মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রি হোক বা তার বাইরের কোনও বিষয়। যে কোনও ইস্যু নিয়েই মন্তব্য করে বসেন কঙ্গনা রানাউত। আর কঙ্গনার মন্তব্য মানেই বিতর্ক। চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে ছাড়েন না কঙ্গনা। সুশান্ত মৃত্যুর কারণ হিসেবে বলিউডে স্বজনপোষণের বিষয়টি তুলে ধরেন কঙ্গনাই। তারপর এক ধাপ এগিয়ে তিনিই সুশান্ত মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেন।এবার তাঁর নিশানায় আমির খান। সম্প্রতি আমির 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিংয়ে তুরস্ক গিয়েছেন। সেদেশের ফার্স্ট লেডির সঙ্গে আলাপচারিতার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কাশ্মীর নিয়ে সাম্প্রতিক কালে একাধিক বার ভারত বিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্দোয়ানকে। তাঁরই স্ত্রীর সঙ্গে আমিরি সাক্ষাত্ ভাল চোখে দেখেননি নেটিজেনদের একাংশ। শুরু হয়েছে ট্রোলিং। সেই বিতর্কে এবার ঘি ঢাললেন কঙ্গনা।


এই প্রসঙ্গে আমিরের এক পুরনো উক্তিকে সামনে এনেছেন কঙ্গনা। আমির এক সাক্ষাত্কারে বলেছিলেন, তিনি ও স্ত্রী কিরণ যে -যার নিজের মতো করে ধর্মাচরণ করেন। কিন্তু সন্তানকে তিনি ইসলাম ধর্মের রীতিনীতি পালন করতেই শেখাবেন।
এই প্রসঙ্গে কঙ্গনা রানাউতের টিমের ট্যুইটটি পড়ুন,



হিন্দু + মুসলমান = মুসলমান
এটা তো কট্টরপন্থী মনোভাব। বিয়ের মানে শুধু, জিন বা সংস্কৃতির মেলবন্ধন নয়, ধর্মেরও মিলন। নিজের সন্তানদের আল্লাহর 'ইবাদত'-এর কথাও বলুন, আবার শ্রীকৃষ্ণের ভক্তির কথাও। সেটাই তো ধর্মনিরপেক্ষতা, তাই না? .....এই কথা লিখে আমিরকে ট্যাগ করে কঙ্গনার টিম।

কঙ্গনার টিম আরও একটি ট্যুইটে লেখে, আপনি তো সবথেকে বেশ সহিষ্ণু ছিলেন, কবে থেকে হিন্দুত্ববিরোধী হয়ে গেলেন? যে সন্তানের জন্ম হিন্দু মায়ের গর্ভ থেকে, যার শরীরে শ্রীকৃষ্ণ ও রামের রক্ত, সে শুধু ইসলাম ধর্ম কেন পালন করবে? প্রশ্ন তুলেছে টিম কঙ্গনা।



সম্প্রতি তুরস্ক প্রেসি়ডেন্ট এর্দোয়ানের স্ত্রী এমিনের সঙ্গে আমির খানের সাক্ষাতের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। এমিনে নিজেও সোশ্যাল মিডিয়ায় আমিরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। তাতেই ফের দক্ষিণপন্থীদের নিশানায় উঠে এসেছেন আমির।