নয়াদিল্লি: গত ১৫ জুন, ২১ বছর পূরণ করল ভারতীয় চলচ্চিত্র জগতের কালজয়ী সিনেমা 'লগান' (Lagaan)। অস্কার মনোনীত সেই ছবির সমস্ত কলাকুশলীদের সঙ্গে সম্প্রতি নিজের বাড়ি 'মারিনা'তে বিশেষ দিনটি উদযাপিত করলেন আমির খান (Aamir Khan)।
'লগান' ছবির ২১ বছর
২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি অন্যতম সফল ভারতীয় সিনেমা। সেই সময়ে অস্কারে মনোনয়ন পাওয়া তিনটি ছবির অন্যতম ছিল এটি। এই ছবি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনাও আজ একইরকম রয়ে গেছে।
এদিনের সিনেমার গোটা টিমের সেলিব্রেশনের মুহূর্ত ভাগ করে নেওয়া হয় 'আমির খান প্রোডাকশনস'-এর তরফে। তারকার প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওয় বাজতে থাকে ছবির বিখ্যাত গান 'চলে চলো'। সকলে মিলে হাসি ঠাট্টা, মজা, আনন্দ, খাওয়া দাওয়া, খেলাধুলো করে দারুণ সময় কাটিয়েছেন যে তা ভিডিওতেই স্পষ্ট।
'লগান' ছবিটি আমির খান এবং তাঁর পুরো টিমের জন্য একটি আবেগের জায়গা। ২০২১ সালে, মহামারীর মধ্যে, আমির এই ছবি মুক্তির ২০ বছর পূর্তিতে একটি ভার্চুয়াল সমাবেশ পরিচালনা করেছিলেন। কিন্তু এই বছর তো আর দেখা করার সুযোগ হাতছাড়া করা যায় না। এদিনের পার্টিতে ছিলেন, আশুতোষ গোয়াড়েকর, গ্রেসি সিংহ, যশপাল শর্মা, রঘুবীর যাদব, রাজেশ বিবেক উপাধ্যায়, দয়া শঙ্কর পাণ্ডে, রাজেন্দ্রনাথ জুতশি, রাজা আওয়াস্থি, সুহাসিনি মুলে, প্রদীপ রাম সিংহ রাওয়াত ও আমিন গাজি সহ অনেকে। এদিনের 'পুনর্মিলন' উৎসবে হাজির ছিলেন ক্রিকেট তারকা ইরফান পাঠানও।
আরও পড়ুন: Kartik Aaryan: ভরা মঞ্চে কর্ণকে এড়িয়ে গেলেন কার্তিক, দেখুন ভাইরাল হওয়া ভিডিও