নয়াদিল্লি: প্রায় বছর দেড়েকের বিরতির পর ফের বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট (Mister Perfectionaist), আমির খান (Aamir Khan)। জানুয়ারিতেই শ্যুটিং সেটে ফিরছেন 'সিতারে জমিন পর' (Sitare Zameen Par) ছবির। শোনা যাচ্ছে এছাড়াও একইসঙ্গে কিছু ছবির প্রযোজনা করবেন তিনি। এবং তার জন্য ফাতিমা সানা শেখকে (Fatima Sana Shaikh) নিশ্চিত করেছেন। 


আমির খানের ছবিতে ফাতিমার অভিনয়


এখন আমির খানের হাতে রয়েছে বেশ কিছু কাজ। ২০১৮ সালের স্প্যানিস ড্রামা ঘরানার 'ক্যাম্পিওনস'-এর সংস্করণে আর এস প্রসন্নর পরিচালনায় নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন আমির। ২০২৪ সালের বড়দিনে এই ছবি মুক্তি পাওয়ার কথা। অভিনয়ের কথা সরালে জানা যাচ্ছে নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে একাধিক ছবির কাজ করছেন তিনি। আগামী ১২ মাসের জন্য ৫টি ছবি রয়েছে তালিকায়। এরই মধ্যে খবর আরও একটি প্রোজেক্টে হাত দিয়েছেন তিনি প্রযোজক হিসেবে। 


শোনা যাচ্ছে আমিরের আগামী প্রযোজনার জন্য 'দঙ্গল' অভিনেত্রী ফাতিমা সানা শেখকে নিশ্চিত করেছেন তিনি। হালকা মেজাজের কমেডি ড্রামা ঘরানার এই ছবির নাম এখনও স্থির হয়নি। ফাতিমার সঙ্গে একাধিক নামী অভিনেতা ও অভিনেত্রীকে দেখা যাবে ছবিতে, খবর এমনই। 


ঘনিষ্ঠ সূত্রের খবর, 'অদ্বৈত চন্দন, যিনি আমির খানের 'সিক্রেট সুপারস্টার' ও 'লাল সিং চাড্ডা' পরিচালনা করেছিলেন, তাঁকেই এই ছবির পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এই মাসের শুরুর দিকেই চিত্রনাট্য শোনানোর কাজ হয়ে গিয়েছে এবং মসৃণভাবেই কাজ এগোচ্ছে এখন। চিত্রনাট্যে শেষ মুহূর্তের কাজ সারছেন অদ্বৈত এবং প্রোডাকশন আগামী বছরের শুরুর দিকেই শুরু হয়ে যাওয়ার কথা।'


এর আগে মালয়লি ছবি 'জয় জয় জয় জয় হে'র হিন্দি সংস্করণের জন্য ফাতিমাকে সই করিয়েছিলেন আমির। তবে সেই প্রজেক্টের কাজ বাস্তবায়িত হয়নি। 'এরপর অদ্বৈত চন্দন এই মজায় মোড়া চিত্রনাট্য তৈরি করেন। আমির ও ফাতিমা দুজনেরই খুব পছন্দ হয়েছে এবং সঙ্গে সঙ্গে তাঁরা পরিচালকের ছবিতে রাজি হন', খবর সূত্রের। নিত্যা মেহরার সঙ্গে ডেবিউ ওয়েব সিরিজের কাজ সেরেই ফাতিমা এই ছবির কাজ শুরু করবেন বলে খবর। সম্প্রতি তাঁর 'ধক ধক' নামক ছবির প্রেক্ষাগৃহে মুক্তি হয় এবং এরপর ডিসেম্বরে ভিকি কৌশলের সঙ্গে 'স্যাম বাহাদুর' ছবিতে দেখা যাবে তাঁকে। এরপর ২০২৪ সালের মার্চে আসছে অনুরাগ বসুর পরিচালনায় 'মেট্রো... ইন দিনো।'


আরও পড়ুন: Ram Krishnaa: সম্পর্কের ব্যবধান মেটাতে গিয়ে নতুন কোন বিপদে পড়বে রাম? বাঁচাতে পারবে কৃষ্ণা?


অন্যদিকে, আমির খানের হাতে প্রযোজক হিসেবে ৫টি ছবি রয়েছে। কিরণ রাওয়ের 'লাপতা লেডিস' ও সুনীল পাণ্ডের 'প্রীতম পেয়ারে'র কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এছাড়া আমির খানের ছেলে জুনেইদ খান ও সাই পল্লবীর অভিনয়ে আসছে যা 'ওয়ান ডে' ছবির রিমেক। এছাড়া রাজকুমার সন্তোষির 'লাহৌর, ১৯৪৭' ছবি রয়েছে, মুখ্য চরিত্রে সানি দেওল। এই দুই ছবির কাজ শুরু হবে। তাছাড়া আমিরের 'সিতারে জমিন পর' ছবির শ্যুটিং শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial