নয়াদিল্লি: ১৪ ডিসেম্বর ২০০১। মুক্তি পায় 'কভি খুশি কভি গম' (Kabhi Khushi Kabhie Gham)। তারকাখচিত সেই ছবি মুক্তির আজ ২২ বছর পূর্ণ। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন অভিনেতা অভিনেত্রীরা। পোস্ট করলেন কাজল (Kajol), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) এবং পরিচালক কর্ণ জোহর (Karan Johar)। ফিরে দেখা ২২ বছর আগের স্মৃতি। 


পায়ে পায়ে ২২ বছর... K3G-র স্মৃতিচারণায় কর্ণ জোহর


অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan), শাহরুখ খান (Shah Rukh Khan), হৃত্বিক রোশন (Hrithik Roshan), কাজল, করিনা কপূর খান ও অতিথি শিল্পী হিসেবে রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। এক ছবিতে একগুচ্ছ তারকা। পরিবার, প্রেম, ভালবাসা, বিচ্ছেদ, বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের সম্পর্ক, পারিবারিক সম্মান, সবকিছু মিলেমিশে হয়েছিল যে ছবিতে, তার নাম 'কভি খুশি কভি গম'। কিং খান পুত্র আরিয়ান খানের আক্ষরিক অর্থে ডেবিউ ছবি। নিজের বাবার একেবারে ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। 


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি রিল পোস্ট করেন ছবির পরিচালক কর্ণ জোহর। সেই কালচে লাল ব্যাকগ্রাউন্ডে লেখা ছবির নাম। 'পরিবারের সেই বন্ধন যা ভাঙতে পারা যায় না সহজে এবং ভালবাসা, সঙ্গে এমন গান যা শুনে আপনিও বলেছিলেন 'শাওয়া শাওয়া'! আনন্দ ও দুঃখের সেই মুহূর্তগুলো যা আমরা পিছনে ফেলে এসেছি! একটি সিনেমা যা ভারতীয় সিনে দুনিয়ায় চিরনবীন। 'কভি খুশি কভি গম' ছবির ২২ বছর।' সিনেমার একাধিক মুহূর্তের কোলাজে তৈরি এই রিল পোস্ট করেছেন কর্ণ। 


কর্ণ জোহর এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'প্রতি বছর আমাকে স্মরণ করায়, পরিবার এবং আমার দর্শক, যাঁরা ২২ বছর পরও 'কভি খুশি কভি গম'-এর আবেগকে বাঁচিয়ে রেখেছেন, তাঁদের ভালবাসাই শেষ কথা। আজীবন কৃতজ্ঞ থাকব দুর্দান্ত ও দুর্ধর্ষ কাস্টের কাছে - অমিত জি, জয়া জি, শাহরুখ ভাই, কাজল, ডুগ্গু ও বেবো এবং বাকি কাস্টের সমস্ত স্পেশাল লোকজনের কাছে যাঁরা এই সফরটা এমন স্মরণীয় করতে সাহায্য করেছে! আজ ও চিরকালের জন্য ধন্যবাদ।'


 






কর্ণ জোহর তাঁর পোস্টে সকলকে ট্যাগ করেছেন। সেই পোস্টে ভালবাসা জানিয়েছেন পর্দার খুদে 'পু' ওরফে মালবিকা রাজ। প্রসঙ্গত, এই ছবিই ছিল আরিয়ান খানের ডেবিউ ছবি। কাজল নিজের পোস্টে এদিন সেই কথাও উল্লেখ করেছেন। এই ছবিতে কাজলের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন করিন কপূর খান। যাঁর মডার্ন ফ্যাশন সেই সময় মহিলাদের মধ্যে বেশ প্রভাব বিস্তার করে। এদিন K3G থেকে নিজের একাধিক দৃশ্য ও সংলাপের টুকরো মুহূর্ত কোলাজ করে পোস্ট করেন বেবো। ক্যাপশনে লেখেন, '২২ বছর এবং এখনও একইভাবে শক্তিশালী।'


আরও পড়ুন: Biswajit Chatterjee Birthday: নায়ক থেকে বাবা.. জন্মদিনে প্রসেনজিৎ তুলে ধরলেন অচেনা বিশ্বজিৎকে






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।