মুম্বই: রাত পেরোলেই ২৬ জানুয়ারি (26 January)। দেশের বিভিন্ন প্রান্তে উদযাপন করা হবে প্রজাতন্ত্র দিবস (Republic Day)। কিন্তু ভুলে গেলে চলবে না যে করোনা পরিস্থিতি এখনও কেটে যায়নি। দেশে এখন করোনার তৃতীয় ঢেউ চলছে। তাঁর সংক্রমণের আশঙ্কাও রয়েছে ব্যাপক মাত্রায়। করোনার তৃতীয় ঢেউতে সারাদেশে প্রতিদিন বহু মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন। তাই এই বিশেষ দিনটায় বাইরে করোনা সংক্রমণের আশঙ্কা না বাড়িয়ে উদযাপন করতে পারেন বাড়িতেই। দেখে নিতে পারেন একগুচ্ছ দেশাত্ববোধক বলিউড ছবি। কোন কোন বলিউড ছবি প্রজাতন্ত্র দিবসের আবহে দেখা যেতে পারে, রইল তার তালিকা-
১. ১৯৪২- আ লভ স্টোরি- ২৬ জানুয়ারি দেশের ছবিও দেখতে চান আবার রোম্যান্টিক ছবি দেখতে চান? তাহলে আপনার জন্য সেরা হতে পারে '১৯৪২- আ লভ স্টোরি' ছবিটি। পরিচালক বিধু বিনোদ চোপড়ার এই ছবি দেশাত্ববোধক প্রেক্ষাপটে রোম্যান্টিকতার বাতাবরণ তৈরি করবে। সঙ্গে পর্দায় অনিল কপূর ও মনীষা কৈরালা। এই ছবির বিশেষ আকর্ষণ অবশ্যই আর.ডি বর্মনের গান.
২. স্বদেশ- ২০০৪ সালে মুক্তি পাওয়া পরিচালক আশুতোষ গোয়ারিকরের এই ছবি পছন্দ বহু মানুষের। পর্দায় শাহরুখ খান।
৩. রং দে বাসন্তী- বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে যাঁদের পছন্দ তাঁদের জন্য এই বিশেষ দিনে 'রং দে বাসন্তী' ছবি আদর্শ। আমির খান, কুণাল কপূর, সোহা আলি খান অভিনীত এই ছবির গান ও গল্প জমিয়ে রাখবে আপনার দিন।
৪. রাজি- পরিচালক মেঘনা গুলজারের স্পাই থ্রিলার 'রাজি'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট এবং ভিকি কৌশল। একজন র এজেন্টের চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া। এই ছবিতে অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ দর্শক।
৫. শেরশাহ- গত বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেয়েছিল বলিউড ছবি 'শেরশাহ'। কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন অনুসারে তৈরি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র।
৫. এয়ারলিফট- ২০১৬ সালে মুক্তি পায় অক্ষয় কুমারের ছবি 'এয়ারলিফট'। বিপরীতে ছিলেন নিমরত কৌর।
৬. উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক- ভিকি কৌশল এবং ইয়াম গৌতম অভিনীত বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া ছবি 'উরি দ্য সার্জিকাল স্ট্রাইক'। প্রজাতন্ত্র দিবসে দেখার জন্য আদর্শ ছবি হতে পারে।