মুম্বই: ফের মর্মান্তিক ঘটনা ঘটল প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) পরিবারে। এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রয়াত অভিনেতার পরিবারের পাঁচ সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের লক্ষ্মীসরাই জেলায় ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তাঁরা। 


জানা যাচ্ছে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের সদস্যরা এদিন হরিয়ানা পুলিশ অফিসার ওপি সিংহের (O.P Singh) বোন গীতা দেবীর শেষকৃত্য সম্পন্ন করে পটনা থেকে জামুই ফিরছিলেন। প্রসঙ্গত, ওপি সিংহ হরিয়ানার অ্য়াডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং সুশান্ত সিংহের দিদির স্বামী। সেই সময়ই তাঁদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, লালজিৎ সিংহ (গীতা দেবীর স্বামী),  নেমানি সিংহ, অমিত শঙ্কর আলিয়াস রাম চন্দ্র সিংহ, সুনীতা দেবী, অনিতা দেবী এবং তাঁদের গাড়ির চালক চেতন কুমার। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন, বাল্মিকী সিংহ এবং প্রসাদ কুমার নামে দুই ব্যক্তি। আহতদের প্রাথমিকভাবে সিকন্দর সাব ডিভিশনাল হসপিটালে ভর্তি করা হলেও পরবর্তীকালে পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনার পরই ট্রাকের চালক এবং খালাসি পলাতক বলে জানা গিয়েছে।


আরও পড়ুন - Aryan Khan Drugs Case: এনসিবির জেরার মুখে পড়ার পর প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট অনন্যা পাণ্ডের


ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, দুর্ঘটনায় সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের এসইউভি গাড়িটির অবস্থা এতটাই শোচনীয় হয়েছিল যে, তাঁরা যন্ত্রের সাহায্য গাড়ির অংশ কেটে তবে মৃতদেহ বাইরে বের করে আনতে পেরেছেন। আতহদের তৎক্ষণাৎ সদর হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের অবস্থা এখনও আশঙ্কাজনক।


প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন নিজের ফ্ল্যাটেই মৃত্যু হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (SSR)। অভিনেতার অকালমৃত্যু নিয়ে অনেক তদন্ত চললেও পুলিসের পক্ষ থেকে জানানো হয় যে, তিনি আত্মহত্যা করেছেন। গত বছর সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যুর পর ফের তাঁর পরিবারের উপর নেমে এলো মর্মান্তিক দুর্ঘটনা।