কলকাতা: আমির খান (Amir Khan) কি আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন? সদ্য শোনা যাচ্ছিল যে, আমির খান একটি নতুন সিনেমা তৈরির কথা ভাবছেন । সেই সিনেমার ঘটনা এখনও বিচারের আওতায় রয়েছে । সেই কারণেই কি 'মিস্টার পারফেকশনিস্ট'-এর বাড়িতে হানা দিলেন, ২৫ জন আইপিএস আধিকারিক? সদ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও । সেখানে দেখা যাচ্ছে, আমির খানের বাড়ি থেকে বেরোচ্ছেন ২৫ জন আইপিএস অফিসার । সোশ্যাল মিডিয়ায় সদ্য ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও । তবে সেই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ।
ঠিক কী কারণে আমির খানের বাড়িতে ২৫ জন পুলিশ আধিকারিক হানা দিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয় । যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তার সত্যতা যাচাই করা হয়নি । অনেকেই মনে করছেন, ভিডিওটা ফেক । যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা গিয়েছে, আমির খানের বাড়ি থেকে বেরিয়ে আসছেন একের পর এক পুলিশ আধিকারিক । আমির খানের অনুরাগীরা জানতে চান, সত্যিই আমিরের বাড়িতে পুলিশ হানা দিয়েছিল কি না?
সদ্যই গুঞ্জন শোনা যাচ্ছিল, আমির খান নাকি মেঘালয়কাণ্ড নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন । সোনম রঘুবংশীর ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছিল সব লোকেরাই । মধুচন্দ্রিমায় গিয়ে পরিকল্পনা করে স্বামীকে খুনের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে । এই ঘটনা এখনও বিচারের অধীনস্থ রয়েছে । ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অনেককেই গ্রেফতার করা হয়েছে । পুলিশের অধীনে রয়েছেন সোনম রঘুবংশী ও । এর মধ্যেই শোনা যাচ্ছে, এই ঘটনা নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন আমির খান । সেই সূত্রেই কি তাঁর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ?
বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, আমির নাকি মেঘালয়ের ঘটনা নিয়ে পড়াশোনা করেছেন । আমিরের সহযোগীরা এই ঘটনা নিয়ে পড়াশোনা করছেন । তবে এই ছবি তৈরি করলে আমির খান নিজে তাতে অভিনয় করবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে । তবে আমির খানের কাছে এই প্রশ্ন রাখা হলে উত্তরে আমির একেবারে নাকচ করে দেন এই প্রস্তাব । তিনি বলেন, 'কারা এইসব খবর ছড়ায় জানি না । একেবারেই এমন কোনও সিনেমা তৈরির পরিকল্পনা আমার মাথায় নেই ।'