মুম্বই: বহু প্রতীক্ষিত ছবি 'এইট্টি থ্রি' (83) মুক্তি পেয়েছে সদ্যই। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে এই ছবির মুক্তি আটকে ছিল। সিনেমাহল খোলার ঘোষণার পরই নির্মাতাদের পক্ষ থেকে ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। দর্শকরাও যে এই ছবির মুক্তির জন্য দিন গুনছিলেন, তাও টের পাওয়া যাচ্ছিল নেট দুনিয়ায়। অবশেষে সিনেমাহলে মুক্তি পেল 'এইট্টি থ্রি'। আর প্রথমদিনই দেশজুড়ে ভালো ব্যবসা শুরু করল রণবীর সিংহের ছবি।
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'এইট্টি থ্রি' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন জানিয়েছেন। জানা গিয়েছে, বড়দিনের আগে মুক্তি পেতেই বক্স অফিসে সাফল্য পেতে শুরু করল রণবীর সিংহের (Ranveer Singh) বহু প্রতীক্ষিত এই ছবি। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনে আসতে শুরু করেছেন দর্শকরা। আর প্রথম দিনেই প্রত্যাশা অনুযায়ী ফল করল 'এইট্টি থ্রি'। প্রথম দিনে এই ছবির বক্স অফিস কালেকশন ১২.৬৪ কোটি টাকা। আশা করা যাচ্ছে বড়দিনে এই ছবি আরও ভালো ব্যবসা করবে। এছাড়াও শীতকালীন উৎসব শুরু হয়ে গিয়েছে। সামনেই নতুন বছর। ফলে উৎসবের মরসুমে মুক্তি পাওয়ায় এই ছবির বক্স অফিস কালেকশনও নজরকাড়া হবে বলে মত তাঁদের।
আরও পড়ুন - Salman Khan Birthday: জন্মদিনের আগেই আগাম জন্মদিন সেলিব্রেশন সলমন খানের, ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, করোনা পরিস্থিতি কাটিয়ে দীপাবলিতে মুক্তি পেয়েছিল রোহিত শেট্টির কপ ইউনিভার্সের ছবি 'সূর্যবংশী'। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এছাড়াও এই ছবিতে দুটি ক্যামিও চরিত্রে দেখা যায় অজয় দেবগন এবং রণবীর সিংহকে। করোনা পরিস্থিতির পর সিনেমাহল খুলতে কত দর্শক টিকিট কেটে সিনেমাহলে ছবি দেখতে আসবেন, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সিনেমাহলে দর্শক ফেরাতে সক্ষম হয় 'সূর্যবংশী'। খুব অল্প দিনের মধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। 'এইট্টি থ্রি'র প্রথমদিনের বক্স অফিস কালেকশন 'সূর্যবংশী'র মতো না হলেও, প্রথম দিনের বক্স অফিস কালেকশন দেখে ছবির উল্লেখযোগ্য সাফল্যের আশায় রয়েছেন নির্মাতারা।