‘দিল সে’-র ২০ বছর, নস্ট্যালজিক ছবির তিন নারী চরিত্র!
মনীষা কৈরালা এক কথায় ‘দিল সে’ ছবিটিকে বর্ণনা করতে গিয়ে, এই হ্যাশট্যাগুলি ব্যবহার করেছেন #dilse#puremagiconscreen #cultclassic#soulfullmusic #arrehman @iamsrk#maniratnam #manisgakoirala @realpz#santoshsivan #farahkhankunder
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফারহা খানের কোরিওগ্রাফিতে চলন্ত ট্রেনের ওপর মালাইকা-শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’ গানের তালে নাচ বহুদিন পর্যন্ত পুরো প্যাকেজটিকে শীর্ষে রেখেছিল।
ছবিতে প্রীতিকে ‘জিয়া জ্বলে’ গানের দৃশ্যে প্রথম দেখা গিয়েছিল। প্রীতির কথায় ১৯৯৫ সালের ২১ অগাস্ট, তাঁর পুরো জীবনটাই বদলে দিয়েছিল। ছোট শহর থেকে আসা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পূর্ণ অপিরিচিত এক মেয়ের গ্ল্যামার গার্ল হয়ে ওঠার শুরু সেদিন থেকেই
মণি রত্নমের ছবি ‘দিল সে’-র ২০ বছর। ১৯৯৫ সালের ২১ অগাস্ট মুক্তি পেয়েছিল এই ছবি। ছবি নিয়ে নানা স্মৃতি নিজেদের ইন্সটা অ্যাকাউন্টে শেয়ার করলেন ছবির তিন নারী চরিত্র
ছবির মুখ্য নারীর চরিত্রে ছিলেন মনীষা কৈরালা। প্রীতি জিন্টা এই ছবির সৌজন্যেই বলিউডে পা রেখেছিলেন। ট্রেনের মাথায় উঠে শাহরুখের সঙ্গে মালাইকা আরোরার ‘চল ছাইয়া ছাইয়া’ নাচ আজও আইটেম ডান্স হিসেবে অন্যতম সেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -