কাশ্মীরে সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2016 02:48 AM (IST)
কূপওয়াড়া: জম্মু-কাশ্মীরের কূপওয়াড়ায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ।খতম দুই জঙ্গি। সেনা সূত্রে এ কথা জানানো হয়েছে। পুত-শাহী এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। ভারতীয় সেনারা এলাকা ঘিরে ফেলার পর দু' পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।এতেই মারা যায় দুই জঙ্গি। তাদের পরিচয় এখনও জানা যায়নি। এক সেনা আধিকারিক জানিয়েছেন, ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে।