে ছবি সম্পর্কে আলাদা আগ্রহ তৈরি হয়েছিল। এবার ছবির টিজার দেখে বোঝা গেল, ছবিটি হাসির খোরাক যোগাবে দর্শককে।

ছবিটি পর্দায় মুক্তি পাবে মে, ২০১৮-এ।