মুম্বই : অখ্যাত মডেল থেকে প্রথম সারির অভিনেত্রী। মাত্র দেড় দশকে আমূল পাল্টে গিয়েছে তাঁর জীবন। কিন্তু প্রথম সুযোগ না পেলে এতটা রাস্তা পেরিয়ে আসা যেত না। তাই বলিউডে ১৩ বছর পূর্তিতে নিজের প্রথম ছবি ‘রব নে বানা দি জোড়ি’র দিনগুলিকেই ফিরে দেখলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। 


২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ (Rab Ne Bana Di jodi)ছবিতে অভিনয় করে বলিউডে (Bollywood) পা রাখেন অনুষ্কা। রবিবার ওই ছবির ১৩ বছর পূর্তি (13 years of Rab Ne Bana Di Jodi) একই সঙ্গে অভিনয় জগতে ১৩ বছর পূর্ণ হল তাঁরও। তাই পুরনো দিনগুলিতে ফিরে গেলেন অনুষ্কা। তুলে ধরলেন ছবির বিখ্যাত সেই ট্যাগলাইনও, ‘প্রত্যেক সাধারণ যুগলের মধ্যেই অসাধারণ প্রেমকাহিনী রয়েছে’।


প্রথম ছবির ১৩ বছর পূর্তিতে এ দিন নেটমাধ্যমে একটি সংক্ষিপ্ত ভিডিয়ো পোস্ট করেন অনুষ্কা, ছবির ট্যাগলাইন দিয়েই শুরু হয় ভিডিয়োটি। তাতে ছবির নায়ক শাহরুখ খান (Shah Rukh Khan), প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস-কে ট্যাগ করেন তিনি। উল্লেখ করেন পরিচালক আদিত্য চোপড়ারও। তাতে অনুষ্কা লেখেন, ‘রবনে বানা দি জোড়ির ১৩ বছর পূর্তি’।


দুর্ঘটনায় হবু বরের মৃত্যুর পর খোলসের মধ্যে ঢুকে যাওয়া তরুণী ‘তানি’র সঙ্গে অল্প কথা বলা ‘সুরিন্দর’-এর বিয়ে দিয়ে ‘রব নে বানা দি জোড়ি’ ছবির সূত্রপাত। পরিস্থিতির চাপে অপরিচিত এক জনের সঙ্গে বিবাহবন্ধনে আটকে পড়া ‘তানি’ কীভাবে ‘সুরিন্দর’-এর মধ্যে মনের মানুষকে আবিষ্কার করেন, ছবিতে তারই গল্প বুনেছিলেন পরিচালক। মুক্তির সময় ছবিটি যথেষ্ট সাফল্য কুড়িয়েছিল। 


আর এই ছবির হাত ধরেই অনুষ্কার জীবনের গতিপথই পাল্টে যায়। দেড় দশক আগে মায়ানগরীতে তিনি পা রেখেছিলেন মডেলিং করতে। কিন্তু এখন শুধু প্রথম সারির অভিনেত্রীই নন তিনি, প্রযোজক হিসেবেও বলিউডে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী হিসেবে ঢুকে পড়েছেন ক্রিকেটপ্রেমীদের মনেও। কিন্তু প্রথম ছবি ‘রব নে বানা দি জোড়ি’র দৌলতেই যে এতটা রাস্তা পেরিয়ে আসতে পেরেছেন, সে কথা ভোলেননি।