মুম্বই : দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত। নতুন পথ চলার কথা জানিয়েছেন বলিউডের "মিস্টার পারফেকশনিস্ট" ও কিরণ রাও। বাবা-মা হিসাবে নিজেদের দায়িত্ব অবশ্য পালন করে যাবেন বলে জানিয়েছেন আমির-কিরণ। বলিউডের এহেন সফল জুটির সম্পর্কের শুরু কীভাবে ? নতুন করে ফের একবার তা নিয়ে চর্চা শুরু হয়েছে।


২০০১ সালের ব্লকবাস্টার ছবি ছিল "লগান"। সেই সিনেমার সেটেই প্রথম কিরণের সঙ্গে সাক্ষাৎ আমিরের। এর পর ২০০৫ সালের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ে হয়। ২০১১-র ডিসেম্বরে সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান আজাদ রাও খানের জন্ম। ২০১৩ সালে একটি সাক্ষাৎকারে কিরণ জানিয়েছিলেন, তাঁরা একে-অপরকে পছন্দ করতেন। এক বছর ধরে তাঁর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। বন্ধু হয়ে উঠেছিলেন। ২০০৪ সাল থেকে তাঁদের সম্পর্ক জোরদার হয়ে ওঠে। 


জানা যায়, একসময় মাছ-মাংস-ডিম খেতে ভালবাসতেন আমির খান। কিরণ তাঁকে একটি ভিডিও দেখানোর পর থেকে নাকি তিনি ভেগানে পরিণত হন। 


"ক্যায়ামত সে ক্যায়ামত তক", "সরফরশ", "থ্রি ইডিয়টস", "তলাশ" ও "দঙ্গল"-এর মতো একের পর এক সুপারডুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন আমির। ছবির চরিত্র নিখুঁতভাবে তুলে ধরার জন্য তাঁর খুঁতখুঁতেভাব সকলেরই জানা। এহেন আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীণা দত্ত। তাঁদের দুই সন্তানও রয়েছে। নাম- পুত্র জুনেইদ খান ও কন্যা ইরা খান।


এর পর কিরণের সঙ্গে সম্পর্ক, বিয়ে। ১৫ বছর পর সেই সম্পর্কে ইতি। তবে, ছবিতে, এনজিও-য় একসঙ্গে কাজ করে যাবেন বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন আমির-কিরণ। তাঁরা আরও বলেছেন, এই ১৫ বছরে আমরা দারুণ মুহূর্ত কাটিয়েছি। আনন্দ, হাসি। আমাদের সম্পর্কে আছে আস্থা, ভালবাসা, সম্মান। কিন্তু, আমরা এখন জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাইছি। স্বামী-স্ত্রী হিসেবে নয়, বাবা-মা এবং পরিবার হিসেবে। পুত্র আজাদের প্রতি তাঁরা সমস্ত দায়বদ্ধতা পালন করবেন বলে জানিয়েছেন।


উল্লেখ্য, টম হ্যাঙ্কসের ছবি "ফরেস্ট গাম্প"-এর হিন্দি রিমেক "লাল সিং চাড্ডা"য় এরপর দেখা যাবে আমিরকে।