নয়াদিল্লি: 'ডিপফেক' (Deepfake) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) প্রয়োগে কোনও বিকৃত ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া। তারকা মহল, বিশেষত সিনেদুনিয়ার সঙ্গে জড়িতদের অনেকেই ইতিমধ্যেই এই চক্রান্তের শিকার হয়েছেন। যে তালিকায় নবীনতম সংযোজন বলিউডের 'মিস্টার পারফেরশনিস্ট' আমির খান (Aamir Khan)। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একটি ভিডিও ভাইরাল করা হয় যেখানে দেখা যায় অভিনেতা কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছেন। তবে সেই ভিডিও 'ভুয়ো' অভিযোগে সঙ্গে সঙ্গে এফআইআর করেন অভিনেতা। 'পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক' (PTI Fact Check Desk) খুঁজে বের করল আসল সত্যিটা।
ডিপফেকের শিকার আমির খান, আসল সত্যিটা কী?
সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেসের সমর্থনে প্রচার চালাচ্ছেন আমির খান। যদিও এই ভিডিও ভুয়ো বলে FIR করেছেন অভিনেতা। সম্প্রতি সংবাদ সংস্থা PTI Fact Check Desk-এর তরফে প্রকাশ করা হয়েছে যে অভিনেতার দশ বছর পুরনো একটি ভিডিওর অডিও নিয়ে সেটাকে ভুয়ো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিকৃত করা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেটি শুনলেই মনে হবে আমির খান এক বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন। এরপর ডিজিট্যাল প্ল্যাটফর্মের সাহায্যে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়া সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য দিয়ে।
লোকসভা নির্বাচনের আবহে বিজেপি ও কংগ্রেস, দুই দলই তাদের ম্যানিফেস্টো অনুযায়ী নিজস্ব ক্যাম্পেনের ওপর জোর দিতে শুরু করেছে, যা যথাক্রমে - 'মোদির গ্যারান্টি' ও 'ন্যায় পত্র'। আমির খানের 'ডিপফেক' ভিডিও ওই দুই দলের দুই গ্যারান্টিকে নিশানা করেই তৈরি। অর্থাৎ আসল বক্তব্য, আমির খান সর্বসমক্ষে কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করেননি। পুরোটাই এআইয়ের সাহায্যে করা হয়েছে।
তবে আমির খান প্রথম নন, এই ফাঁদে প্রথম পড়েছিলেন রশ্মিকা মান্দানা। তোলপাড় হয়ে যায় বিনোদন দুনিয়া। এরপর মাত্র কয়েকদিনের ব্যবধানে একের পর এক ক্যাটরিনা কাইফ, আলিয়া ভট্ট, কাজল, প্রিয়ঙ্কা চোপড়া, সারা তেন্ডুলকর, সচিন তেন্ডুলকর, প্রমুখ অনেকেই 'ডিপফেক' কন্টেন্টের শিকার হন। রশ্মিকা মান্দানার ঘটনায় গ্রেফতারও করা হয় দোষীদের। তবে ফের ভোটের আবহে একই ধরনের কাণ্ড!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।