মুম্বই: আমির খান ঠিক যেন বজরঙ্গবলী বা হনুমান। তাঁকে তাঁর ক্ষমতার কথা মনে করিয়ে দিতে হবে। বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ।
রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমির চালু করেছেন পানি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের আওতায় মহারাষ্ট্রের রুখা শুখা ১৩টি জেলার ৩০টি তালুক নিয়ে শুরু হয়েছে সত্যমেব জয়তে ওয়াটার কাপ। এই প্রতিযোগিতার লক্ষ্য, রাজ্যকে যত দ্রুত সম্ভব খরামুক্ত করে তোলা।
সত্যমেব জয়তে ওয়াটার কাপের দ্বিতীয় পর্বের উদ্বোধনে এসে আমিরকে ‘জলসেবক’ নামে সম্বোধন করেন ফডনবীশ। বলেন, আমির বুঝতে পারছিলেন না, রাজ্যকে খরামুক্ত করার এই প্রকল্পে হাত দিয়ে তিনি সফল হবেন কিনা। আসলে তিনি হনুমানের মত। নিজের ক্ষমতার কথা শুধু মনে করিয়ে দিতে হয়। যখনই তিনি কিছুর দায়িত্ব নেন, তখন প্রতিটি খুঁটিনাটি নির্ভুলভাবে সংগঠিত করেন।
মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যকে জল নিরাপত্তা দিতে গেলে শুধু রাজ্য সরকারের প্রচেষ্টাই যথেষ্ট নয়। ৪০ বছর ধরে রাজ্য সরকার জল সংরক্ষণের কথা বললেও তা স্রেফ স্লোগানই ছিল। কিন্তু পানি ফাউন্ডেশনের মাধ্যমে আমির গোটা বিষয়টি গণআন্দোলনের রূপ দিয়েছেন। তাঁর জনসংযোগের ক্ষমতা অসাধারণ।
জবাবে আমির বলেন, মহারাষ্ট্রকে খরা মুক্ত করতে পারলে নিজেকে সার্থক বলে মনে করবেন তিনি। সেই সার্থকতা ছবি সুপার ডুপারহিট হওয়ার থেকেও বেশি।
আমির খান হনুমানের মত, বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ
ABP Ananda, Web Desk
Updated at:
07 Jan 2017 02:36 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -