মুম্বই: বলিউডের জনপ্রিয় রোম্যান্টিক ছবিগুলির অন্যতম শাহরুখ খান, প্রীতি জিন্টা ও রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি 'বীর জারা'। অনন্ত প্রেমকাহিনির সুন্দর গল্প বলে এই ছবি। ছবির সঙ্গে সঙ্গে মন জয় করেছিল এই ছবির গানগুলিও। এই ছবিতেই প্রয়াত মদন মোহনের মুক্তি না পাওয়া দুর্দান্ত সাউন্ডট্র্যাক 'তেরে লিয়ে' শুনতে পান দর্শক। ছবির পরিচালক যশ চোপড়া এত পছন্দ করতেন এই গানটি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই গানটিই তাঁর রিংটোন ছিল। আজ থেকে ১৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত ছবির সেই গান এখনও একইভাবে সকলের প্রিয়।
ছবিতে এই গানটি দেখানো হয়েছিল ২২ বছর আগের সেটে। তাই পরিচালক যশ চোপড়া চেয়েছিলেন একটু পুরনো ধরনের গান তৈরি করতে। তিনি একাধিক সঙ্গীত পরিচালকের সঙ্গে বৈঠক করেন কিন্তু মনের মতো পাননি কিছুই। এমন সময়, যশ রাজ ফিল্মসের তৎকালীন সিইও এবং মদন মোহনের ছেলে সঞ্জীব কোহলি জানান তাঁর বাবা বেশ কিছু বাতিল করে দেওয়া গানের খসড়া রেখে গেছেন। যশ চোপড়া ও আদিত্য় চোপড়া সেগুলো শোনেন এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন যে 'বীর জারা'-এ সেই পণ্ডিতের সঙ্গীত থাকবে।
পুরনো দিনের কথা মনে করে সঞ্জীব কোহলি বলেন, 'বীর জারা আমার জন্য এমন এক স্বপ্নের আসল রূপ যা আমি কখনও ভাবতেই পারিনি যে সত্যি হবে। আমার বাবা যখন ১৯৭৫ সালে মারা যান তখন তাঁর মাত্র ৫১ বছর বয়স ছিল। অনেক গান তখনও সৃষ্টি করা বাকি ছিল তাঁর।'
তিনি আরও বলেন, '২০০৩ সালে, একদিন যশজি আমাকে বলেন যে ৬ বছর পর তিনি ফের একটি ছবি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এমন একটি চলচ্চিত্র যার জন্য পুরনো ধরনের সঙ্গীতের প্রয়োজন ছিল, যা পাশ্চাত্য প্রভাব থেকে দূরে থাকবে।' এরপরই তিনি বাবার রেখে যাওয়া, না শোনা রেকর্ড শোনান যশ চোপড়াকে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান তাঁরা। তৈরি হয় 'বীর জারা' ছবির সেই কালজয়ী গানগুলি।