মুম্বই: সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন অবিনেতা আমির খান। তিনি একা নন, তাঁর স্ত্রী কিরণ রাও-ও ভুগছেন এই রোগে।

হাসপাতালে নয়, বাড়িতেই চিকিৎসা চলছে আমির-কিরণের। তাঁরা দুজনে ভিডিও কনফারেন্স করে রোগের কথা জানিয়েছেন।

মহারাষ্ট্রের খরা পীড়িত এলাকাগুলির সাহায্যে আমিরের যে পানি ফাউন্ডেশন রয়েছে, তার এক অনুষ্ঠানে গতকাল তাঁর পুনেতে যাওয়ার কথা ছিল। যাওয়ার কথা ছিল কিরণেরও। অসুস্থতার কারণে যেতে পারেননি তাঁরা। এ জন্য ভিডিও কনফারেন্স করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন। আমির জানিয়েছেন, পানি ফাউন্ডেশন ওয়াটার কাপ প্রতিযোগিতায় যোগ দেওয়ার অত্যন্ত ইচ্ছে ছিল তাঁর কিন্তু সোয়াইন ফ্লুয়ের জীবাণু ছড়ায় অত্যন্ত দ্রুত। তাই আরও অন্তত ১ সপ্তাহ তাঁকে বাড়িতে থাকতে হবে, যাতে তাঁর থেকে এই রোগ আরও কারও না হতে পারে।



তবে আমিরের অনুপস্থিতিতে অনুষ্ঠান যে ফিকে হয়ে যাবে এমনটা নয়, তাঁর জায়গায় শাহরুখ খান পানি ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমির জানান, নিজে যেতে পারছেন না বলে শাহরুখকে তিনি অনুরোধ করেন পানি ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিতে। এসআরকে তখনই রাজি হয়ে যান।

পরে শাহরুখ টুইট করে তাঁকে ওই অনুষ্ঠানের অংশ হতে সুযোগ দেওয়ার জন্য আমির ও কিরণকে ধন্যবাদ জানিয়েছেন।