নয়াদিল্লি : দ্য কাশ্মীর ফাইলস ( The Kashmir Files) - ছবিটির বিষয়বস্তুর পক্ষে বিপক্ষে তরজা চলছেই। ছবিপ্রেমীদের পরিসর পেরিয়ে দ্য কাশ্মীর ফাইলস এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে। একদিকে যখন গেরুয়া শিবির ছবিটিকে দরাজ সার্টিফিকেট দিচ্ছে, তখন বিরোধী শিবির ভুল তথ্য পরিবেশন সহ একাধিক অভিযোগ এনে সরব হয়েছে। কিন্তু সব বিতর্কের মাঝেই বক্সঅফিসে দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাট করে চলেছে বিবোক অগ্নিহোত্রীর ছবিটি। এবার দ্য কাশ্মীর ফাইলস ছবিটির সমর্থনে মুখ খুললেন আমির খান (Actor Aamir Khan)। অভিনেতা আমির চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবিটির প্রশংসা করে বলেছেন, মানুষ পছন্দ করছে, ছবিটি অবশ্যই দেখব।
১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর অত্যাচারের কথা বলেছে ছবিটি । রবিবার, আমির এসএস রাজামৌলির একটি ফ্যান ইভেন্টে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন। সেখানেই তাঁকে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে প্রশ্ন করা হয়, তিনি ছবিটি দেখেছেন কিনা । আমির বলেন, "আমি অবশ্যই দেখব। ছবিটি ইতিহাসের এমন এক অধ্যায়কে তুলে ধরেছে যা হৃদয়কে নাড়া দিয়ে যায়ষ"
তিনি আরও বলেন, গল্পটি আমাদের ইতিহাসের একটি অংশ । কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা ঘটেছিল তা সত্যিই দুঃখজনক। এই জাতীয় বিষয়ের উপর যে কোনও চলচ্চিত্র অবশ্যই সব ভারতীয়দের দেখা উচিত। তিনি আরও বলেন, এই ছবিটি মানবিক বোধ সম্পন্ন সব মানুষের আবেগকে স্পর্শ করেছে, আমি অবশ্যই ছবিটি দেখব '
বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) পরিচালনায়, 'দ্য কাশ্মীর ফাইলস' ((The Kashmir Files)) বক্স অফিসে সাফল্য (Box Office Collection) অব্যাহত রেখেছে। ১১ মার্চ মুক্তির পর থেকে সিনেমাটি এক এক করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র সাত দিনে ১০০ কোটি টাকার ব্যবসা অতিক্রম করার পর, 'দ্য কাশ্মীর ফাইলস' এখন ১৫০ কোটি টাকাও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রবিবার নবম দিনে, এই ছবি ২৪.৮০ কোটি টাকা আয় করেছে। এই পর্যন্ত মোট বক্স অফিস কালেকশন ১৪১.২৫ কোটি টাকা।