কলকাতা: পেশাগত জীবন বা ব্যক্তিগত জীবন, প্রায়ই আলোচনার শিরোনামে থাকেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর পোস্ট ঘিরে চর্চা শুরু হয়। তবে কখনওই এত সমালোচনা তাঁকে দমাতে পারেনি। নিজের নিয়মেই নিজের জীবন বাঁচেন অভিনেত্রী। আর সেই আবহেই আকাশের ঠিকানায় নাম লেখালেন অভিনেত্রী। বুঝলেন না? তাঁর নামে নামাঙ্কিত হল মহাকাশের একটি তারা (star)। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই খবর। 


আকাশের ঠিকানায় 'নাম' লেখালেন শ্রাবন্তী


১৩ অগাস্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই হিসেবে তাঁর 'জোডিয়াক সানসাইন' (Zodiac Sign) লিও (Leo) অর্থাৎ সিংহ রাশি। খুব সম্ভবত জন্মদিন উপলক্ষ্যেই এক বিশেষ উদ্যোগ নেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় 'স্টারাকল ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরি'র (Staracle International Star Directory) সংশাপত্র শেয়ার করে অভিনেত্রী জানান যে তাঁর নামে 'লিও কনস্টেলেশন'-এ (Leo constellation) একটি তারার নাম রাখা হয়েছে 'শ্রাবন্তী' (Srabanti)।


এদিন দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে ওই নির্দিষ্ট 'শ্রাবন্তী' তারার সমস্ত অবস্থান ইত্যাদি সংক্রান্ত তথ্য দেওয়া আছে। লেখা রয়েছে যে ২৮ জুলাই, ২০২৩, থেকে নিম্নে উল্লেখিত তারার নাম রাখা হল 'শ্রাবন্তী'। সঙ্গে লেখা, 'এই তারা তোমার জন্যই উজ্জ্বল'। 'লিও' নামক নক্ষত্রপুঞ্জে এই তারার অবস্থান, উল্লেখ করা হয়েছে ওই ছবিতেই। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'এখন থেকে, লিও কনস্টেলেশনে (আমার জোডিয়াক সাইন) একটি তারা আমার নামে, শ্রাবন্তী হিসেবে, ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে নামাঙ্কিত ও রেজিস্টার হয়ে রইল।'


 






অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, সোহিনী গুহ রায় প্রমুখ। অনেক অনুরাগীও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। যদিও এই উপহার তিনি নিজেই নিজেকে দিলেন কি না তা কোথাও উল্লেখ করেননি। 


কীভাবে তারার নামকরণ করা যায়? কত খরচ পড়ে? 


অনেকেই জিজ্ঞেস করেন যে 'নক্ষত্রপুঞ্জ কিনতে কত খরচ?' কিন্তু নক্ষত্রপুঞ্জ কেনা যায় না, যদিও নির্দিষ্ট তারার নামকরণ করতে পারেন নিজের নামে। বা নিজের পছন্দের যে কোনও দুটি তারাও একত্রে নামকরণ করতে পারেন। মোট ৮৮টি নক্ষত্রপুঞ্জ রয়েছে ফলে অপশনের অভাব হবে না। অনেকেই এই বিশেষ উদ্যোগকে রোম্যান্টিক উপহার হিসেবে বেছে নেন। যে কোনও নক্ষত্রপুঞ্জে কোনও তারা কিনতে ৩০ মার্কিন ডলারের থেকে খানিক কম খরচ পড়ে। ভারতীয় মুদ্রায় যা আড়াই হাজারের কিছু কম। 


আরও পড়ুন: Dream Girl 2: 'ড্রিম গার্ল টু'-তে অভিনয় করার সুযোগ না পেয়ে আমি অত্যন্ত ব্যথিত, অকপট স্বীকারোক্তি নুসরত ভারুচার


উল্লেখ্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঝুলিতে এখন একাধিক ছবির কাজ। বর্তমানে একটি রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক তিনি। আগামী কাজের মধ্যে রয়েছে জিতু কমলের সঙ্গে দুটি প্রজেক্ট। এছাড়া 'দেবী চৌধুরানী' ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial