রায়পুর: ছত্তিশগঢ়ের সুকমা জেলার একটি ঘন জঙ্গ্লে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত কমপক্ষে ১৫ মাওবাদী। পুলিশ সূত্রে এ কথা জানা গিয়েছে।

রাজ্য পুলিশের মাওবাদী-দমন সংক্রান্ত  বিশেষ ডিরেক্টর জেনারেল ডিএম অওস্থি  বলেছেন, একটি ঘটনায় একসঙ্গে ১৫ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। সেদিক থেকে রাজ্যে এটি অন্যতম বড়সড় মাওবাদী দমন অভিযান।

গুলির লড়াইয়ে জখম দুই মাওবাদীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা।

অওস্থি জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে দক্ষিণ সুকমায় মাওবাদী শিবিরের খবর পাওয়ার পর গতকাল সন্ধেয় দুদিক থেকে  নিরাপত্তা বাহিনীর দুটি দল পাঠানো হয়। আজ সকালে নালকোটাং গ্রামে মাওবাদী শিবিরের হদিশ পায়। সঙ্গে সঙ্গে শিবিরটি ঘিরে ফেলা হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয়। আধঘন্টা চলে ওই লড়াই।

গুলির লড়াই শেষে ঘটনাস্থল থেকে ১৫ জন মাওবাদীর দেহ, ১৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।