কলকাতা: জল্পনা ছিলই। অবশেষে সেই জল্পনাই সিলমোহর। শোনা যাচ্ছিল, ফের নাকি সম্পর্কে জড়িয়েছেন আমির খান (Amir Khan)। তাঁর জীবনে এসেছে নতুন প্রেম। তবে তাঁর প্রেমিকা নাকি বলিউডের সঙ্গে যুক্ত কোনও মানুষ নয়। এমনকি তিনি মুম্বইয়ের বাসিন্দাও নন। তবে তাঁর পরিচয়, আমিরের সঙ্গে তাঁর সম্পর্ক এ সব নিয়ে ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা নিজেই দূর করলেন আমির। সাংবাদিক ও ছবিশিকারীদের সঙ্গে তিনি যখন জন্মদিন উদযাপন করেছিলেন, সেই সময়ে তিনি প্রথমবার কথা বললেন নিজের নতুন সম্পর্ক নিয়ে। প্রেমিকার সঙ্গে সাংবাদিক ও পাপারাৎজিদের আলাপ ও করিয়ে দিলেন আমির। তবে তাঁরই অনুরোধে, প্রকাশ্যে এল না আমিরের প্রেমিকার ছবি। 

আগেই জানা গিয়েছিল আমিরের প্রেমিকার নাম গৌরী। সেই জল্পনা যে সত্যি ছিল, তা প্রমান হল এদিনই। সাংবাদিক ও ছবি শিকারীদের সঙ্গে জন্মদিনে আমির যখন কথোপকথনে ব্যস্ত ছিলেন, তখন তিনি নিজেই সবার সামনে গৌরীকে নিয়ে এসে চমকে দেন। গৌরী আসলে বেঙ্গালুরুর মেয়ে। তাঁর একটি ৬ বছরের সন্তানও রয়েছে। তবে সবার সঙ্গে গৌরীকে আলাপ করিয়ে দিয়ে আমির অনুরোধ করেন গৌরীর কোনও ছবি না তুলতে। আমির চান না গৌরী এখনও লাইমলাইটে এসে পড়ুন। সবসময় তাঁকে ধাওয়া করুন ছবিশিকারীরা। গৌরী সাধারণ ঘরের মেয়ে ও আমির চান তাঁর জীবনযাত্রা সাধারণই থাকুক। সেই কারণেই আমির কাউকে ছবি তুলতে বারণ করেন। আমিরের কথার সম্মান রেখেই প্রকাশ্যে আনা হয়নি, গৌরীর কোনও ছবি। 

নিজের প্রেমিকা সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আনতে চান না আমির। তবে সূত্র বলছে, ইতিমধ্যেই আমির তাঁর পরিবারের সঙ্গে গৌরীর আলাপ করিয়ে দিয়েছেন। মুম্বইতেও আসা যাওয়া রয়েছে গৌরীর। আমির ও যান বেঙ্গালুরুতে। তবে তাঁদের সম্পর্কের পরিণতি কী হবে, বা তাঁরা কবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তা নিয়ে মুখ খুলতে চাননি আমির খান। এর আগে অবশ্য রিয়া চক্রবর্তীর একটি টক শো-তে এসে আমির জানিয়েছিলেন, তিনি আর প্রেমে পড়তে চান না। তাঁর আর সেই বয়স নেই। নিজের ছেলে মেয়েদের সঙ্গে ও নতুন নতুন কাজ করেই, বাকি জীবনটা কাটিয়ে দিতে চান তিনি। 

কিন্তু... 'দিল তো বাচ্চা হ্যায় জি.. থোড়া কাচ্চা হ্যায় জি..'

ফের প্রেমে হাবুডুবু আমির খান।

সূত্র: ABP Live English 

আরও পড়ুন: Bhagyashree: কপালে ১৩টা সেলাই, গুরুতর জখম ভাগ্যশ্রী! কী করে এই হাল হল অভিনেত্রীর?