মুম্বই: ১২ ফেব্রুয়ারি, ১২ বছর পূর্ণ করল শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) অভিনীত বহু চর্চিত ছবি 'মাই নেম ইজ খান' (My Name Is Khan)। শনিবার এই বিশেষ দিনটিকে স্মরণ করে পোস্ট করেন কাজল।
বিখ্যাত এই ছবির ১২ বছর পূর্তিতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেন কাজল। ভিডিওয় ছবি তৈরির সময়ের একাধিক পর্দার পিছনের মুহূর্ত দেখতে পাওয়া যায়। ক্যাপশনে লেখেন, 'আরও একটা চরিত্র যা আমি ভীষণ ভালবেসেছি, মন্দিরা। এমন একটা ছবি যা সবসময়েই আমার খুব কাছের... মাই নেম ইজ খানের ১২ বছর।'
কাজলের পোস্ট ভরেছে শুভেচ্ছা ও ভালবাসায়। এক অনুরাগীদের কথায়, 'আপনারা সকলের মধ্যে শ্রেষ্ঠ।' অপর একজনের কথায়, 'আপনারা দু'জনে সবসময়েই পর্দায় দুর্দান্ত।'
ছবিতে এক ভারতীয় মুসলমানের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। যিনি আমেরিকায় থাকতেন, নাম রিজওয়ান খান। অ্যাসপারগাস সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন রিজওয়ান। কাজলের চরিত্রের নাম ছিল মন্দিরা। একজন স্বাধীন, সিঙ্গল মাদার। যিনি বিয়ে করেন রিজওয়ানকে। ১১ সেপ্টেম্বরের নিউ ইয়র্ক হামলার পর তাঁদের সুখের জীবন বদলে যায় চিরতরে।
আরও পড়ুন: IIFA 2022: '২২তম আইফা অ্যাওয়ার্ড' অনুষ্ঠানের নতুন দিন ঘোষণা
ছবির পরিচালনার দায়িত্ব সামলেছিলেন কর্ণ জোহর (Karan Johar)। তাঁর সহ পরিচালকের কাজ করেছিলেন অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan)।