নয়াদিল্লি: ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। ভারতীয় সিনে দুনিয়ার অন্যতম উজ্জ্বল নাম। যাঁর নামের সঙ্গে অভিনয় প্রতিভা, সৌন্দর্য্য ও দৃঢ় ব্যক্তিত্ব হাতে হাত ধরে আসে। ৩৩ বছরের দীর্ঘ কর্মজীবনে অজস্র ব্লকবাস্টার হিট ছবি ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অভিনেত্রী। জিতেছেন একাধিক পুরস্কার। তবে কেবল সাফল্যই নয়, তাঁর জীবনেও এসেছে অসফল সিনেমা (biggest flop)! 


ঐশ্বর্যা রাই বচ্চনের জীবনের সবচেয়ে বড় ফ্লপ ছবি কোনটি?


'গুরু' নায়িকা ঐশ্বর্যা রাই বচ্চনের কর্মজীবনের সবচেয়ে বড় ফ্লপ ছবি একটি হলিউড ফিল্ম থেকে অনুপ্রাণিত যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সিনেমার তারকা সমাবেশও তাকে ডোবার থেকে বাঁচাতে পারেনি। IMDb-তেও এই ছবিকে মাত্র ৪.৩ রেটিং দেওয়া হয়েছে। ছবির নাম 'অ্যাকশন রিপ্লে' (Action Replayy)। 


'অ্যাকশন রিপ্লে' একটি কল্পবিজ্ঞান ঘরানার কমেডি ছবি যার পরিচালক ছিলেন বিপুল অম্রুতলাল শাহ্ (Vipul Amrutlal Shah)। অভিনয় করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar), ঐশ্বর্যা রাই বচ্চন ও আদিত্য রায় কপূর। এছাড়াও ছবিতে নেহা ধুপিয়া, রণবিজয় সিংহ, ওম পুরী, কিরণ খের ও রাজপাল যাদবের মতো অভিনেতারা ছিলেন পার্শ্বচরিত্রে। বলা হয় এটি ১৯৮৫ সালের হলিউড ছবি 'ব্যাক টু দ্য ফিউচার'-এর রিমেক। 


ঐশ্বর্যা, অক্ষয়ের মতো তারকারা থাকা সত্ত্বেও এই ছবি দর্শকের মন জয় করতে পারেনি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ছবিটি। ৫৫ কোটি টাকা খরচ করে তৈরি এই ছবি ভারতে আয় করে মাত্র ২৯.০৬ কোটি টাকা এবং বিশ্বজুড়ে ৪৮ কোটি টাকা। নির্মাতারা ২৫ কোটি টাকার ক্ষতি সামলান। শুধু তাই নয়, এই ছবির শ্যুটিং করার সময় গোটা কাস্ট মানালিতে আটকে পড়ে। ভূমিধসে রোটাং পাসের কাছে বন্ধ হয়ে যায় রাস্তা এবং ছবির টিমকে সৈন্যবাহিনী উদ্ধার করে সেখান থেকে। 


এই ছবি মুক্তির পর পরিচালক আগামী ৮ বছর কোনও ছবি তৈরি করেননি আর। এরপর ২০১৮ সালে পরিণীতি চোপড়া ও অর্জুন কপূরকে নিয়ে তিনি তৈরি করেন 'নমস্তে ইংল্যান্ড'। সেটিও বক্স অফিসে অসফল হয়। সেই থেকে আর কোনও ছবি পরিচালনা করেননি তিনি। তবে তাঁর প্রযোজিত একাধিক ছবি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে, 'ফোর্স', 'দ্য কেরালা স্টোরি', 'হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি'-এর মধ্যে অন্যতম। 


আরও পড়ুন: 'Dwitiyo Basanta': অনিরুদ্ধকে গ্রেফতার করল পুলিশ, বাঁচাতে পারবে জাগৃতি? নতুন কোন চ্যালেঞ্জ রয়েছে সামনে?


'অ্যাকশন রিপ্লে' ছাড়াও ঐশ্বর্যা রাই বচ্চনের ঝুলিতে আছে একগুচ্ছ ফ্লপ। এর মধ্যে 'অউর পেয়ার হো গয়া', 'আ অব লৌট চলে', 'ঢাই অক্ষর প্রেম কে', 'অলবেলা', 'হম কিসি সে কম নহি' অন্যতম। যদিও তাঁর সবচেয়ে বড় ফ্লপ 'অ্যাকশন রিপ্লে'ই। ঐশ্বর্যা রাইকে শেষ দেখা গিয়েছিল মণি রত্নমের 'পোনিয়ন সেলভান ২' ছবিতে। সমালোচক ও দর্শক, সকলেই তাঁর কাজের প্রশংসা করেছেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।