মুম্বই: প্রিয় বন্ধু ছিল টেলিস্কোপ। ভালোবাসতেন তারা দেখতে, মহাকাশের রহস্য খুঁজতে। ৩৪ বছর বয়সী সেই অভিনেতার চিরশূন্যে হারিয়ে যাওয়ার ক্ষত এখনও দগদগে সহ অভিনেত্রীর মনে। তাঁকে টেলিস্কোপ দিয়ে মহাকাশ দেখিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় লিখে স্মৃতিমেদুর ভূমি পেডনেকর।

প্রথম দেখায় ভূমিকে কথা দিয়েছিলেন, তারা দেখাবেন সুশান্ত। দুজনের আলাপ হয় 'সোনচিড়িয়া' ছবির সেটে। সেই ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করেন তাঁরা। ভূমি লেখেন, এর আগে চাঁদ বলতেই তাঁর মনে হত একটা বড় চিজ বল। প্রথম যেদিন সুশান্তের বাড়ি গিয়ে টেলিস্কোপ দেখেছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন ভূমি। সেই বিশাল বড় কালো গহ্বরই  ছিল সুশান্তের বন্ধু।

যেদিন সুশান্তের টেলিস্কোপে প্রথম চাঁদ দেখেছিলেন ভূমি, সেদিন চাঁদের রঙ ছিল হাল্কা লাল। শনি, বৃহস্পতি সহ অনেক গ্রহ উপগ্রহ দেখিয়েছিলেন সুশান্ত। নায়িকার মনে হয়েছিল, এত বড় মহাকাশে তিনি কত ক্ষুদ্র। ভূমিকে বাঁ হাত দিয়ে লেখার চ্যালেঞ্জ জানিয়েছিলেন সুশান্ত। হামেশাই বিভিন্ন কুইজের খেলা খেলতেন তিনি। ভ্যান গড থেকে মুড সুইংস, বিভিন্ন কথা উঠে আসত দুই বন্ধুর কথায়। ইনস্টাগ্রামে সুশান্তের হাতে লেখা নোট শেয়ার করেন ভূমি।



লম্বা লেখার শেষে ভূমি লিখেছেন, সুশান্ত নিজেই 'নিউট্রন স্টার'। সঙ্গে লিখেছেন, 'এবার আমি টেলিস্কোপ দিয়ে তোমায় দেখব। কারণ তোমায় খুঁজে পাওয়াটা ভীষণ সহজ। আর সব তারাদের মধ্যে তুমিই সবচেয়ে তরুণ আর সবচেয়ে ঝলমলে। তোমায় মিস করব প্রিয় এসএসআর।'