১৯৯৫ এ মুক্তি পায় আদিত্য চোপড়া পরিচালিত "দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে"। তারপর সেই ছবি গড়ে ফেলে হিটের ইতিহাস। ১৯৯৬ সালে ১০টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেয় ছবিটি। ঝুলিতে আসে সেরা ছবি, অভিনেতা, অভিনেত্রী, পরিচালকের সম্মানও। শাহরুখ-কাজল জুটি মানেই যে অবশ্যম্ভাবি হিট, এই বিশ্বাসই দৃঢ় হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এমন মাইলফলক ছবির নস্টালজিয়ায় বুঁদ হয়েই এই পোস্ট, জানিয়েছেন কাজল। ২৫ এ পা 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে'র, ছবির দৃশ্য পুনর্নির্মাণ করে পোস্ট করলেন কাজল
Web Desk, ABP Ananda | 20 Oct 2019 09:31 AM (IST)
সেই নস্টালজিয়া উস্কে দিলেন ছবির সিমরন, কাজল। সেইরকম গোল ফ্রেমের চশমা, হলুদ টপে কাজল রিক্রিয়েট করলেন ছবির দৃশ্যের এক ঝলক। শেয়ার করলেন ইনস্টাগ্রামে।
মুম্বই: " রাজ...নাম তো শুনাহি হোগা" কিংবা "বড়ি বড়ি শহেরো মে অ্যায়সে ছোটি ছোটি বাতে হোতি রহতে হ্যায়"। দশকের পর দশক ঘুরে গেলেও এ দেশের সিনেপ্রেমীদের ঠোঁটে ঠোঁটে এখনও এই ডায়লগগুলি ঘোরে। ১৯৯৫ সালের ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল "দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে"। ২৪ পেরিয়ে ২৫ এ পড়ল এই ছবি। তবু এখনও রাজ-সিমরনের প্রেমকাহিনি রূপকথা। সেই নস্টালজিয়া উস্কে দিলেন ছবির সিমরন, কাজল। সেইরকম গোল ফ্রেমের চশমা, হলুদ টপে কাজল রিক্রিয়েট করলেন ছবির দৃশ্যের এক ঝলক। শেয়ার করলেন ইনস্টাগ্রামে। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও।